ETV Bharat / state

একাধিক দাবি নিয়ে জেলাজুড়ে মৌন বিক্ষোভ কর্মসূচি পালন BJP-র - BJP

রাজ্যজুড়ে রেশন দু্র্নীতি , তিন মাসের বিদ্যুৎ বিল মকুব সহ একাধিক দাবিতে আজ জেলার প্রতিটি BDO অফিসের সামনে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করলেন BJP-র দলীয় কর্মীরা ৷ জেলার পাঁশকুড়া , কোলাঘাট , ময়না , নন্দকুমার , চণ্ডীপুর ও কাঁথি সহ জেলার 25টি ব্লকেই প্রতিবাদে শামিল হন তাঁরা ।

Tamluk
তমলুক
author img

By

Published : May 5, 2020, 5:16 PM IST

তমলুক , 5 মে : রেশন দুর্নীতি ও তিন মাসের বিদ্যুৎ বিল মকুব সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে জেলাজুড়ে মৌন প্রতিবাদ জানাল BJP-র দলীয় কর্মীরা । সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে মুখে মাস্ক পরে , থালা হাতে ,সামাজিক দূরত্ব মেনে প্রতিবাদ জানান তাঁরা । জেলার প্রতিটি ব্লক কার্যালয়েই প্রায় ঘণ্টা দুই ধরে এই কর্মসূচি চলে । অবিলম্বে দাবি পূরণ না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা BJP সভাপতি নবারুণ নায়েক ।

জানা গেছে , রাজ্য BJP-র দলীয় কর্মসূচি অনুযায়ী জেলা BJP আজ সকাল থেকেই জেলার প্রতিটি BDO অফিসে হাজির হন । কোরোনা পরিস্থিতির কারণে স্বল্প সংখ্যক কর্মীদের নিয়ে প্রতিটি ব্লকে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয় ৷ জেলার পাঁশকুড়া , কোলাঘাট , ময়না , নন্দকুমার , চণ্ডীপুর ও কাঁথি সহ জেলার 25টি ব্লকেই প্রতিবাদে শামিল হন দলীয় কর্মীরা ।

জেলা BJP-র তরফে জানানো হয়েছে , কোরোনার সংকটময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্র সরকারের তরফে প্রত্যেকটি পরিবারকে যে পরিমাণ রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফে তা দেওয়া হচ্ছে না । তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কেন্দ্র সরকারের পাঠানো চাল এবং ডাল নিয়ে যে দুর্নীতি করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে । এছাড়া , অবিলম্বে তিন মাসের বিদ্যুতের বিল মকুব করতে হবে রাজ্য সরকারকে । এই পরিস্থিতিতেও দলীয় কার্যকর্তাদের যেভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে , তা অবিলম্বে বন্ধ করতে হবে । কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প ও কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যে চালু করে রাজ্য সরকারকে গরিব ও কৃষক মানুষদের পাশে দাঁড়াতে হবে ৷ এছাড়াও একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ জেলার প্রতিটি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে শামিল হন BJP কর্মীরা ।

এবিষয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক অভিযোগ করে বলেন , "কোরোনা উদ্ভূত পরিস্থিতির কারণে জেলার কয়েক লাখ কৃষকসহ সাধারণ মানুষ অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন । ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে । সেই প্রকল্পগুলির মাধ্যমে দেশের অন্যান্য রাজ্যের মানুষ সুযোগ-সুবিধা ভোগ করছেন । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই প্রকল্পগুলি চালু হতে না দেওয়ায় রাজ্যের কৃষক থেকে সাধারণ মানুষ সমস্যায় ভুগছেন । আমরা চাই কেন্দ্র সরকারের প্রকল্পগুলি অবিলম্বে চালু করে রাজ্য ও জেলার সকল মানুষকে অবিলম্বে সমস্যা থেকে মুক্তি দিক রাজ্য সরকার । আজ গোটা জেলা জুড়ে স্বল্পসংখ্যক কর্মীদের নিয়ে মৌন প্রতিবাদ করা হয়েছে ৷ দাবি পূরণ না হলে আমরা মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামব ।"

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নন্দকুমার মিশ্র জানিয়েছেন , রেশন দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । মা-মাটি-মানুষের সরকার সারা বছর যেমন মানুষের পাশে থাকে , এখনও ঠিক সেভাবেই পাশে রয়েছে । বর্তমান সময়টা রাজনীতি করার জন্য নয় ৷ মানুষের পাশে দাঁড়ানোর জন্য । কেবলমাত্র প্রচারের আলোতে আসার জন্যই BJP এই কর্মসূচি গ্রহণ করেছে ।

তমলুক , 5 মে : রেশন দুর্নীতি ও তিন মাসের বিদ্যুৎ বিল মকুব সহ একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে জেলাজুড়ে মৌন প্রতিবাদ জানাল BJP-র দলীয় কর্মীরা । সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে মুখে মাস্ক পরে , থালা হাতে ,সামাজিক দূরত্ব মেনে প্রতিবাদ জানান তাঁরা । জেলার প্রতিটি ব্লক কার্যালয়েই প্রায় ঘণ্টা দুই ধরে এই কর্মসূচি চলে । অবিলম্বে দাবি পূরণ না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা BJP সভাপতি নবারুণ নায়েক ।

জানা গেছে , রাজ্য BJP-র দলীয় কর্মসূচি অনুযায়ী জেলা BJP আজ সকাল থেকেই জেলার প্রতিটি BDO অফিসে হাজির হন । কোরোনা পরিস্থিতির কারণে স্বল্প সংখ্যক কর্মীদের নিয়ে প্রতিটি ব্লকে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয় ৷ জেলার পাঁশকুড়া , কোলাঘাট , ময়না , নন্দকুমার , চণ্ডীপুর ও কাঁথি সহ জেলার 25টি ব্লকেই প্রতিবাদে শামিল হন দলীয় কর্মীরা ।

জেলা BJP-র তরফে জানানো হয়েছে , কোরোনার সংকটময় পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্র সরকারের তরফে প্রত্যেকটি পরিবারকে যে পরিমাণ রেশন সামগ্রী বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফে তা দেওয়া হচ্ছে না । তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা কেন্দ্র সরকারের পাঠানো চাল এবং ডাল নিয়ে যে দুর্নীতি করছে তা অবিলম্বে বন্ধ করতে হবে । এছাড়া , অবিলম্বে তিন মাসের বিদ্যুতের বিল মকুব করতে হবে রাজ্য সরকারকে । এই পরিস্থিতিতেও দলীয় কার্যকর্তাদের যেভাবে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে , তা অবিলম্বে বন্ধ করতে হবে । কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প ও কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যে চালু করে রাজ্য সরকারকে গরিব ও কৃষক মানুষদের পাশে দাঁড়াতে হবে ৷ এছাড়াও একাধিক দাবি-দাওয়া নিয়ে আজ জেলার প্রতিটি সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে শামিল হন BJP কর্মীরা ।

এবিষয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক অভিযোগ করে বলেন , "কোরোনা উদ্ভূত পরিস্থিতির কারণে জেলার কয়েক লাখ কৃষকসহ সাধারণ মানুষ অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন । ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলার জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে । সেই প্রকল্পগুলির মাধ্যমে দেশের অন্যান্য রাজ্যের মানুষ সুযোগ-সুবিধা ভোগ করছেন । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই প্রকল্পগুলি চালু হতে না দেওয়ায় রাজ্যের কৃষক থেকে সাধারণ মানুষ সমস্যায় ভুগছেন । আমরা চাই কেন্দ্র সরকারের প্রকল্পগুলি অবিলম্বে চালু করে রাজ্য ও জেলার সকল মানুষকে অবিলম্বে সমস্যা থেকে মুক্তি দিক রাজ্য সরকার । আজ গোটা জেলা জুড়ে স্বল্পসংখ্যক কর্মীদের নিয়ে মৌন প্রতিবাদ করা হয়েছে ৷ দাবি পূরণ না হলে আমরা মানুষের স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামব ।"

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নন্দকুমার মিশ্র জানিয়েছেন , রেশন দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । মা-মাটি-মানুষের সরকার সারা বছর যেমন মানুষের পাশে থাকে , এখনও ঠিক সেভাবেই পাশে রয়েছে । বর্তমান সময়টা রাজনীতি করার জন্য নয় ৷ মানুষের পাশে দাঁড়ানোর জন্য । কেবলমাত্র প্রচারের আলোতে আসার জন্যই BJP এই কর্মসূচি গ্রহণ করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.