ETV Bharat / state

Panchayat Board Formation: নন্দীগ্রামে টস জিতে বিজেপির বোর্ড গঠন, উচ্ছ্বসিত শুভেন্দু

author img

By

Published : Aug 14, 2023, 11:02 PM IST

ভগবান ও জনতা সকলেই আমাদের সঙ্গে আছেন ৷ টসে জিতে নন্দীগ্রাম 1 নং গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করায় এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে টসে জিতে বিজেপির বোর্ড গঠনে শুভেন্দুর বক্তব্য

নন্দীগ্রাম, 14 অগস্ট: "তৃণমূলের সদস্যদের মতো বিজেপির জনপ্রতিনিধিদের যেন চোর অপবাদ শুনতে না হয় ।" সোমবার নন্দীগ্রাম 1নং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন নবনির্বাচিত সভাপতিকে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এদিন কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির ভোট নির্বাচন প্রক্রিয়া শুরু হয় । এই 1 নম্বর ব্লকে মোট আসন সংখ্যা 30টি। তৃণমূল কংগ্রেস জয়লাভ করে 15টি আসনে ও বিজেপি জয়লাভ করে 15টিতে । এর পরেই টসের মধ্যে দিয়ে নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হল বিজেপির প্রার্থী শ্যামল সাউ ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ-সভাপতি নির্বাচিত হয় এই ভোটাভুটির মধ্য দিয়ে । এদিন শুভেন্দু অধিকারী পঞ্চায়েত সমিতিতে পৌঁছে সকল সদস্য ও পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতিকে স্বাগত জানান । টসে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হলেও তাঁকেও চেয়ারে বসিয়ে শুভেন্দু অধিকারী অভ্যর্থনা জানান।

তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমাদের সঙ্গে ভগবান সহায় আছেন। জনতা জনার্দন আছেন ৷ তাই আমরা লটারিতেও নন্দীগ্রাম 1 নং পঞ্চায়েত সমিতি জিতেছি । এরপর আমরা স্থায়ী সমিতি গড়ব 9 জন কর্মাধ্যক্ষ নিয়ে । এর জন্য কাউকে আর লাগবে না । আমরা জেতার পরে নন্দীগ্রামে কোথাও অশান্তি গন্ডগোল করতে দিইনি । যেগুলো টুকটাক হয়েছিল সেগুলো কড়া হাতে দমন করেছি । এরপরে 6টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্য-সহ পঞ্চায়েত সমিতি মিলে আমি নিজে পদাধিকার বলে থেকে নন্দীগ্রামের যাতে উন্নয়ন করা যায় সেদিকে নজর দেব ।"

তিনি আরও জানান, নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত, দুটি পঞ্চায়েত সমিতি স্তরে ও ব্যবস্থায় যারা জয়লাভ করেছেন তারা প্রত্যেকে কেউ পার্টি অফিসে বসে বা বাড়িতে বসে লিস্ট করবে না । উন্নয়নের লিস্ট গ্রাম সংসদেই হবে । কালভার্ট থেকে শুরু করে ছোট ছোট ব্রিজ ঢালাই, রাস্তা, পানীয় জল প্রভৃতি ছোট ছোট কাজ আমি ও আমাদের টিম করবে ।

আরও পড়ুন : শুভেন্দুর গড়ে পঞ্চায়েত সমিতি গঠনের আগেই উলটপুরাণ, বোর্ড গঠন তৃণমূলের !

নন্দীগ্রামে টসে জিতে বিজেপির বোর্ড গঠনে শুভেন্দুর বক্তব্য

নন্দীগ্রাম, 14 অগস্ট: "তৃণমূলের সদস্যদের মতো বিজেপির জনপ্রতিনিধিদের যেন চোর অপবাদ শুনতে না হয় ।" সোমবার নন্দীগ্রাম 1নং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন নবনির্বাচিত সভাপতিকে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এদিন কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির ভোট নির্বাচন প্রক্রিয়া শুরু হয় । এই 1 নম্বর ব্লকে মোট আসন সংখ্যা 30টি। তৃণমূল কংগ্রেস জয়লাভ করে 15টি আসনে ও বিজেপি জয়লাভ করে 15টিতে । এর পরেই টসের মধ্যে দিয়ে নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হল বিজেপির প্রার্থী শ্যামল সাউ ৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ-সভাপতি নির্বাচিত হয় এই ভোটাভুটির মধ্য দিয়ে । এদিন শুভেন্দু অধিকারী পঞ্চায়েত সমিতিতে পৌঁছে সকল সদস্য ও পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতিকে স্বাগত জানান । টসে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি হলেও তাঁকেও চেয়ারে বসিয়ে শুভেন্দু অধিকারী অভ্যর্থনা জানান।

তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমাদের সঙ্গে ভগবান সহায় আছেন। জনতা জনার্দন আছেন ৷ তাই আমরা লটারিতেও নন্দীগ্রাম 1 নং পঞ্চায়েত সমিতি জিতেছি । এরপর আমরা স্থায়ী সমিতি গড়ব 9 জন কর্মাধ্যক্ষ নিয়ে । এর জন্য কাউকে আর লাগবে না । আমরা জেতার পরে নন্দীগ্রামে কোথাও অশান্তি গন্ডগোল করতে দিইনি । যেগুলো টুকটাক হয়েছিল সেগুলো কড়া হাতে দমন করেছি । এরপরে 6টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্য-সহ পঞ্চায়েত সমিতি মিলে আমি নিজে পদাধিকার বলে থেকে নন্দীগ্রামের যাতে উন্নয়ন করা যায় সেদিকে নজর দেব ।"

তিনি আরও জানান, নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত, দুটি পঞ্চায়েত সমিতি স্তরে ও ব্যবস্থায় যারা জয়লাভ করেছেন তারা প্রত্যেকে কেউ পার্টি অফিসে বসে বা বাড়িতে বসে লিস্ট করবে না । উন্নয়নের লিস্ট গ্রাম সংসদেই হবে । কালভার্ট থেকে শুরু করে ছোট ছোট ব্রিজ ঢালাই, রাস্তা, পানীয় জল প্রভৃতি ছোট ছোট কাজ আমি ও আমাদের টিম করবে ।

আরও পড়ুন : শুভেন্দুর গড়ে পঞ্চায়েত সমিতি গঠনের আগেই উলটপুরাণ, বোর্ড গঠন তৃণমূলের !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.