ETV Bharat / state

চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ, ভাইরাল পোস্ট ঘিরে বিতর্কে BJP নেতা

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে দেখা গেছে , এগরা এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতি রঞ্জন মহাপাত্র একটি স্ট্যাম্প পেপারে লিখেছেন , BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর নির্দেশে তিনি টাকা তুলেছেন । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অনুপ চক্রবর্তী ।

Emid
BJP সভাপতি
author img

By

Published : Dec 1, 2020, 12:09 PM IST

এগরা , 1 ডিসেম্বর : চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ উঠল BJP-র জেলা সভাপতির বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার ঘটনা । সম্প্রতি সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে ।

সোশাল মিডিয়ায় একটি স্ট্যাম্প পেপারের ছবি ভাইরাল হয়েছে । তাতে টাকা নেওয়ার কথা লেখা রয়েছে । স্ট্যাম্প পেপারে এগরা এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতির নাম উল্লেখ করে লেখা রয়েছে, আমি রঞ্জন মহাপাত্র, দিলীপ ঘোষের কোটা থেকে চতুর্থ শ্রেণির চাকরির জন্য অনুপ চক্রবর্তীর নির্দেশে আমি বাদল দোলাইয়ের থেকে 2 লাখ 60 হাজার টাকা নিলাম । এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে গুঞ্জন শুরু হয়েছে ।

যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী । তিনি বলেন, "যারা সততার সঙ্গে রাজনীতি করে, ফেসবুকের মাধ্যমে তাদের কলঙ্কিত করার অপচেষ্টা ইদানিংকালে প্রথা হয়ে দাঁড়িয়েছে । আর এইসব বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই । আর এইসব বিষয় যারা তুলে ধরেছে, সঠিক বিচারের জন্য তারা আইনের দ্বারস্থ হন । "

এই বিষয়ে রাজ্য তৃণমূল যুবর সহকারী সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । আমি দেখলাম BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি চাকরি দেওয়ার নাম করে গরিব লোকের কাছ থেকে টাকা তুলছেন । আসলে BJP একটি চোরের দল । এরা বাচ্চা চুরি করে জেল খাটে । আর এরা নীরব মোদির সঙ্গে থেকে তাকে পালাতে সাহায্য করেছে । আমি পুলিশ প্রশাসনকে বলব, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য । "

এগরা , 1 ডিসেম্বর : চাকরির টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ উঠল BJP-র জেলা সভাপতির বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার ঘটনা । সম্প্রতি সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে ।

সোশাল মিডিয়ায় একটি স্ট্যাম্প পেপারের ছবি ভাইরাল হয়েছে । তাতে টাকা নেওয়ার কথা লেখা রয়েছে । স্ট্যাম্প পেপারে এগরা এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতির নাম উল্লেখ করে লেখা রয়েছে, আমি রঞ্জন মহাপাত্র, দিলীপ ঘোষের কোটা থেকে চতুর্থ শ্রেণির চাকরির জন্য অনুপ চক্রবর্তীর নির্দেশে আমি বাদল দোলাইয়ের থেকে 2 লাখ 60 হাজার টাকা নিলাম । এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে গুঞ্জন শুরু হয়েছে ।

যদিও টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী । তিনি বলেন, "যারা সততার সঙ্গে রাজনীতি করে, ফেসবুকের মাধ্যমে তাদের কলঙ্কিত করার অপচেষ্টা ইদানিংকালে প্রথা হয়ে দাঁড়িয়েছে । আর এইসব বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই । আর এইসব বিষয় যারা তুলে ধরেছে, সঠিক বিচারের জন্য তারা আইনের দ্বারস্থ হন । "

এই বিষয়ে রাজ্য তৃণমূল যুবর সহকারী সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । আমি দেখলাম BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি চাকরি দেওয়ার নাম করে গরিব লোকের কাছ থেকে টাকা তুলছেন । আসলে BJP একটি চোরের দল । এরা বাচ্চা চুরি করে জেল খাটে । আর এরা নীরব মোদির সঙ্গে থেকে তাকে পালাতে সাহায্য করেছে । আমি পুলিশ প্রশাসনকে বলব, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.