তমলুক, ১২ মে : পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা এলাকায় একাধিক বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্টদের বসতে দেয়নি বলে BJP- র বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযোগ পেয়ে দুপুর দু'টো নাগাদ পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী । তখন ফের এলাকায় বোমাবাজি শুরু হয়। অভিযোগ, BJP-র কর্মীরা বোমা ছোড়ে।
দিব্যেন্দু বলেন, "গোটা জেলায় উৎসবের মাঝে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে । জয় আমাদের নিশ্চিত । শুধুমাত্র একটা অঞ্চলেই এই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে । সকালের দিকে ঘটেছে । পরে পরিস্থিতি স্বাভাবিক হয় । আমাদের পোলিং এজেন্টরা বুথে গিয়ে বসেছে ।"
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তমলুক সাংগঠনিক জেলার BJP-র সাধারণ সম্পাদক নীলাঞ্জন অধিকারী ।