ETV Bharat / state

তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবিতে নন্দীগ্রামে একাধিক রাস্তা অবরোধ - রাস্তা অবরোধ BJP-র

নন্দীগ্রামে এক তৃণমূল নেতার বিরূদ্ধে রেশন দুর্নীতির অভিযোগে বিক্ষোভ BJP-র ৷ আজ রাস্তা আটকিয়ে একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় তারা ৷ তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানায় বিক্ষোভকারীরা ৷ পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ৷

ration  corruption
রাস্তা অবরোধ BJP-র
author img

By

Published : Jun 25, 2020, 7:27 PM IST

নন্দীগ্রাম, 25 জুন : রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এক তৃণমূল নেতার রিরুদ্ধে ৷ অভিযুক্ত নেতার গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রামের একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রাম 2 ব্লক এলাকায়। নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেয় BJP নেতৃত্ব ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 2 নম্বর অঞ্চলের সুবদি গ্রামের বহু মানুষ তিনবছর আগে রেশন কার্ড তৈরির জন্য আবেদন করেছিল । দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেই কার্ড এখনও গ্রাহকের হাতে এসে পৌঁছয়নি । ফলে দীর্ঘ তিন'বছর ধরে রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছিল এলাকার 81 জন বাসিন্দাকে । সম্প্রতি গ্রাহকরা খোঁজ খবর নিয়ে জানতে পারে, তাদের কাডের বিনিময়ে রেশন তুলছে এলাকারই এক তৃণমূল নেতা । রেশন সামগ্রী থেকে বঞ্চিত গ্রাহকরা পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ জানায় নন্দীগ্রাম 2 ব্লকের BDO সুরজিৎ রায়ের কাছে । সম্প্রতি সেই অভিযোগের ভিত্তিতে BDO আমদাবাদ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী হাজরা গায়েনকে শোকজ় করেন। কিন্তু, রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা তথা কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডাকে গ্রেপ্তার না করায় এদিন বিক্ষোভ দেখায় এলাকার BJP কর্মীরা। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার, টাঙ্গুয়া মোড় ও আমদাবাদ 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তায় পথ অবরোধ করে BJP। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় BJP নেতৃত্ব।

তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবি

পঞ্চায়েতের প্রধান শ্রাবণী হাজরা গায়েন বলেন, "একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড এসে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে । আমরা পুরোনো কার্ডগুলিকে তুলে নিয়েছিলাম । কিন্তু, ডিজিটাল কার্ড চালু হয়ে যাওয়ায় পুরানো কার্ডগুলি খাদ্যদপ্তরে জমা দেওয়া হয়নি । ওই কার্ডের মাধ্যমে কিভাবে রেশন উঠল তা আমাদের জানা নেই। BDO সাহেব 29 তারিখের মধ্যে শোকজ়ের উত্তর দিতে বলেছেন । আমরা উপযুক্ত সময়ে ইমেইল মারফত উত্তর পাঠিয়ে দেব।"

পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল অভিযোগ করে বলেন, আমাদের আই ওয়াশ করার জন্যই প্রধানকে কেবলমাত্র শোকজ় করা হয়েছে । কিন্তু পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা । সে দুর্নীতির কথা স্বীকারও করে নিয়েছে । তা সত্ত্বেও প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না। গোটা ব্লক জুড়ে বহু মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছে । অবিলম্বে যদি দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা সঞ্জয় দিন্ডাকে গ্রেপ্তার করা না করা হয় তাহলে ফের আমরা গোটা ব্লক জুড়ে আন্দোলনে নামব।

পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা বলেন, "যে কাজ আমি করেছি তা মানুষের স্বার্থে করেছি। আসলে BJP-র কাছে কোনও রাজনৈতিক ইশু নেই। তাই চক্রান্ত করে আমাকে হেনস্থা করার জন্য বারবার একই বিষয় নিয়ে রাজনীতি করছে। প্রশাসন রয়েছে ৷ আমার যদি কোনও গাফিলতি থাকে নিশ্চিত ভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।"

নন্দীগ্রাম, 25 জুন : রেশন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এক তৃণমূল নেতার রিরুদ্ধে ৷ অভিযুক্ত নেতার গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রামের একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রাম 2 ব্লক এলাকায়। নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ তুলে নেয় BJP নেতৃত্ব ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 2 নম্বর অঞ্চলের সুবদি গ্রামের বহু মানুষ তিনবছর আগে রেশন কার্ড তৈরির জন্য আবেদন করেছিল । দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেই কার্ড এখনও গ্রাহকের হাতে এসে পৌঁছয়নি । ফলে দীর্ঘ তিন'বছর ধরে রেশন সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছিল এলাকার 81 জন বাসিন্দাকে । সম্প্রতি গ্রাহকরা খোঁজ খবর নিয়ে জানতে পারে, তাদের কাডের বিনিময়ে রেশন তুলছে এলাকারই এক তৃণমূল নেতা । রেশন সামগ্রী থেকে বঞ্চিত গ্রাহকরা পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ জানায় নন্দীগ্রাম 2 ব্লকের BDO সুরজিৎ রায়ের কাছে । সম্প্রতি সেই অভিযোগের ভিত্তিতে BDO আমদাবাদ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী হাজরা গায়েনকে শোকজ় করেন। কিন্তু, রেশন দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা তথা কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডাকে গ্রেপ্তার না করায় এদিন বিক্ষোভ দেখায় এলাকার BJP কর্মীরা। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার, টাঙ্গুয়া মোড় ও আমদাবাদ 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তায় পথ অবরোধ করে BJP। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় BJP নেতৃত্ব।

তৃণমূল নেতার গ্রেপ্তারির দাবি

পঞ্চায়েতের প্রধান শ্রাবণী হাজরা গায়েন বলেন, "একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড এসে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে । আমরা পুরোনো কার্ডগুলিকে তুলে নিয়েছিলাম । কিন্তু, ডিজিটাল কার্ড চালু হয়ে যাওয়ায় পুরানো কার্ডগুলি খাদ্যদপ্তরে জমা দেওয়া হয়নি । ওই কার্ডের মাধ্যমে কিভাবে রেশন উঠল তা আমাদের জানা নেই। BDO সাহেব 29 তারিখের মধ্যে শোকজ়ের উত্তর দিতে বলেছেন । আমরা উপযুক্ত সময়ে ইমেইল মারফত উত্তর পাঠিয়ে দেব।"

পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল অভিযোগ করে বলেন, আমাদের আই ওয়াশ করার জন্যই প্রধানকে কেবলমাত্র শোকজ় করা হয়েছে । কিন্তু পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা । সে দুর্নীতির কথা স্বীকারও করে নিয়েছে । তা সত্ত্বেও প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না। গোটা ব্লক জুড়ে বহু মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছে । অবিলম্বে যদি দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা সঞ্জয় দিন্ডাকে গ্রেপ্তার করা না করা হয় তাহলে ফের আমরা গোটা ব্লক জুড়ে আন্দোলনে নামব।

পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ্যক্ষ সঞ্জয় দিন্ডা বলেন, "যে কাজ আমি করেছি তা মানুষের স্বার্থে করেছি। আসলে BJP-র কাছে কোনও রাজনৈতিক ইশু নেই। তাই চক্রান্ত করে আমাকে হেনস্থা করার জন্য বারবার একই বিষয় নিয়ে রাজনীতি করছে। প্রশাসন রয়েছে ৷ আমার যদি কোনও গাফিলতি থাকে নিশ্চিত ভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.