নন্দীগ্রাম, 27 নভেম্বর : মিছিল করে গ্রামবাসীদের ডেপুটেশন দিতে যাওয়াকে ঘিরে শুক্রবার ধুন্ধুমার বাধে নন্দীগ্রাম 1 ব্লকের হরিপুর কিষান মান্ডিতে ৷ এমনকি কৃষি আধিকারিককে মারধর করা হয় বলেও অভিযোগ ৷ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ ৷ যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত ৷ তারই প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ (BJP Agitation in Nandigram) দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা ৷ এরপর তাঁরা টেঙ্গুয়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ তুলে দেয় ৷
প্রসঙ্গত, শুক্রবার নন্দীগ্রাম 1 ব্লকের হরিপুর 5 নম্বর অঞ্চলের গ্রামবাসীরা হরিপুর কিষান মান্ডিতে ডেপুটেশন দিতে হাজির হন । তাঁদের দাবি, কৃষি দফতর থেকে যে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয় তা অন্যান্য অঞ্চলের সকলে পেলেও বঞ্চিত থাকে কেবল হরিপুর অঞ্চলের বাসিন্দারা ৷ তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান হরিপুর 5 নম্বর অঞ্চলের বাসিন্দারা । হরিপুর 5 নম্বর অঞ্চল থেকে গ্রামবাসীরা মিছিল করে হরিপুর কিষান মান্ডিতে প্রবেশ করার সময় কিষান মান্ডির কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় গ্রামবাসীদের । এমনকি কিষান মান্ডির এক আধিকারিক বিদ্যুৎবরণ মণ্ডলকে ঘিরে ধরে চরম হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ । যার জেরে আক্রান্ত ওই আধিকারিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ।
ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কৃষি আধিকারিককে মারধরের ঘটনায় ছ'জন আন্দোলনকারীদের গ্রেফতার করে ৷ এর মধ্যে রয়েছেন হরিপুর অঞ্চলের প্রধান সুনীল মাইতি, চৈতালি মণ্ডল, মমতা ভুঁইয়া-সহ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মেঘনাথ পাল, মাধুরী জানা, ও হরিপুর অঞ্চলের উপপ্রধান আশিস ভুঁইয়া ৷ আজ ধৃতদের হলদিয়া জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : Bombing in East Medinipur: উত্তপ্ত বাকচা, তৃণমূলের বিরুদ্ধে রাতভর বোমাবাজির অভিযোগ