ETV Bharat / state

রাজীব গান্ধি, জ্যোতি বসুর থেকে বড় নেতা আমার জানা নেই : শুভেন্দু - Suvendu Adhikari

আসন্ন পৌরসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূলের এক কর্মীসভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘‘রাজীব গান্ধি ও জ্যোতিবসুর মতো বড় নেতা প্রচারে এসেও পারেননি প্রার্থীদের জেতাতে ৷ রাজীব গান্ধি, জ্যোতি বসুর থেকে বড় কোনও নেতা আমার জানা নেই ৷ ফলে বৃথা চেষ্টা ৷ ভালো কাজে থাকুন, গণতন্ত্রের সঙ্গে থাকুন ।’’

TMC leader Suvendu Adhikari
তৃণমূলের এক কর্মী সভায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য
author img

By

Published : Mar 16, 2020, 11:18 AM IST

Updated : Mar 16, 2020, 3:39 PM IST

কাঁথি, 16 মার্চ : রাজীব গান্ধি ও জ্যোতি বসুর থেকে বড় কোনও নেতার কথা তাঁর জানা নেই ৷ তৃণমূলের এক কর্মীসভায় এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ৷

গতকাল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ডরমেটরি মাঠে আসন্ন পৌরসভা নির্বাচনকে লক্ষ্য রেখে শুভেন্দু অধিকারী নেতৃত্বে তৃণমূলের এক কর্মীসভা হয় । সভাতে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অতীতকে স্মরণ করুন । রাজীব গান্ধি, জ্যোতি বসুর মতো নেতা কাঁথির পৌরসভা ভোটের প্রচারে এসে শিশিরবাবুর কাছে হেরে গেছেন ।’’

তৃণমূলের এক কর্মী সভায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য

সভাতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অতীতকে স্মরণ করুন যাঁরা এইসব করার চেষ্টা করছেন । 1995 সালের CPI(M) জ্যোতি বসুকে নিয়ে এসেছিল কাঁথির পৌরসভার ভোটের প্রচার করতে । জ্যোতি বসুর মতো ন্যাশনাল ফিগার পারেননি জেতাতে । CPI(M) মুগবেড়িয়া ,খেজুরি থেকে লোক নিয়ে এসে মাঠ ভরিয়েছিল । কিন্তু ভোট দেয়নি কাঁথির লোকেরা । ১৯৮৭ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি আমার বাড়ির পাশে সভা করেছিলেন ৷ মাইকটা আমার বাড়ি পর্যন্ত কলেজের সামনে লাগিয়েছিল । তখন শিশিরবাবুকে MLA টিকিট দেওয়া হয়নি । রাজীব গান্ধিকে দিয়ে ভোটের প্রচার করানো হয়েছিল । কিন্তু রাজীব গান্ধি তাঁর প্রার্থীকে জেতাতে পারেননি । রাজীব গান্ধি ও জ্যোতি বসুর থেকে বড় কোনও নেতা আমার জানা নেই ।’’

কাঁথি, 16 মার্চ : রাজীব গান্ধি ও জ্যোতি বসুর থেকে বড় কোনও নেতার কথা তাঁর জানা নেই ৷ তৃণমূলের এক কর্মীসভায় এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ৷

গতকাল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ডরমেটরি মাঠে আসন্ন পৌরসভা নির্বাচনকে লক্ষ্য রেখে শুভেন্দু অধিকারী নেতৃত্বে তৃণমূলের এক কর্মীসভা হয় । সভাতে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অতীতকে স্মরণ করুন । রাজীব গান্ধি, জ্যোতি বসুর মতো নেতা কাঁথির পৌরসভা ভোটের প্রচারে এসে শিশিরবাবুর কাছে হেরে গেছেন ।’’

তৃণমূলের এক কর্মী সভায় তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য

সভাতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘‘অতীতকে স্মরণ করুন যাঁরা এইসব করার চেষ্টা করছেন । 1995 সালের CPI(M) জ্যোতি বসুকে নিয়ে এসেছিল কাঁথির পৌরসভার ভোটের প্রচার করতে । জ্যোতি বসুর মতো ন্যাশনাল ফিগার পারেননি জেতাতে । CPI(M) মুগবেড়িয়া ,খেজুরি থেকে লোক নিয়ে এসে মাঠ ভরিয়েছিল । কিন্তু ভোট দেয়নি কাঁথির লোকেরা । ১৯৮৭ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি আমার বাড়ির পাশে সভা করেছিলেন ৷ মাইকটা আমার বাড়ি পর্যন্ত কলেজের সামনে লাগিয়েছিল । তখন শিশিরবাবুকে MLA টিকিট দেওয়া হয়নি । রাজীব গান্ধিকে দিয়ে ভোটের প্রচার করানো হয়েছিল । কিন্তু রাজীব গান্ধি তাঁর প্রার্থীকে জেতাতে পারেননি । রাজীব গান্ধি ও জ্যোতি বসুর থেকে বড় কোনও নেতা আমার জানা নেই ।’’

Last Updated : Mar 16, 2020, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.