ETV Bharat / state

লকডাউনের পর আমফান, মাথায় হাত রামনগরের পান চাষিদের - পূর্ব মেদিনীপুর

লোকসান তো চলছিলই তার উপর আমফানের তাণ্ডবে পান বরজগুলো একেবারে নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে চাষিরা ।

লকডাউনের পর আমফান, মাথায় হাত রামনগরের পান চাষিদের
লকডাউনের পর আমফান, মাথায় হাত রামনগরের পান চাষিদের
author img

By

Published : May 22, 2020, 8:36 PM IST

রামনগর, 22 মে: এতদিন লকডাউনের কারণে লোকসানের মুখে পড়েছিলেন । গোদের উপর বিষফোঁড়ার মতো সাইক্লোন আমফানের তাণ্ডবে দিশেহারা অবস্থা পূর্ব মেদিনীপুরের রামনগরের পান চাষিদের । প্রবল ঝড়-বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে পান বরজ । আর এতেই মাথায় হাত পড়েছে পান চাষিদের ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকায় বেশিরভাগ মানুষ পান চাষ করে জীবিকা নির্বাহ করেন । রামনগর থাকে পান দিল্লি, লখনউ, বেনারস সহ বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয় । এমনকী বিদেশও রপ্তানি করা হয় এখানকার পান । কিন্তু লকডাউনের জেরে পানের রপ্তানি বন্ধ হয়ে গেছিল । যার ফলে লকডাউনের আগে প্রতি একশোতে হলদে পানের দাম পাওয়া যেত 70-80 টাকা করে । সেখানে লকডাউনের পর হলদে পানের দাম প্রতি একশোতে 5-7 টাকায় গিয়ে দাঁড়ায় । লোকসান তো চলছিলই তার উপর আমফানের তাণ্ডবে পান বরজগুলো একেবারে নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে চাষিরা । ফলে আবার নতুন করে পান বরজ তৈরী করতে হবে চাষিদের । এক একটি বরজ তৈরী করতে খরচ পড়ে আড়াই থেকে তিন লাখ টাকা । কোথা থেকে এই বিপুল টাকা জোগাড় হবে সেটা ভেবেই মাথায় হাত পান চাষিদের ।

রামনগরের পান চাষি সুকুমার পাল বলেন, "লকডাউনের জেরে পানের দাম পাওয়া যাচ্ছিল না । তার উপর আবার আমফানের তাণ্ডবে পুরো বরজ নষ্ট হয়ে গেছে । সরকারি সাহায্যের জন্য গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে ডেকেছিলাম । উনি এসে ঘুরে দেখে সরকারি আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন । কিন্তু সরকারি সাহায্যে আশ্বাস গতবারও দেওয়া হয়েছিল । কিন্তু প্রতিশ্রুতিমতো এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য পাইনি ।"

রামনগর, 22 মে: এতদিন লকডাউনের কারণে লোকসানের মুখে পড়েছিলেন । গোদের উপর বিষফোঁড়ার মতো সাইক্লোন আমফানের তাণ্ডবে দিশেহারা অবস্থা পূর্ব মেদিনীপুরের রামনগরের পান চাষিদের । প্রবল ঝড়-বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে পান বরজ । আর এতেই মাথায় হাত পড়েছে পান চাষিদের ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকায় বেশিরভাগ মানুষ পান চাষ করে জীবিকা নির্বাহ করেন । রামনগর থাকে পান দিল্লি, লখনউ, বেনারস সহ বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয় । এমনকী বিদেশও রপ্তানি করা হয় এখানকার পান । কিন্তু লকডাউনের জেরে পানের রপ্তানি বন্ধ হয়ে গেছিল । যার ফলে লকডাউনের আগে প্রতি একশোতে হলদে পানের দাম পাওয়া যেত 70-80 টাকা করে । সেখানে লকডাউনের পর হলদে পানের দাম প্রতি একশোতে 5-7 টাকায় গিয়ে দাঁড়ায় । লোকসান তো চলছিলই তার উপর আমফানের তাণ্ডবে পান বরজগুলো একেবারে নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে চাষিরা । ফলে আবার নতুন করে পান বরজ তৈরী করতে হবে চাষিদের । এক একটি বরজ তৈরী করতে খরচ পড়ে আড়াই থেকে তিন লাখ টাকা । কোথা থেকে এই বিপুল টাকা জোগাড় হবে সেটা ভেবেই মাথায় হাত পান চাষিদের ।

রামনগরের পান চাষি সুকুমার পাল বলেন, "লকডাউনের জেরে পানের দাম পাওয়া যাচ্ছিল না । তার উপর আবার আমফানের তাণ্ডবে পুরো বরজ নষ্ট হয়ে গেছে । সরকারি সাহায্যের জন্য গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিকে ডেকেছিলাম । উনি এসে ঘুরে দেখে সরকারি আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন । কিন্তু সরকারি সাহায্যে আশ্বাস গতবারও দেওয়া হয়েছিল । কিন্তু প্রতিশ্রুতিমতো এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য পাইনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.