ETV Bharat / state

নন্দীগ্রামে ভাগাভাগির রাজনীতি করছে ফোর টোয়েন্টি অধিকারী : অভিষেক - শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সদ্য পাকিস্তান সরকারকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি তুলে ধরেন ভিড়ের সামনে ৷

suvendu-adhikari-is-doing-divide-and-rule-politics-in-nandigram-said-abhishek-banerjee
suvendu-adhikari-is-doing-divide-and-rule-politics-in-nandigram-said-abhishek-banerjee
author img

By

Published : Mar 24, 2021, 10:05 PM IST

নন্দীগ্রাম, 24 মার্চ: বিজেপিতে গিয়ে ভাগাভাগির রাজনীতি করছে ফোর টোয়েন্টি অধিকারী ৷ বহিরাগত নেতাদের সঙ্গে একসুরে ভারত-পাকিস্তান নিয়ে রাজনীতি করছে ৷ এইসব ভোটের সময় মনে পড়ে ৷ নন্দীগ্রাম এক ব্লকের বয়াল এলাকায় কর্মিসভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিষেক এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে কখনও বললেন ফোর টোয়েন্টি অধিকারী, কখনও বিশ্বাসঘাতক, কখনও বা মিরজাফর অধিকারী ৷ শুভেন্দুর পাশাপাশি মোদি-শাহদেরও তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সদ্য পাকিস্তান সরকারকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি তুলে ধরেন ভিড়ের সামনে ৷ অভিষেক জানান, মোদির ওই চিঠিতে লেখা হয়েছে, পাকিস্তানের কাছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে ভারত ৷ পাকিস্তানকে ভারত সবরকম সহযোগিতা করবে ৷ অভিষেকের কটাক্ষ, নির্বাচনের সময় মনে পড়ে পাকিস্তান, বালাকোট, ঘর মে ঘুস কর মারেঙ্গে ৷

শুনুন কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

আরও পড়ুন: মহিষাদলের জনসভায় অভিষেক

এদিন অভিষেক অভিযোগ করেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নন্দীগ্রামকে গোটা ভারতবর্ষের সামনে কলুষিত করছে বিজেপি ৷ সংখ্যা দিয়ে সম্প্রদায় দিয়ে নন্দীগ্রামের মানুষকে ভাগ করছে বিশ্বাসঘাতক অধিকারীর দল ৷

অভিষেক মনে করিয়ে দেন, তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পেছনে নন্দীগ্রাম-সিঙ্গুরের মানুষের বিরাট অবদান রয়েছে ৷ মিরজাফর অধিকারীরা বলছে, কীসের উপর ভিত্তি করে মমতা জিতবে ? মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, সবুজসাথী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর উপর, উন্নয়নের উপর ভিত্তি করে জিতবে ৷

নন্দীগ্রাম, 24 মার্চ: বিজেপিতে গিয়ে ভাগাভাগির রাজনীতি করছে ফোর টোয়েন্টি অধিকারী ৷ বহিরাগত নেতাদের সঙ্গে একসুরে ভারত-পাকিস্তান নিয়ে রাজনীতি করছে ৷ এইসব ভোটের সময় মনে পড়ে ৷ নন্দীগ্রাম এক ব্লকের বয়াল এলাকায় কর্মিসভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

অভিষেক এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে কখনও বললেন ফোর টোয়েন্টি অধিকারী, কখনও বিশ্বাসঘাতক, কখনও বা মিরজাফর অধিকারী ৷ শুভেন্দুর পাশাপাশি মোদি-শাহদেরও তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সদ্য পাকিস্তান সরকারকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি তুলে ধরেন ভিড়ের সামনে ৷ অভিষেক জানান, মোদির ওই চিঠিতে লেখা হয়েছে, পাকিস্তানের কাছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে ভারত ৷ পাকিস্তানকে ভারত সবরকম সহযোগিতা করবে ৷ অভিষেকের কটাক্ষ, নির্বাচনের সময় মনে পড়ে পাকিস্তান, বালাকোট, ঘর মে ঘুস কর মারেঙ্গে ৷

শুনুন কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

আরও পড়ুন: মহিষাদলের জনসভায় অভিষেক

এদিন অভিষেক অভিযোগ করেন, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নন্দীগ্রামকে গোটা ভারতবর্ষের সামনে কলুষিত করছে বিজেপি ৷ সংখ্যা দিয়ে সম্প্রদায় দিয়ে নন্দীগ্রামের মানুষকে ভাগ করছে বিশ্বাসঘাতক অধিকারীর দল ৷

অভিষেক মনে করিয়ে দেন, তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পেছনে নন্দীগ্রাম-সিঙ্গুরের মানুষের বিরাট অবদান রয়েছে ৷ মিরজাফর অধিকারীরা বলছে, কীসের উপর ভিত্তি করে মমতা জিতবে ? মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, সবুজসাথী, যুবশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর উপর, উন্নয়নের উপর ভিত্তি করে জিতবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.