নন্দীগ্রাম, 1 এপ্রিল : নন্দীগ্রামের রাজারামচকে নির্বাচন কমিশনের ভুয়ো কার্ডসহ গ্রেফতার এক ব্যক্তি ৷ ধৃত ওই ব্যক্তি তৃণমূল কর্মী বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ৷
যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে তাতে ধৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে এক পুলিশকর্মী বলছেন, "নির্বাচন কমিশনের নামে চিটিংবাজি করছেন ? " পুলিশের বক্তব্য, ওই ব্যক্তি নির্বাচন কমিশনের লোগো দেওয়া একটি পরিচয়পত্র ব্যবহার করছিলেন, যা ব্যবহারের এক্তিয়ার ধৃতের নেই ৷
আরও পড়ুন : কীভাবে হবে ভোট গণনা ? দেখে নিন একনজরে
বুথের ভিতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করারও অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে ৷ পাশাপাশি ওই ব্যক্তি যে পরিচয়পত্র ব্যবহার করছেন, তাতে অন্য কোনও ব্যক্তির নাম লেখা রয়েছে ৷
পুলিশের তরফে প্রশ্ন করা হয়, কেন তিনি ভিন্ন নামের পরিচয়পত্র ব্যবহার করছেন ৷ তবে সেই প্রশ্নের কোনও সদুত্তর ওই ব্যক্তি দিতে পারেননি ৷