ETV Bharat / state

পটাশপুরে বোমা উদ্ধার, আতঙ্কে গ্রামবাসী - trinamool

ভোটের আবহে বোমা উদ্ধার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে । জেলায় দ্বিতীয় দফা ভোটের আগেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

পটাশপুরে বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্কে গোটা গ্রাম
পটাশপুরে বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্কে গোটা গ্রাম
author img

By

Published : Mar 31, 2021, 5:18 PM IST

পটাশপুর, 31 মার্চ : প্রথম দফার নির্বাচন হয়ে গেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে । রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট জেলার বাকি অংশে । এর মধ্যে সোমবার সকালে পটাশপুর 1 নং ব্লকের নৈপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁয়া গ্রামে একটি কাঠ মিলের কাছে 10 থেকে 12 টি বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন । যা নিয়ে শোরগোল পড়ে গেছে এলাকায় । বোমাগুলি পড়ে থাকতে দেখা যায় একটা কাঠ মিলের কাছে। ভোটের আবহে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে ভুগছে গোটা গ্রাম ।

আরও পড়ুন : খানাকুলে তৃণমূলের বুথ সভাপতির ত্রিপল জড়ানো মৃতদেহ উদ্ধার

স্থানীয় তৃণমূল নেতা পঙ্কজ পাহাড়ি বলেন, "ভোটের আগে সন্ত্রাস সৃষ্টির জন্য বিজেপি এই বোমাগুলি মজুত করেছে । পুলিশকে খবর দেওয়ার পর তারা বোমাগুলি নিষ্ক্রিয় করে নিয়ে চলে গেছে । "

পটাশপুরে বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্কে গোটা গ্রাম

অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণগোপাল দাস বলেন , "এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের পর সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করতে এসব কাজ করছে । পুলিশকে খবর দেওয়া হয়েছে । আমরা চাই, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষিদের গ্রেফতার করুক ।"

পটাশপুর, 31 মার্চ : প্রথম দফার নির্বাচন হয়ে গেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে । রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট জেলার বাকি অংশে । এর মধ্যে সোমবার সকালে পটাশপুর 1 নং ব্লকের নৈপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁয়া গ্রামে একটি কাঠ মিলের কাছে 10 থেকে 12 টি বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন । যা নিয়ে শোরগোল পড়ে গেছে এলাকায় । বোমাগুলি পড়ে থাকতে দেখা যায় একটা কাঠ মিলের কাছে। ভোটের আবহে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে ভুগছে গোটা গ্রাম ।

আরও পড়ুন : খানাকুলে তৃণমূলের বুথ সভাপতির ত্রিপল জড়ানো মৃতদেহ উদ্ধার

স্থানীয় তৃণমূল নেতা পঙ্কজ পাহাড়ি বলেন, "ভোটের আগে সন্ত্রাস সৃষ্টির জন্য বিজেপি এই বোমাগুলি মজুত করেছে । পুলিশকে খবর দেওয়ার পর তারা বোমাগুলি নিষ্ক্রিয় করে নিয়ে চলে গেছে । "

পটাশপুরে বোমা উদ্ধারকে ঘিরে আতঙ্কে গোটা গ্রাম

অন্যদিকে স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণগোপাল দাস বলেন , "এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের পর সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করতে এসব কাজ করছে । পুলিশকে খবর দেওয়া হয়েছে । আমরা চাই, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষিদের গ্রেফতার করুক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.