ETV Bharat / state

তোলাবাজি নিয়ে এতদিন পর কেন সরব ? প্রশ্ন এড়ালেন শুভেন্দু

author img

By

Published : Mar 20, 2021, 9:51 PM IST

দলত্যাগের পর থেকে বারবার আক্রমণ করেছেন অভিষেককে ৷ কখনও তোলাবাজ ভাইপো... আবার কখনও অন্য কোনও ভাষায় আক্রমণ শানিয়েছেন ৷ তবে এতদিন পর কেন ? প্রশ্ন করতেই তা এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী ৷

শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

এগরা, 20 মার্চ : শুভেন্দু অধিকারী ৷ বর্তমান রাজ্য রাজনীতিতে সবথেকে চর্চিত নাম ৷ লড়ছেন এবারের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে ৷

জার্সিবদলের পর থেকে প্রায় প্রতিদিনই আক্রমণ শানিয়েছেন অভিষেকের বিরুদ্ধে ৷ কখনও তোলাবাজ ভাইপো... আবার কখনও বা অন্য কোনও বিশেষণ ৷ লিফট-প্যারাস্যুট তত্ত্বও খাড়া করেছিলেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেন, সেইসময় মুখে কোনও নাম না নিলেও লিফট প্যারাস্যুট প্রসঙ্গে মমতার ভ্রাতৃষ্পুত্র তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন তিনি ৷

শুভেন্দু দলত্যাগী হওয়ার পর থেকেই একটি প্রশ্ন ঘোরাফেরা করে আসছে রাজনীতির আনাচে কানাচে ৷ কার উপর বেশি রাগ শুভেন্দুর -- মমতা নাকি অভিষেক ! আজ সেই প্রশ্ন করতেই সোজা উত্তর, আমার কারও উপর রাগ নেই ৷ আমি বাংলার বেকার যুবক-যুবতির প্রতি এবং বাংলার আপামর মানুষের কাছে দায়বদ্ধ ৷ বাংলার মানুষ প্রতারিত হয়েছেন ৷ যুবক-যুবতিরা প্রতারিত হয়েছেন ৷ কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনার সুবিধা পাননি ৷ মহিলার অত্যাচারিত হয়েছেন ৷" আর সেই কারণেই তিনি বিদ্রোহ করেছেন বলে জানিয়ে দেন শুভেন্দু ৷

এতদিন পর কেন অভিষেকের বিরুদ্ধে মুখ খুলছেন শুভেন্দু ?

তবে এতদিন পর কেন অভিষেকের বিরুদ্ধে কেন মুখ খুলছেন শুভেন্দু ? সেই প্রশ্নের অবশ্য কোনও উত্তর মেলেনি ৷ প্রশ্ন করতেই সাংবাদিককে এড়িয়ে যান তিনি ৷

আরও পড়ুন : আগে চাল চুরি করেছে, এখন বিজেপির স্লোগান চুরি করছে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

সামনেই ভোট ৷ জোরকদমে প্রচার চলছে ৷ নন্দীগ্রামে দাদার অনুগামীরা যাতে শেষ পর্যন্ত তাঁর প্রতিই আনুগত্য রাখেন, তা একেবারে নিশ্চিত করে ফেলতে চাইছেন শুভেন্দু ৷ শুধু তো নন্দীগ্রাম নয়, তাঁর ঘাড়েই গোটা পূর্ব মেদিনীপুরে পদ্ম ফোটানোর দায়িত্ব ৷ আজ এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দাসের হয়ে প্রচারে নেমেছিলেন শুভেন্দু ৷ পানিপারূল বাসস্ট্যান্ড থেকে এগরা বাজার পর্যন্ত রোড শো করেন ৷

আজ রোড শো চলাকালীন ফের একবার নাম না করে অভিষেককে তোলাবাজ বলে আক্রমণ করেন ৷ কারও নাম না করে বললেন, " তোলাবাজ ভাইপো কয়লা, গোরু, পাথরের টাকা যে নেন, তা প্রমাণিত হয়ে গিয়েছে ৷" সম্প্রতি বর্ণপরিচয়ের রচয়িতা মাতঙ্গিনী হাজরা বলে সমালোচনার মুখে পড়েছিলেন অভিষেক ৷ সেই প্রসঙ্গও আজ উঠে আসে শুভেন্দুর কথায় ৷

বুঝিয়ে দিলেন, অভিষেকের কারণেই একের পর এক নেতা তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়ে যোগ দিয়েছেন ৷ তাঁর কথায়, দীনেশ ত্রিবেদী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই নাকি এই একই কারণে দলত্যাগী হয়েছেন ৷

এগরা, 20 মার্চ : শুভেন্দু অধিকারী ৷ বর্তমান রাজ্য রাজনীতিতে সবথেকে চর্চিত নাম ৷ লড়ছেন এবারের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে ৷

জার্সিবদলের পর থেকে প্রায় প্রতিদিনই আক্রমণ শানিয়েছেন অভিষেকের বিরুদ্ধে ৷ কখনও তোলাবাজ ভাইপো... আবার কখনও বা অন্য কোনও বিশেষণ ৷ লিফট-প্যারাস্যুট তত্ত্বও খাড়া করেছিলেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেন, সেইসময় মুখে কোনও নাম না নিলেও লিফট প্যারাস্যুট প্রসঙ্গে মমতার ভ্রাতৃষ্পুত্র তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন তিনি ৷

শুভেন্দু দলত্যাগী হওয়ার পর থেকেই একটি প্রশ্ন ঘোরাফেরা করে আসছে রাজনীতির আনাচে কানাচে ৷ কার উপর বেশি রাগ শুভেন্দুর -- মমতা নাকি অভিষেক ! আজ সেই প্রশ্ন করতেই সোজা উত্তর, আমার কারও উপর রাগ নেই ৷ আমি বাংলার বেকার যুবক-যুবতির প্রতি এবং বাংলার আপামর মানুষের কাছে দায়বদ্ধ ৷ বাংলার মানুষ প্রতারিত হয়েছেন ৷ যুবক-যুবতিরা প্রতারিত হয়েছেন ৷ কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনার সুবিধা পাননি ৷ মহিলার অত্যাচারিত হয়েছেন ৷" আর সেই কারণেই তিনি বিদ্রোহ করেছেন বলে জানিয়ে দেন শুভেন্দু ৷

এতদিন পর কেন অভিষেকের বিরুদ্ধে মুখ খুলছেন শুভেন্দু ?

তবে এতদিন পর কেন অভিষেকের বিরুদ্ধে কেন মুখ খুলছেন শুভেন্দু ? সেই প্রশ্নের অবশ্য কোনও উত্তর মেলেনি ৷ প্রশ্ন করতেই সাংবাদিককে এড়িয়ে যান তিনি ৷

আরও পড়ুন : আগে চাল চুরি করেছে, এখন বিজেপির স্লোগান চুরি করছে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

সামনেই ভোট ৷ জোরকদমে প্রচার চলছে ৷ নন্দীগ্রামে দাদার অনুগামীরা যাতে শেষ পর্যন্ত তাঁর প্রতিই আনুগত্য রাখেন, তা একেবারে নিশ্চিত করে ফেলতে চাইছেন শুভেন্দু ৷ শুধু তো নন্দীগ্রাম নয়, তাঁর ঘাড়েই গোটা পূর্ব মেদিনীপুরে পদ্ম ফোটানোর দায়িত্ব ৷ আজ এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দাসের হয়ে প্রচারে নেমেছিলেন শুভেন্দু ৷ পানিপারূল বাসস্ট্যান্ড থেকে এগরা বাজার পর্যন্ত রোড শো করেন ৷

আজ রোড শো চলাকালীন ফের একবার নাম না করে অভিষেককে তোলাবাজ বলে আক্রমণ করেন ৷ কারও নাম না করে বললেন, " তোলাবাজ ভাইপো কয়লা, গোরু, পাথরের টাকা যে নেন, তা প্রমাণিত হয়ে গিয়েছে ৷" সম্প্রতি বর্ণপরিচয়ের রচয়িতা মাতঙ্গিনী হাজরা বলে সমালোচনার মুখে পড়েছিলেন অভিষেক ৷ সেই প্রসঙ্গও আজ উঠে আসে শুভেন্দুর কথায় ৷

বুঝিয়ে দিলেন, অভিষেকের কারণেই একের পর এক নেতা তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়ে যোগ দিয়েছেন ৷ তাঁর কথায়, দীনেশ ত্রিবেদী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই নাকি এই একই কারণে দলত্যাগী হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.