ETV Bharat / state

কোরোনা হাসপাতাল চালুর আগেই আতঙ্কে পালাল চিকিৎসক-নার্সরা - পূর্ব মেদিনীপুরে কোরোনা হাসপাতাল

আজ সকালে মেচোগ্রামের এক হাসপাতালে কোরোনার চিকিৎসা চালু হওয়ার কথা ছিল । কিন্তু সকাল থেকে কোনও চিকিৎসক ও নার্সের দেখা মেলেনি ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 3, 2020, 4:10 PM IST

Updated : Apr 3, 2020, 5:22 PM IST

পাঁশকুড়া, 3 এপ্রিল: কোরোনা হাসপাতাল তৈরির জন্য প্রশাসনের তরফে পূর্ব মেদিনীপুরের মেচোগ্রামের এক বেসরকারি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছিল । ১০০টি বেডের ব্যবস্থা করা হয়েছিল রোগীদের চিকিৎসা করার জন্য। জেলা স্বাস্থ্য বিভাগের তরফে আজ তা চালু করার কথা ছিল । কিন্তু পরিষেবা শুরুর আগেই আতঙ্কে হাসপাতাল ছাড়লেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা।

প্রশাসনের তরফে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও চণ্ডীপুরের দুটি বেসরকারি হাসপাতালকে চিহ্নিত করে কোরোনা হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের দাবিমতো রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয় । আপাতত পরিকাঠামো তৈরি করে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য আজ থেকে মেচোগ্রামের হাসপাতালটি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল পর্যন্ত সমস্ত চিকিৎসক ও নার্স হাসপাতালে ছিলেন । কিন্তু আজ সকাল থেকেই আর কারও দেখা মেলেনি । আপাতত হাসপাতাল চালু করতে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এখন নতুন করে চিকিৎসক ও নার্সদের খোঁজ চলছে ।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল চিকিৎসকদের হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন । বলেন, আপাতত হাসপাতাল চালু করার জন্য নতুন করে চিকিৎসকের ব্যবস্থা করা হচ্ছে ।

পাঁশকুড়া, 3 এপ্রিল: কোরোনা হাসপাতাল তৈরির জন্য প্রশাসনের তরফে পূর্ব মেদিনীপুরের মেচোগ্রামের এক বেসরকারি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছিল । ১০০টি বেডের ব্যবস্থা করা হয়েছিল রোগীদের চিকিৎসা করার জন্য। জেলা স্বাস্থ্য বিভাগের তরফে আজ তা চালু করার কথা ছিল । কিন্তু পরিষেবা শুরুর আগেই আতঙ্কে হাসপাতাল ছাড়লেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা।

প্রশাসনের তরফে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ও চণ্ডীপুরের দুটি বেসরকারি হাসপাতালকে চিহ্নিত করে কোরোনা হাসপাতাল গড়ে তোলার কাজ শুরু করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল জেলা স্বাস্থ্য বিভাগের দাবিমতো রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয় । আপাতত পরিকাঠামো তৈরি করে প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য আজ থেকে মেচোগ্রামের হাসপাতালটি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল পর্যন্ত সমস্ত চিকিৎসক ও নার্স হাসপাতালে ছিলেন । কিন্তু আজ সকাল থেকেই আর কারও দেখা মেলেনি । আপাতত হাসপাতাল চালু করতে জেলা স্বাস্থ্য বিভাগের তরফে এখন নতুন করে চিকিৎসক ও নার্সদের খোঁজ চলছে ।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল চিকিৎসকদের হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন । বলেন, আপাতত হাসপাতাল চালু করার জন্য নতুন করে চিকিৎসকের ব্যবস্থা করা হচ্ছে ।

Last Updated : Apr 3, 2020, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.