নন্দকুমার, 26 মার্চ : লকডাউনকে উপেক্ষা করে জমায়েত গাঁজার আসরে । আর এই গাঁজার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । দুষ্কৃতিদের মারে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চার পুলিশকর্মী ৷ ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার দক্ষিণ গুমাই এলাকায় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ নন্দকুমারের দক্ষিণ গুমাই গ্রামের প্রায় তিরিশ জন যুবক রাস্তার ধারে জুয়া ও গাঁজার ঠেক বসিয়েছিল ৷ স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ পেয়ে নন্দকুমার থানার ASI কৃষ্ণেন্দু মণ্ডল ও কনস্টেবল তাপস দাস সহ দুই পুলিশ কর্মী জমায়েত হটানোর জন্য ঘটনাস্থানের উদ্দেশ্যে রওনা দেয় । এলাকায় পৌঁছে পুলিশকর্মীরা প্রত্যেককে বাড়ি যাওয়ার নির্দেশ দিলে ক্ষুব্ধ হয়ে ওঠে জমায়েত করা যুবকেরা । পুলিশকে ঘিরে ধরে বলতে থাকে, আপনাদের জন্যই এত সমস্যা হচ্ছে, কোথাও বাজারহাট করতে যেতে পারছিনা৷ খাব কী বাড়ি গিয়ে?
তখনই দু'পক্ষের মধ্যে বচসা চলাকালীন কিছু যুবক ASI কৃষ্ণেন্দু মণ্ডলকে মারধর শুরু করে । নেশাগ্রস্ত যুবকদের হাত থেকে কর্তব্যরত পুলিশ আধিকারিককে বাঁচাতে এগিয়ে যান কনস্টেবল তাপস দাস (56) ও দুই সিভিক ভলেন্টিয়ার । অভিযোগ সে সময় তাদেরকেও ব্যাপক মারধর করে তারা । ভেঙে দেওয়া হয় পুলিশের একটি গাড়িও । খবর পেয়ে নন্দকুমার থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থানে গিয়ে আহত অবস্থায় ওই চার পুলিশ কর্মীকে উদ্ধার করে খেজুর বেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভরতি করেন । বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন । ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
এ বিষয়ে নন্দকুমার থানার OC গোপাল পাঠক জানিয়েছেন, রাজ্যজুড়ে লকডাউন থাকায় অবৈধ জমায়েত সরাতেই আমাদের আধিকারিকরা গিয়েছিলেন । সেখানেই গাঁজার ঠেকে থাকা কিছু উন্মত্ত যুবক আমাদের চার পুলিশ কর্মীর উপর হামলা চালিয়েছে । ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে । তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, অবৈধ জমায়েত ,কর্তব্যরত আধিকারিকের উপর হামলা ও সরকারি সম্পত্তি ভাংচুরের অভিযোগে মামলা রুজু করা হয়েছে ।