দিঘা, 18 মে : সমুদ্র সৈকত নিউ দিঘার হোটেল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার (Died by Suicide)। মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত নগরীতে । মৃত যুবকের নাম জয় কর্মকার (22) ৷ উত্তর 24 পরগনার জেলা অশোকনগরের গুমা পল্লী এলাকার বাসিন্দা । ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হল তা তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা যায়, মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনার জেলার অশোকনগরের গুমা পল্লী এলাকার একটি পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে দিঘায় বেড়াতে আসেন । তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন । মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা সি বিচে বেড়াতে গেলেও শরীর অসুস্থ থাকায় হোটেলে থেকেই যান ওই যুবক । পরিবারের সদস্যরা ফিরে এসে দেখেন হোটেলের দরজা বন্ধ । ডাকাডাকি করার পরও মেলেনি কোনও সাড়া । এরপর হোটেলকর্মীদের সহযোগিতায় হোটেলের দরজা ভেঙে দেখা যায় সিলিং ফ্যানে গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ ঝুলছে । পরিবার ও হোটেল কর্মীরা দ্রুত উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন : জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ঘটনার খবর পেয়ে আসে দিঘা থানার পুলিশ । ঠিক কী কারণে ওই যুবক আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মৃত যুবকের ভাই সাগর কর্মকার বলেন , "ঠিক কী কারণে দাদা আত্মঘাতী হল তা জানা নেই । শরীর অসুস্থ থাকার কারণে দাদা সন্ধ্যায় বেড়াতে যেতে রাজি হয়নি । কিছুক্ষণ মধ্যে ফিরে এসে দেখি হোটেলের দরজা বন্ধ । দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও সাড়া না মেলায় হোটেলকর্মীদের সাহায্যে দরজা ভেঙে দেখি, দাদা ঝুলছে । প্রত্যেক পরিবারের যেমন অশান্তি হয় সেরকমই একটু ঝামেলা হয়েছিল । কিন্তু এরকম ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি ।"