ETV Bharat / state

Youth Found Hanging at Digha : দিঘায় বেড়াতে এসে হোটেলের ঘরে মিলল যুবকের ঝুলন্ত দেহ, শুরু তদন্ত - Ashoknagar youth found hanging at digha hotel

উত্তর 24 পরগনার জেলা অশোকনগরের গুমা পল্লী এলাকার 22 বছরের যুবকের দেহ উদ্ধার হয় নিউ দিঘার একটি হোটেল রুম থেকে (Ashoknagar youth found hanging at digha hotel) ৷

Digha Suicide
দিঘার হোটেলের মধ্যে থেকে পর্যটকদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
author img

By

Published : May 18, 2022, 10:17 PM IST

দিঘা, 18 মে : সমুদ্র সৈকত নিউ দিঘার হোটেল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার (Died by Suicide)। মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত নগরীতে । মৃত যুবকের নাম জয় কর্মকার (22) ৷ উত্তর 24 পরগনার জেলা অশোকনগরের গুমা পল্লী এলাকার বাসিন্দা । ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হল তা তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা যায়, মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনার জেলার অশোকনগরের গুমা পল্লী এলাকার একটি পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে দিঘায় বেড়াতে আসেন । তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন । মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা সি বিচে বেড়াতে গেলেও শরীর অসুস্থ থাকায় হোটেলে থেকেই যান ওই যুবক । পরিবারের সদস্যরা ফিরে এসে দেখেন হোটেলের দরজা বন্ধ । ডাকাডাকি করার পরও মেলেনি কোনও সাড়া । এরপর হোটেলকর্মীদের সহযোগিতায় হোটেলের দরজা ভেঙে দেখা যায় সিলিং ফ্যানে গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ ঝুলছে । পরিবার ও হোটেল কর্মীরা দ্রুত উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঘটনার খবর পেয়ে আসে দিঘা থানার পুলিশ । ঠিক কী কারণে ওই যুবক আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মৃত যুবকের ভাই সাগর কর্মকার বলেন , "ঠিক কী কারণে দাদা আত্মঘাতী হল তা জানা নেই । শরীর অসুস্থ থাকার কারণে দাদা সন্ধ্যায় বেড়াতে যেতে রাজি হয়নি । কিছুক্ষণ মধ্যে ফিরে এসে দেখি হোটেলের দরজা বন্ধ । দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও সাড়া না মেলায় হোটেলকর্মীদের সাহায্যে দরজা ভেঙে দেখি, দাদা ঝুলছে । প্রত্যেক পরিবারের যেমন অশান্তি হয় সেরকমই একটু ঝামেলা হয়েছিল । কিন্তু এরকম ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি ।"

দিঘা, 18 মে : সমুদ্র সৈকত নিউ দিঘার হোটেল থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার (Died by Suicide)। মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত নগরীতে । মৃত যুবকের নাম জয় কর্মকার (22) ৷ উত্তর 24 পরগনার জেলা অশোকনগরের গুমা পল্লী এলাকার বাসিন্দা । ঠিক কী কারণে ওই যুবকের মৃত্যু হল তা তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা যায়, মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনার জেলার অশোকনগরের গুমা পল্লী এলাকার একটি পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে দিঘায় বেড়াতে আসেন । তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন । মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা সি বিচে বেড়াতে গেলেও শরীর অসুস্থ থাকায় হোটেলে থেকেই যান ওই যুবক । পরিবারের সদস্যরা ফিরে এসে দেখেন হোটেলের দরজা বন্ধ । ডাকাডাকি করার পরও মেলেনি কোনও সাড়া । এরপর হোটেলকর্মীদের সহযোগিতায় হোটেলের দরজা ভেঙে দেখা যায় সিলিং ফ্যানে গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের দেহ ঝুলছে । পরিবার ও হোটেল কর্মীরা দ্রুত উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঘটনার খবর পেয়ে আসে দিঘা থানার পুলিশ । ঠিক কী কারণে ওই যুবক আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ । পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । মৃত যুবকের ভাই সাগর কর্মকার বলেন , "ঠিক কী কারণে দাদা আত্মঘাতী হল তা জানা নেই । শরীর অসুস্থ থাকার কারণে দাদা সন্ধ্যায় বেড়াতে যেতে রাজি হয়নি । কিছুক্ষণ মধ্যে ফিরে এসে দেখি হোটেলের দরজা বন্ধ । দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও সাড়া না মেলায় হোটেলকর্মীদের সাহায্যে দরজা ভেঙে দেখি, দাদা ঝুলছে । প্রত্যেক পরিবারের যেমন অশান্তি হয় সেরকমই একটু ঝামেলা হয়েছিল । কিন্তু এরকম ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.