ETV Bharat / state

নীড় হারা পাখিদের ফেরাতে গাছে গাছে কৃত্রিম বাসা হলদিয়াতে - view point

হলদিয়া বালুঘাটার সানসেট ভিউপয়েন্টে পাখিদের বাঁচাতে উদ্যোগী হল বন্যপ্রাণ সংগঠন 'চলো পালটাই' । হারিয়ে যেতে বসা পাখিদের ফেরাতে বিশ্ব পরিবেশ দিবসে গাছে গাছে পাখিদের বাসা তৈরির উদ্যোগ নিল সংস্থাটি ।

পাখিদের জন্য তৈরি কৃত্রিম বাসা
author img

By

Published : Jun 6, 2019, 6:37 AM IST

হলদিয়া, 6 জুন : দিন দিন বাড়ছে জনসংখ্যা । বাসস্থান, আসবাবপত্র তৈরি নানান কারণে কেটে ফেলা হচ্ছে গাছপালা। স্বভাবতই কমছে পাখিদের থাকার জায়গা । ভেঙে যাচ্ছে তাদের বাসা । হলদিয়া বালুঘাটার সানসেট ভিউপয়েন্টে পাখিদের বাঁচাতে উদ্যোগী হল বন্যপ্রাণ সংগঠন 'চলো পালটাই' । হারিয়ে যেতে বসা পাখিদের ফেরাতে বিশ্ব পরিবেশ দিবসে গাছে গাছে পাখিদের বাসা তৈরির উদ্যোগ নিল সংস্থাটি ।

হলদিয়ার বালুঘাটার এই সানসেট ভিউপয়েন্টে এক সময় নানান ধরনের পাখি দেখা যেত । দেখা মিলত দোয়েল, ঘুঘু, শালিক, টুনটুনি, কাঠ ঠোকরা, ফিঙে, মাছরাঙা, প্যাঁচাসহ আরও অনেক পাখির । তবে এখন আর সহজে দেখা যায় না তাদের । শোনাও যায় না পাখির ডাক । সৌন্দর্যায়নের টানে এখন মানুষের ভিড় বাড়লেও কমে গেছে পাখিদের আনাগোনা । তাই পাখি বাঁচানোর ভাবনা আসে এই সংগঠনের কর্মকর্তাদের মাথায় ।

nest
পাখিদের জন্য তৈরি কৃত্রিম বাসা

'তোদের জন্য বাঁধব নতুন ঘর' বার্তাকে সামনে রেখে আজ 200 টি গাছে লাগানো হয় এই কৃত্রিম বাসাগুলি । বাঁশ দিয়ে তৈরি পাখির বাসাগুলি ঝড়জলের মধ্যেও ঠিক থাকবে । ঠিক থাকবে প্রচণ্ড গরমেও । এছাড়াও পাখির জন্য দানাখাবারেরও ব্যবস্থা করা হয়েছে । সংস্থার সম্পাদক মধুসূদন পাড়ুই বলেন, "এখন নগরায়নের চাপে আর পাখির দেখা মেলে না । তাই পাখিদের ফেরাতে চাই সেই সবুজে । যাতে নতুন প্রজন্ম প্রকৃতির সান্নিধ্য পায় । গাছের ডাল থেকে বাসা ঝুলিয়ে পাখি বাঁচানোর পরিকল্পনা আমাদের নিজস্ব । পাখিদের বাঁচানোর পরিকল্পনা পাকা করার পর আমরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম । পরীক্ষামূলকভাবে 200 টি বাসা ঝোলানোর অনুমতি দেন কর্তৃপক্ষ ।"

পাখি বাঁচানোর এমন উদ্যোগ দেখে খুশি পরিবেশপ্রেমীরা । কয়েকদিনের মধ্যে আরও গাছে বাসা লাগানোর পরিকল্পনা রয়েছে সংস্থার । সকলের কাছে তাঁদের আবেদন গাছে গাছে কৃত্রিম বাসা বেঁধে পাখিদের বাঁচতে সাহায্য করুন । বালুঘাটার বিট অফিসার শুকলাল হেমব্রম বলেন, "সংস্থার এই উদ্যোগ প্রশংসনীয় । এভাবে পরিবেশের কথা এবং জীবজন্তুদের কথা কেউ ভাবছে দেখলে খুব ভালো লাগে ।"

হলদিয়া, 6 জুন : দিন দিন বাড়ছে জনসংখ্যা । বাসস্থান, আসবাবপত্র তৈরি নানান কারণে কেটে ফেলা হচ্ছে গাছপালা। স্বভাবতই কমছে পাখিদের থাকার জায়গা । ভেঙে যাচ্ছে তাদের বাসা । হলদিয়া বালুঘাটার সানসেট ভিউপয়েন্টে পাখিদের বাঁচাতে উদ্যোগী হল বন্যপ্রাণ সংগঠন 'চলো পালটাই' । হারিয়ে যেতে বসা পাখিদের ফেরাতে বিশ্ব পরিবেশ দিবসে গাছে গাছে পাখিদের বাসা তৈরির উদ্যোগ নিল সংস্থাটি ।

হলদিয়ার বালুঘাটার এই সানসেট ভিউপয়েন্টে এক সময় নানান ধরনের পাখি দেখা যেত । দেখা মিলত দোয়েল, ঘুঘু, শালিক, টুনটুনি, কাঠ ঠোকরা, ফিঙে, মাছরাঙা, প্যাঁচাসহ আরও অনেক পাখির । তবে এখন আর সহজে দেখা যায় না তাদের । শোনাও যায় না পাখির ডাক । সৌন্দর্যায়নের টানে এখন মানুষের ভিড় বাড়লেও কমে গেছে পাখিদের আনাগোনা । তাই পাখি বাঁচানোর ভাবনা আসে এই সংগঠনের কর্মকর্তাদের মাথায় ।

nest
পাখিদের জন্য তৈরি কৃত্রিম বাসা

'তোদের জন্য বাঁধব নতুন ঘর' বার্তাকে সামনে রেখে আজ 200 টি গাছে লাগানো হয় এই কৃত্রিম বাসাগুলি । বাঁশ দিয়ে তৈরি পাখির বাসাগুলি ঝড়জলের মধ্যেও ঠিক থাকবে । ঠিক থাকবে প্রচণ্ড গরমেও । এছাড়াও পাখির জন্য দানাখাবারেরও ব্যবস্থা করা হয়েছে । সংস্থার সম্পাদক মধুসূদন পাড়ুই বলেন, "এখন নগরায়নের চাপে আর পাখির দেখা মেলে না । তাই পাখিদের ফেরাতে চাই সেই সবুজে । যাতে নতুন প্রজন্ম প্রকৃতির সান্নিধ্য পায় । গাছের ডাল থেকে বাসা ঝুলিয়ে পাখি বাঁচানোর পরিকল্পনা আমাদের নিজস্ব । পাখিদের বাঁচানোর পরিকল্পনা পাকা করার পর আমরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম । পরীক্ষামূলকভাবে 200 টি বাসা ঝোলানোর অনুমতি দেন কর্তৃপক্ষ ।"

পাখি বাঁচানোর এমন উদ্যোগ দেখে খুশি পরিবেশপ্রেমীরা । কয়েকদিনের মধ্যে আরও গাছে বাসা লাগানোর পরিকল্পনা রয়েছে সংস্থার । সকলের কাছে তাঁদের আবেদন গাছে গাছে কৃত্রিম বাসা বেঁধে পাখিদের বাঁচতে সাহায্য করুন । বালুঘাটার বিট অফিসার শুকলাল হেমব্রম বলেন, "সংস্থার এই উদ্যোগ প্রশংসনীয় । এভাবে পরিবেশের কথা এবং জীবজন্তুদের কথা কেউ ভাবছে দেখলে খুব ভালো লাগে ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.