ETV Bharat / state

ছাড়া পেয়েও হাইকোর্টের নির্দেশে ফের আটক আনিসুর রহমান - Calcutta high court

রাজ্য সরকারের আবেদন গ্রহণ করে কুরবান শা খুনে অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সায় দিয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুক সেশন কোর্ট ৷ তার পর আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে যান খুনে অভিযুক্ত ওই বিজেপি নেতা ৷ কিন্তু তাঁর সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না ৷ কারণ, মাঝপথেই তাঁকে আবার পুলিশের হাতে আটক হতে হল ৷

ছাড়া পেয়েও হাইকোর্টের নির্দেশে ফের আটক আনিসুর রহমান
ছাড়া পেয়েও হাইকোর্টের নির্দেশে ফের আটক আনিসুর রহমান
author img

By

Published : Mar 2, 2021, 9:28 PM IST

তমলুক, 2 মার্চ : রাজ্য সরকারের আবেদন গ্রহণ করে কুরবান শা খুনে অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সায় দিয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুক সেশন কোর্ট ৷ তার পর আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে যান খুনে অভিযুক্ত ওই বিজেপি নেতা ৷ কিন্তু তাঁর সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না ৷ কারণ, মাঝপথেই তাঁকে আবার পুলিশের হাতে আটক হতে হল ৷

কয়েকঘণ্টার মধ্যে কেন এই পরিস্থিতির বদল ঘটল ! তার কারণ, নিহত তৃণমূল কর্মী কুরবান শা-এর ভাগ্নে জহর শা জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন ৷ সেই মামলাতেই তমলুক সেশন কোর্টের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ তাই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পুলিশ রাস্তাতেই আটক করে আনিসুর রহমানকে ৷ তার পর তাঁকে তমলুক থানার হাতে তুলে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, 2019 সালের অক্টোবর মাসে পাঁশকুড়ায় কুরবান শা খুনের ঘটনায় গ্রেফতার হন বিজেপি নেতা আনিসুর রহমান । এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তার তৃণমূল যোগের জল্পনা শুরু হয়ে যায় । এরপরই রাজ্য সরকার তার বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের

এর পর গত 26 ফেব্রুয়ারি রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল ৷ তাঁর নামে যে মামলা চলছে, তা প্রত্যাহার করার জন্য গত 26 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার ৷ সেই বিজ্ঞপ্তি গতকাল, সোমবার তমলুক সেশন কোর্টে জমা দিয়েছিলেন সরকারি আইনজীবী ৷ আজ, মঙ্গলবার তমলুক সেশন বিচারক রাজ্যের সেই আবেদন গ্রহণ করেন । কলকাতা হাই কোর্ট সেই আবেদন গ্রহণ খারিজ করতেই আবার আনিসুরকে ধরল পুলিশ ৷

এদিকে এদিন তমলুক আদালতের নির্দেশের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁকে (আনিসুর) মুক্তি দিতে গিয়ে এই ক্ষেত্রে রাজ্য সরকারের রাজধর্ম পালন করা থেকে সরে গেল৷

তমলুক, 2 মার্চ : রাজ্য সরকারের আবেদন গ্রহণ করে কুরবান শা খুনে অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সায় দিয়েছিল পূর্ব মেদিনীপুরের তমলুক সেশন কোর্ট ৷ তার পর আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে যান খুনে অভিযুক্ত ওই বিজেপি নেতা ৷ কিন্তু তাঁর সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না ৷ কারণ, মাঝপথেই তাঁকে আবার পুলিশের হাতে আটক হতে হল ৷

কয়েকঘণ্টার মধ্যে কেন এই পরিস্থিতির বদল ঘটল ! তার কারণ, নিহত তৃণমূল কর্মী কুরবান শা-এর ভাগ্নে জহর শা জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন ৷ সেই মামলাতেই তমলুক সেশন কোর্টের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ তাই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পুলিশ রাস্তাতেই আটক করে আনিসুর রহমানকে ৷ তার পর তাঁকে তমলুক থানার হাতে তুলে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, 2019 সালের অক্টোবর মাসে পাঁশকুড়ায় কুরবান শা খুনের ঘটনায় গ্রেফতার হন বিজেপি নেতা আনিসুর রহমান । এই পরিস্থিতিতে কিছুদিন আগেই তার তৃণমূল যোগের জল্পনা শুরু হয়ে যায় । এরপরই রাজ্য সরকার তার বিরুদ্ধে চলা মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বলে অভিযোগ ।

আরও পড়ুন : আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে গিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের

এর পর গত 26 ফেব্রুয়ারি রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল ৷ তাঁর নামে যে মামলা চলছে, তা প্রত্যাহার করার জন্য গত 26 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার ৷ সেই বিজ্ঞপ্তি গতকাল, সোমবার তমলুক সেশন কোর্টে জমা দিয়েছিলেন সরকারি আইনজীবী ৷ আজ, মঙ্গলবার তমলুক সেশন বিচারক রাজ্যের সেই আবেদন গ্রহণ করেন । কলকাতা হাই কোর্ট সেই আবেদন গ্রহণ খারিজ করতেই আবার আনিসুরকে ধরল পুলিশ ৷

এদিকে এদিন তমলুক আদালতের নির্দেশের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাঁকে (আনিসুর) মুক্তি দিতে গিয়ে এই ক্ষেত্রে রাজ্য সরকারের রাজধর্ম পালন করা থেকে সরে গেল৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.