ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত আরও এক

পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন আরও এক প্রৌঢ় । এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন ।

man in Corona
কোরোনায় আক্রান্ত
author img

By

Published : Apr 2, 2020, 6:14 PM IST

তমলুক, 2 এপ্রিল: ফের পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন এক প্রৌঢ় । তিনি তমলুকের বল্লুক গ্রামের বাসিন্দা। তিনি কলকাতার বড় বাজারের পান ব্যবসায়ী । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতরাতে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এর ফলে জেলায় মোট কোরোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল 3 ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, 24 মার্চ ওই প্রৌঢ় বড় বাজারে পান বিক্রির জন্য গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে 26 তারিখ থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন তিনি। বাড়িতে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসার পর তাঁকে কলকাতার এক হাসপাতালে ভরতি করা হয়। পরে 31 তারিখ তাঁর সোয়াব টেস্ট করানোর পর গতরাতের রিপোর্টে জানানো হয়, তিনি কোরোনায় আক্রান্ত। সেই সঙ্গে জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় প্রৌঢ়ের ভাই ও ছেলেও ভরতি রয়েছেন হাসপাতালে। আজ দুপুরে বাড়ির মোট 12 জন সদস্যকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছে।

এদিকে ওই বৃদ্ধের চিকিৎসা করা স্থানীয় চিকিৎসক ও বাড়ির দুই পরিচারিকাকে তমলুক জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছে। বৃদ্ধকে যে অ্যাম্বুলেন্স চালক কলকাতায় নিয়ে গিয়েছিলেন তাঁর খোঁজ চালাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, গতকাল রাজ্যের তরফে পাঠানো রিপোর্ট অনুযায়ী জেলায় আরও একজন বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হয়েছেন। মনে করা হচ্ছে কলকাতায় ব্যবসায়িক কারণে গিয়েই তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যসহ মোট 15 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের সোয়াব সংগ্রহ করে কলকাতার ল্যাবে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য।

তমলুক, 2 এপ্রিল: ফের পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন এক প্রৌঢ় । তিনি তমলুকের বল্লুক গ্রামের বাসিন্দা। তিনি কলকাতার বড় বাজারের পান ব্যবসায়ী । তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতরাতে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । এর ফলে জেলায় মোট কোরোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল 3 ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, 24 মার্চ ওই প্রৌঢ় বড় বাজারে পান বিক্রির জন্য গিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে 26 তারিখ থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে থাকেন তিনি। বাড়িতে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসার পর তাঁকে কলকাতার এক হাসপাতালে ভরতি করা হয়। পরে 31 তারিখ তাঁর সোয়াব টেস্ট করানোর পর গতরাতের রিপোর্টে জানানো হয়, তিনি কোরোনায় আক্রান্ত। সেই সঙ্গে জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় প্রৌঢ়ের ভাই ও ছেলেও ভরতি রয়েছেন হাসপাতালে। আজ দুপুরে বাড়ির মোট 12 জন সদস্যকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছে।

এদিকে ওই বৃদ্ধের চিকিৎসা করা স্থানীয় চিকিৎসক ও বাড়ির দুই পরিচারিকাকে তমলুক জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয়েছে। বৃদ্ধকে যে অ্যাম্বুলেন্স চালক কলকাতায় নিয়ে গিয়েছিলেন তাঁর খোঁজ চালাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, গতকাল রাজ্যের তরফে পাঠানো রিপোর্ট অনুযায়ী জেলায় আরও একজন বৃদ্ধ কোরোনায় আক্রান্ত হয়েছেন। মনে করা হচ্ছে কলকাতায় ব্যবসায়িক কারণে গিয়েই তিনি কোরোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারের সদস্যসহ মোট 15 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের সোয়াব সংগ্রহ করে কলকাতার ল্যাবে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.