নন্দীগ্রাম, 28 জুন : শ্রমিকদের দিয়ে 100 দিনের কাজ না করিয়ে JCB মেশিন দিয়ে পুকুর খননের প্রতিবাদে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের । ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় । এলাকাবাসীর অভিযোগ, "যেখানে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক ও অন্যান্য স্থানীয় বাসিন্দাদের 100 দিনের কাজ করানোর কথা বলছেন, সেখানে গ্রাম পঞ্চায়েত আমাদের পেটে লাথি মেরে কেন মেশিনের মাধ্যমে পুকুর খননের কাজ করছে ?" এদিকে বিক্ষোভের জেরে আজ বন্ধ হয়ে যায় পুকুর কাটার কাজ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরে বাসিন্দা বিকাশ দাসের একটি জমি রয়েছে । সেই জমির 45 ডিসিমাল অংশের উপর 100 দিনের কাজের মাধ্যমে একটি পুকুর খনন করার প্রক্রিয়া শুরু করা হয় গ্রাম পঞ্চায়েতের তরফে । কাজের পারিশ্রমিক বাবদ 1586 জন শ্রমিকদের জন্য বরাদ্দ করা হয়েছিল 3 লাখ 15 হাজার 947 টাকা ।
কিন্তু যে কাজ শ্রমিকদের দিয়ে সম্পন্ন করার কথা ছিল তা সম্পন্ন না করে হঠাৎই বুধবার দুপুর নাগাদ কাজ শুরু করে একটি জেসিবি মেশিন । আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই পুকুরে প্রায় 600 কর্মদিবস কাজ করা শ্রমিকেরা । কাজ হারানোর ভয় তাঁরা বাধা দেন মেশিন দিয়ে পুকুর খননের কাজে । পরে অবশ্য বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয় কাজ ।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে লকডাউনে কাজ হারানো ব্যক্তি ও পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য 100 দিনের কাজে ব্যবহার করার কথা বলছেন সেখানে শ্রমিকদের শ্রম দিবস কমানোর জন্য ব্যবহার করা হচ্ছে মাটি কাটার মেশিন ।
স্থানীয় বাসিন্দা পিন্টু সাউয়ের অভিযোগ , "রাজ্য সরকারের নির্দেশ না মেনে গ্রাম পঞ্চায়েত উলটো পথে হাঁটার চেষ্টা চালাচ্ছে । এভাবে চলতে থাকলে শ্রমিকরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত হবেন । অভাবের তাড়নায় শেষে চুরি-ডাকাতি করতে বাধ্য হবে তাঁরা ।"
জমির মালিক বিকাশ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমার পুকুর খননের কাজ প্রায় শেষ হয়ে গেছে । পাড় বাধানোর কাজ বাকি ছিল । তাই মেশিন নিয়ে এসেছিলাম । জানতাম না সরকারি কাজে মেশিন ব্যবহার করতে নেই । বাকি কাজ যদি 100 দিনের শ্রমিকদের দিয়ে করা হয় তাতে আমার কোনও আপত্তি নেই ।"
JCB দিয়ে 100 দিনের কাজ করানো সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছেন ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সরোজ ভূঁইয়া । তিনি বলেন আমার জানা নেই সরকারি কাজে মাটি কাটার মেশিন ব্যবহার হয়েছে কিনা । শ্রমিকদের কাজ পাওয়াটাই উচিত ছিল । কী ঘটেছে খোঁজ নিয়ে দেখছি ।