ETV Bharat / state

ল্যাব থেকে দেওয়া হল অন্যের করোনা রিপোর্ট, জালিয়াতির অভিযোগ

কাঁথির ওই ল্যাব মুম্বইয়ের একটি নামকরা বেসরকারি ল্যাবে নমুনা পাঠায় ৷ সেইমতো ওই মাইক্রো ল্যাবে গিয়ে এক ব্যক্তি টেস্ট স্যাম্পল দেন ৷

করোনা রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগ
করোনা রিপোর্ট নিয়ে জালিয়াতির অভিযোগ
author img

By

Published : May 31, 2021, 10:08 PM IST

Updated : May 31, 2021, 10:31 PM IST

কাঁথি, 31 মে : একদিকে করোনার বাড়বাড়ন্ত চলছে জেলাজুড়ে । অতিমারির সুযোগে কিছু অসাধু মানুষ নেমে পড়েছে টাকা লুটের নেশায় । পূর্ব মেদিনীপুরে কাঁথির একটি বেসরকারি ল্যাবের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল । টাকা নিয়ে একজনের রিপোর্ট অন্য একজনকে দেওয়া হল ৷

কাঁথির ওই ল্যাব মুম্বইয়ের একটি নামকরা বেসরকারি ল্যাবে নমুনা পাঠায় ৷ সেইমতো ওই মাইক্রো ল্যাবে গিয়ে এক ব্যক্তি নমুনা দেন ৷ কয়েকদিন পর তাঁর টেস্ট রিপোর্ট আসে ৷ কিন্তু ওই ব্যক্তি দেখেন তাঁর রিপোর্টে বারকোড নেই ৷ মাইক্রো ল্যাবে বিষয়টি জানালে বলে দেওয়া হয় সব ঠিক আছে ৷ সন্দেহ হওয়ায় রিপোর্টের সত্যতা যাচাই করার চেষ্টা করেন ওই ব্যক্তি ৷ মুম্বইয়ের ল্যাবের হেল্পলাইন নম্বরে ফোন করে জানতে পারেন তাঁর নামে কোনও পরীক্ষাই হয়নি ৷ পরে মাইক্রো ল্যাবের পক্ষ থেকে স্বীকার করা হয় যে, অন্য কোনও ব্যক্তির রিপোর্ট ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে ৷ বিষয়টি স্বাস্থ্য দফতরকে ফোন মারফত জানান ওই ব্যক্তি ৷ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানাতে বলা হয় ৷ সেইমতো তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ যদিও ল্যাব কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, তারা কোনওভাবে এমন দুর্নীতির সঙ্গে যুক্ত নয় । নিয়ম মেনেই টেস্ট করা হচ্ছে ।

আরও পড়ুন : করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

কাঁথি পৌরসভার নোডাল অফিসার ডাক্তার অনুতোষ পট্টনায়ক বলেন, "এ ধরনের অভিযোগ এই প্রথম শুনলাম ৷ বিষয়টি কাঁথির মহকুমাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি । মহামারি আইনে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । বাংলার এই বিপদের সময় কিছু মানুষ ঝোপ বুঝে কোপ মারার জন্য ব্যস্ত রয়েছে । আমি মহকুমাশাসককে অনুরোধ করব যেন এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় ।" যদিও নন্দীগ্রাম জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন, "বিষয়টি আমার জানা ছিল না । তাও আমি খোঁজখবর নিয়ে তদন্ত শুরু করছি । যদি প্রমাণিত হয়ে থাকে । তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

কাঁথি, 31 মে : একদিকে করোনার বাড়বাড়ন্ত চলছে জেলাজুড়ে । অতিমারির সুযোগে কিছু অসাধু মানুষ নেমে পড়েছে টাকা লুটের নেশায় । পূর্ব মেদিনীপুরে কাঁথির একটি বেসরকারি ল্যাবের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল । টাকা নিয়ে একজনের রিপোর্ট অন্য একজনকে দেওয়া হল ৷

কাঁথির ওই ল্যাব মুম্বইয়ের একটি নামকরা বেসরকারি ল্যাবে নমুনা পাঠায় ৷ সেইমতো ওই মাইক্রো ল্যাবে গিয়ে এক ব্যক্তি নমুনা দেন ৷ কয়েকদিন পর তাঁর টেস্ট রিপোর্ট আসে ৷ কিন্তু ওই ব্যক্তি দেখেন তাঁর রিপোর্টে বারকোড নেই ৷ মাইক্রো ল্যাবে বিষয়টি জানালে বলে দেওয়া হয় সব ঠিক আছে ৷ সন্দেহ হওয়ায় রিপোর্টের সত্যতা যাচাই করার চেষ্টা করেন ওই ব্যক্তি ৷ মুম্বইয়ের ল্যাবের হেল্পলাইন নম্বরে ফোন করে জানতে পারেন তাঁর নামে কোনও পরীক্ষাই হয়নি ৷ পরে মাইক্রো ল্যাবের পক্ষ থেকে স্বীকার করা হয় যে, অন্য কোনও ব্যক্তির রিপোর্ট ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে ৷ বিষয়টি স্বাস্থ্য দফতরকে ফোন মারফত জানান ওই ব্যক্তি ৷ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানাতে বলা হয় ৷ সেইমতো তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ যদিও ল্যাব কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, তারা কোনওভাবে এমন দুর্নীতির সঙ্গে যুক্ত নয় । নিয়ম মেনেই টেস্ট করা হচ্ছে ।

আরও পড়ুন : করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

কাঁথি পৌরসভার নোডাল অফিসার ডাক্তার অনুতোষ পট্টনায়ক বলেন, "এ ধরনের অভিযোগ এই প্রথম শুনলাম ৷ বিষয়টি কাঁথির মহকুমাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি । মহামারি আইনে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । বাংলার এই বিপদের সময় কিছু মানুষ ঝোপ বুঝে কোপ মারার জন্য ব্যস্ত রয়েছে । আমি মহকুমাশাসককে অনুরোধ করব যেন এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় ।" যদিও নন্দীগ্রাম জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় বলেন, "বিষয়টি আমার জানা ছিল না । তাও আমি খোঁজখবর নিয়ে তদন্ত শুরু করছি । যদি প্রমাণিত হয়ে থাকে । তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।"

Last Updated : May 31, 2021, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.