ETV Bharat / state

চাকরি প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, হলদিয়ায় গ্রেপ্তার 1 - চাকরি প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা

চাকরি নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ হলদিয়ার সুতাহাটা থানা চৈতন্যপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত যুবকের নাম হরিপদ মাইতি ।

চাকরি প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা
author img

By

Published : Sep 24, 2019, 2:36 PM IST

হলদিয়া, 24 সেপ্টেম্বর : চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত যুবকের নাম হরিপদ মাইতি । তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের অশোকনগরে । আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ।

কয়েক বছর আগে সুতাহাটার চৈতন্যপুরে একটি অফিস খুলেছিল হরিপদ । অভিযোগ, স্থানীয় বেকার যুবক-যুবতিদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মাথাপিছু 54 হাজার টাকা নিয়েছিল সে ৷ সঞ্চয়িতা কালশা নামে এক চাকরিপ্রার্থী বলেন, "হরিপদকে টাকা দেওয়ার কয়েক মাসের মধ্যে আমরা বেসরকারি সংস্থায় চাকরি পাই ৷ একমাস কাজ করার পর বেতন বাবদ 10 হাজার টাকা পাই ৷ কিন্তু 1 মাস পর বেতন বন্ধ হয়ে যায় ৷ এরপর 10 জুলাই মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে চাকরিপ্রার্থীদের জন্য ক্যাম্পাস ইন্টারভিউয়ের আয়োজন করে হরিপদ । সেখানে প্রায় কয়েকশো চাকরিপ্রার্থী গিয়েছিল, কিন্তু হরিপদর দেখা পাইনি । এরপর হরিপদের অফিসে গিয়ে তাঁর খোঁজ না পেয়ে সুতাহাটা থানায় প্রতারণার মামলা রুজু করি । "

ভিডিয়োয় শুনুন সঞ্চয়িতা কালশার বক্তব্য

কয়েকদিন আগে হুগলির পুড়শুড়া এলাকায় আরও একটি ভুয়ো অফিস খোলার জন্য বাড়ির খোঁজ শুরু করে হরিপদ । বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিক এলাকায় হরিপদ মাইতির খোঁজখবর নিতে শুরু করতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় সুতাহাটা থানার পুলিশ ৷ তারা ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে হরিপদর খোঁজ পায় ৷ এরপর গতকাল দুপুরে হুগলির পুড়শুড়া এলাকার এক দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সোলেমান নেশাকুমার বলেন , "দু'মাস আগে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মামলা রুজু হয়েছিল । তার ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত হরিপদ মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে । প্রতারণার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজের জন্য হরিপদ মাইতিকে জেরা করা হচ্ছে ।"

হলদিয়া, 24 সেপ্টেম্বর : চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ ৷ হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত যুবকের নাম হরিপদ মাইতি । তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের অশোকনগরে । আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ।

কয়েক বছর আগে সুতাহাটার চৈতন্যপুরে একটি অফিস খুলেছিল হরিপদ । অভিযোগ, স্থানীয় বেকার যুবক-যুবতিদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মাথাপিছু 54 হাজার টাকা নিয়েছিল সে ৷ সঞ্চয়িতা কালশা নামে এক চাকরিপ্রার্থী বলেন, "হরিপদকে টাকা দেওয়ার কয়েক মাসের মধ্যে আমরা বেসরকারি সংস্থায় চাকরি পাই ৷ একমাস কাজ করার পর বেতন বাবদ 10 হাজার টাকা পাই ৷ কিন্তু 1 মাস পর বেতন বন্ধ হয়ে যায় ৷ এরপর 10 জুলাই মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে চাকরিপ্রার্থীদের জন্য ক্যাম্পাস ইন্টারভিউয়ের আয়োজন করে হরিপদ । সেখানে প্রায় কয়েকশো চাকরিপ্রার্থী গিয়েছিল, কিন্তু হরিপদর দেখা পাইনি । এরপর হরিপদের অফিসে গিয়ে তাঁর খোঁজ না পেয়ে সুতাহাটা থানায় প্রতারণার মামলা রুজু করি । "

ভিডিয়োয় শুনুন সঞ্চয়িতা কালশার বক্তব্য

কয়েকদিন আগে হুগলির পুড়শুড়া এলাকায় আরও একটি ভুয়ো অফিস খোলার জন্য বাড়ির খোঁজ শুরু করে হরিপদ । বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিক এলাকায় হরিপদ মাইতির খোঁজখবর নিতে শুরু করতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় সুতাহাটা থানার পুলিশ ৷ তারা ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে হরিপদর খোঁজ পায় ৷ এরপর গতকাল দুপুরে হুগলির পুড়শুড়া এলাকার এক দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সোলেমান নেশাকুমার বলেন , "দু'মাস আগে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মামলা রুজু হয়েছিল । তার ভিত্তিতে তদন্ত করে অভিযুক্ত হরিপদ মাইতিকে গ্রেপ্তার করা হয়েছে । প্রতারণার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজের জন্য হরিপদ মাইতিকে জেরা করা হচ্ছে ।"

Intro:হলদিয়া,২৩ সেপ্টেম্বর: চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে যুবককে গ্রেপ্তার করল সুতাহাটা থানা। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম হরিপদ মাইতি। তিনি পশ্চিম মেদিনীপুরের অশোকনগর এলাকার বাসিন্দা। ধৃতকে আগামীকাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।
Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হরিপদ মাইতি হলদিয়ার সুতাহাটা থানা চৈতন্যপুর এলাকায় একটি বেসরকারি সংস্থার অফিস খুলেছিলেন প্রায় বছর খানেক আগে। এরপর সেখানেই তিনি বেকার যুবক-যুবতীদের বিভিন্ন সংস্থায় কাজের প্রতিশ্রুতি দিয়ে মাথাপিছু চুয়ান্ন হাজার টাকা করে তুলেছিলেন। অভিযোগ সংস্থায় কাজ পাওয়ার পর কয়েক মাস পনেরো হাজার টাকা করে বেতন বাবদ যুক্ত কর্মীরা পেলেও পরে তা বন্ধ হয়ে যায়। তখনই চাকরিপ্রার্থীদের মনে সন্দেহ হয় তারা প্রতারিত হয়েছেন। এরপর গত ১০ ই জুলাই অভিযুক্ত হরিপদ বাবু মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে সমস্ত চাকরিপ্রার্থীদের ক্যাম্পাসিং করার আয়োজন করেন। অভিযোগ প্রায় শ দুয়েক চাকরিপ্রার্থী সেখানে গিয়েও হরিপদ বাবুর কোন দেখা পাননি। এরপর চাকরিপ্রার্থীরা সংস্থার অফিসে গিয়েও তাঁর কোন খোঁজ না পেয়ে সুতাহাটা থানার দ্বারস্থ হন। রুজু হয় প্রতারণার মামলা। সেদিন থেকেই গা-ঢাকা দিয়ে ছিলেন তিনি। অভিযুক্ত হরিপদ মাইতির খোঁজ চালাচ্ছিলেন সুতাহাটা থানার পুলিশ।


পুলিশ সুত্রে খবর , কয়েকদিন আগেই হরিপদ বাবু হুগলির পুড়শুড়া এলাকায় সংস্থার আরও একটি শাখা অফিস খোলার জন্য বাড়ির খোঁজখবর শুরু করেছিলেন। বাড়ি ভাড়া দেওয়ার আগে হুগলি থেকে সংস্থার মূল অফিস দেখার জন্য গত পরশুদিন সুতাহাটার অফিসে আসেন এক বাড়ি মালিক। তখনই হরিপদ মাইতির খোঁজখবর করতেই স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরেন প্রতারক হরিপদের খোঁজ পেতে। খবর যায় সুতাহাটা থানায়। সুতাহাটা থানার পুলিশ পুড়শুড়া এলাকার ওই বাড়ি মালিক কে উদ্ধার করে নিয়ে গিয়ে হরিপদ বাবুর খোঁজে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁকে সঙ্গে করেই সুতাহাটা থানার পুলিশ হুগলি যান হরিপদ মাইতির সন্ধানে। এরপর আজ দুপুরে হুগলির পুড়শুড়া এলাকার এক দোকান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে হরিপদর গ্রেপ্তারের খবর পেয়ে প্রতারিত যুবক-যুবতীরা টাকা ফেরত পাওয়ার দাবীতে থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাConclusion:সঞ্চয়িতা কালশা নামের এক প্রতারিত চাকরিপ্রার্থী জানিয়েছেন, চাকরি পাওয়ার আশায় ৪০ হাজার টাকা সংস্থা কে দিয়েছিলাম। চাকরি পেয়ে এক মাস বেতন পেয়েছি। আমাদের পুনরায় ক্যাম্পাসিং করানোর জন্য মহিষাদলে ডেকেছিলেন সেদিন থেকেই উনি বেপাত্তা হয়ে যান। বেতনও তারপর থেকে বন্ধ হয়ে যায়। আমরা চাই ওনার কঠোর শাস্তি হোক। যাতে আর কোনোভাবেই যেন কাউকে উনি প্রতারণা না করতে পারেন। আমরা যাতে পুরো টাকা ফেরত পাই তার ব্যবস্থা করুক পুলিশ।

এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সোলেমান নেশাকুমার , গত দুমাস আগে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায়ের একটি প্রতারণার মামলা রুজু হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত করে অভিযুক্ত হরিপদ মাইতি কে গ্রেপ্তার করা হয়েছে। প্রতারণার সাথে যুক্ত বাকিদের খোঁজ পাওয়ার জন্য হরিপদ মাইতি কে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.