ETV Bharat / state

অতিরিক্ত পেনশনের ফর্ম পূরণের জন্য টাকা নেওয়ার অভিযোগ - Kanthi

অতিরিক্ত পেনশনের ফর্ম পূরণের জন্য টাকা চাওয়ার অভিযোগ বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে । কাঁথির ঘটনা ।

Aa
author img

By

Published : Sep 25, 2020, 4:44 PM IST

কাঁথি, 25 সেপ্টেম্বর : অতিরিক্ত পেনশনের ফর্ম পূরণের জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেন বিদ্যালয় পরিদর্শক সন্তু সিং । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক তিনি ।

কাঁথি তিন ব্লকের উত্তর চক্রের অফিসে আজ অতিরিক্ত পেনশন পাওয়ার জন্য এক ফর্ম ফিল আপের আয়োজন করা হয়েছিল । রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 2016 সালের আগে যে সমস্ত শিক্ষক অবসর গ্রহণ করেছেন, ROPA 2019 অনুযায়ী তাঁরা বাড়তি পেনশন পাবেন । সেই উদ্দেশ্যে এই ফর্ম ফিল আপ । কিন্তু প্রতিটা ফর্ম ফিল আপ বাবদ শিক্ষকদের কাছ থেকে মাথাপিছু বেশকিছু মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠছে অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে । শিক্ষকদের কাছ থেকে জানা গিয়েছে এই টাকা না দিলে কোনওভাবে ফর্ম ফিল আপ করে জেলা বিভাগে জমা দেওয়া যাবে না । তাই আজ 20 জনের বেশি শিক্ষক টাকা দিয়েই বাড়তি পেনশন পাওয়ার আশায় ফর্ম ফিল আপ করেছেন ।

এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সত্যরঞ্জন ভুঁইঞা বলেন, "তমলুকে জেলা স্কুল বিভাগে যাতায়াত ও খাওয়া দাওয়া খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে বলে অফিস জানিয়েছে । সরকারি নিয়ম ছাড়া এই টাকা নেওয়াতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ ।" আরেক অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর পণ্ডা বলেন, "অফিস কর্মচারীরা আমাদের থেকে TA হিসেবে টাকা চাইছেন । তা দিতেই হবে বলে জানানো হয়েছে ।"

যদিও এই অভিযোগ মানতে নারাজ অবর বিদ্যালয় পরিদর্শক সন্তু সিং । তিনি বলেন , “এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন । আমি কেন, আমার অফিসের কোনও কর্মচারী কোনও টাকা নেননি । এবিষয়ে আমার কাছে এখন কোনও অভিযোগ আসেনি । আমি দ্রুত ব্যবস্থা নেব ।”

কাঁথি, 25 সেপ্টেম্বর : অতিরিক্ত পেনশনের ফর্ম পূরণের জন্য টাকা চাওয়ার অভিযোগ উঠল বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেন বিদ্যালয় পরিদর্শক সন্তু সিং । পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক তিনি ।

কাঁথি তিন ব্লকের উত্তর চক্রের অফিসে আজ অতিরিক্ত পেনশন পাওয়ার জন্য এক ফর্ম ফিল আপের আয়োজন করা হয়েছিল । রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 2016 সালের আগে যে সমস্ত শিক্ষক অবসর গ্রহণ করেছেন, ROPA 2019 অনুযায়ী তাঁরা বাড়তি পেনশন পাবেন । সেই উদ্দেশ্যে এই ফর্ম ফিল আপ । কিন্তু প্রতিটা ফর্ম ফিল আপ বাবদ শিক্ষকদের কাছ থেকে মাথাপিছু বেশকিছু মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠছে অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে । শিক্ষকদের কাছ থেকে জানা গিয়েছে এই টাকা না দিলে কোনওভাবে ফর্ম ফিল আপ করে জেলা বিভাগে জমা দেওয়া যাবে না । তাই আজ 20 জনের বেশি শিক্ষক টাকা দিয়েই বাড়তি পেনশন পাওয়ার আশায় ফর্ম ফিল আপ করেছেন ।

এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সত্যরঞ্জন ভুঁইঞা বলেন, "তমলুকে জেলা স্কুল বিভাগে যাতায়াত ও খাওয়া দাওয়া খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে বলে অফিস জানিয়েছে । সরকারি নিয়ম ছাড়া এই টাকা নেওয়াতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ ।" আরেক অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর পণ্ডা বলেন, "অফিস কর্মচারীরা আমাদের থেকে TA হিসেবে টাকা চাইছেন । তা দিতেই হবে বলে জানানো হয়েছে ।"

যদিও এই অভিযোগ মানতে নারাজ অবর বিদ্যালয় পরিদর্শক সন্তু সিং । তিনি বলেন , “এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন । আমি কেন, আমার অফিসের কোনও কর্মচারী কোনও টাকা নেননি । এবিষয়ে আমার কাছে এখন কোনও অভিযোগ আসেনি । আমি দ্রুত ব্যবস্থা নেব ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.