ETV Bharat / state

Akhil Giri: 'মমতা ইশারা করলেই শুভেন্দুর হাত-পাঁজর ভেঙে দেব', হুঁশিয়ারি অখিলের

author img

By

Published : Nov 12, 2022, 6:59 AM IST

Updated : Nov 12, 2022, 4:29 PM IST

"মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাঁ দিকে মাথাটা নাড়বেন, তাহলেই শুভেন্দু হাত-পাঁজর ভেঙে দেব ৷ আমাদের সেন্ট্রাল বাহিনী দেখাচ্ছ !" শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri Slam Suvendu Adhikari) ৷

Akhil Giri Slam Suvendu Adhikari in Nandigram
শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে তাঁর হাত-পাঁজর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি অখিলের

নন্দীগ্রাম, 12 নভেম্বর: "মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু ইশারা করেন, তাহলেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত-পাঁজর সব ভেঙে দেব ।" শুভেন্দু গড়ে দাঁড়িয়ে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri Slam Suvendu Adhikari) ৷

10 নভেম্বর নন্দীগ্রাম গোকুলনগর শহিদ মঞ্চে শহিদদের শ্রদ্ধা জানাতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফ থেকে শহিদ দিবস পালন করা হয় । রাতের অন্ধকারে তৃণমূল সমর্থিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ মঞ্চে বিজেপির লোকেরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । তৃণমূল কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ । আর এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । তাদের দাবি, তৃণমূলের দলীয় কলহের জেরেই এই ঘটনা ঘটেছে ।

এদিন তৃণমূল সমর্থিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যরা নন্দীগ্রাম গোকুলনগরের কাছে সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাঁদের দাবি, যতক্ষণ পর্যন্ত দোষী ব্যক্তিদের গ্রেফতার করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচি চলবে । ঘটনার খবর পেয়েই তৃণমূলের রাজ্যের শীর্ষ থেকে জেলা নেতা ও রাজ্যের মন্ত্রীরা হাজির হন নন্দীগ্রামে । উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, অখিল গিরি, সৌমেন মহাপাত্র-সহ অন্যান্য নেতারা ।

আরও পড়ুন: পঞ্চায়েতের ব্যাটন ‘কেষ্ট'র হাতেই, নির্দেশ নিয়ে ফিরলেন বীরভূমের নেতা-কর্মীরা

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে অখিল গিরি (Akhil Giri) কার্যত শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুধু বাঁ-দিকে মাথাটা নাড়বেন তাহলে শুভেন্দু হাত-পাঁজর ভেঙে দেব ৷ আমাদের সেন্ট্রাল বাহিনী দেখাচ্ছ ! সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ আমরা অশান্তি চাই না ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকই ছুটে এসেছি ৷ প্রত্যেকেই শান্ত থাকবেন ৷ আগামী মঙ্গলবারের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে না হলে আমরা নন্দীগ্রাম থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করব ৷ আগুন নিয়ে খেলবেন না ৷"

নন্দীগ্রাম, 12 নভেম্বর: "মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু ইশারা করেন, তাহলেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত-পাঁজর সব ভেঙে দেব ।" শুভেন্দু গড়ে দাঁড়িয়ে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি (Akhil Giri Slam Suvendu Adhikari) ৷

10 নভেম্বর নন্দীগ্রাম গোকুলনগর শহিদ মঞ্চে শহিদদের শ্রদ্ধা জানাতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফ থেকে শহিদ দিবস পালন করা হয় । রাতের অন্ধকারে তৃণমূল সমর্থিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ মঞ্চে বিজেপির লোকেরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । তৃণমূল কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ । আর এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম । অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । তাদের দাবি, তৃণমূলের দলীয় কলহের জেরেই এই ঘটনা ঘটেছে ।

এদিন তৃণমূল সমর্থিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যরা নন্দীগ্রাম গোকুলনগরের কাছে সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । তাঁদের দাবি, যতক্ষণ পর্যন্ত দোষী ব্যক্তিদের গ্রেফতার করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচি চলবে । ঘটনার খবর পেয়েই তৃণমূলের রাজ্যের শীর্ষ থেকে জেলা নেতা ও রাজ্যের মন্ত্রীরা হাজির হন নন্দীগ্রামে । উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, অখিল গিরি, সৌমেন মহাপাত্র-সহ অন্যান্য নেতারা ।

আরও পড়ুন: পঞ্চায়েতের ব্যাটন ‘কেষ্ট'র হাতেই, নির্দেশ নিয়ে ফিরলেন বীরভূমের নেতা-কর্মীরা

এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে দাঁড়িয়ে অখিল গিরি (Akhil Giri) কার্যত শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শুধু বাঁ-দিকে মাথাটা নাড়বেন তাহলে শুভেন্দু হাত-পাঁজর ভেঙে দেব ৷ আমাদের সেন্ট্রাল বাহিনী দেখাচ্ছ ! সামনেই পঞ্চায়েত নির্বাচন ৷ আমরা অশান্তি চাই না ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকই ছুটে এসেছি ৷ প্রত্যেকেই শান্ত থাকবেন ৷ আগামী মঙ্গলবারের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে না হলে আমরা নন্দীগ্রাম থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করব ৷ আগুন নিয়ে খেলবেন না ৷"

Last Updated : Nov 12, 2022, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.