তমলুক, 18 ডিসেম্বর : ‘‘আগামী প্রজন্মের কাছে স্বাধীনতা দিবস ও বীর-বীরাঙ্গনাদের আত্মবলিদানের কথা তুলে ধরাই রাজ্য সরকারের মূল লক্ষ্য । তাই সব রকম ভাবেই দেশে রাজ্য ও জেলার গুরুত্ব তুলে ধরার জন্য সারা বছর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রচার অভিযানে নেমেছি আমরা ।’’ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসে এসে জানালেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র (Foundation Day of Tamralipta Jatiya Sarkar) ।
তিনি বলেন, ‘‘রাজ্য সরকার ও আমাদের চেষ্টা থাকবে স্বাধীনতা সংগ্রামীদের ও মেদিনীপুরের অবদান ছাত্র-যুবদের কাছে তুলে ধরা । সুশীল ধাড়া, অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত-সহ যারা অগ্রণী ভূমিকায় ছিলেন, তাদের ত্যাগের কথা তুলে ধরার জন্যই আমাদের কাজ । মৌবনীতে ক্ষুদিরাম বসুর বাসস্থানকে সাজিয়ে তোলা বা সিলেবাসে পরিবর্তন করে করার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে মেদিনীপুর ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য ।
আরও পড়ুন : তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসে খোল নিয়ে শুভেন্দুর পদযাত্রা
তাম্রলিপ্ত জনকল্যাণ স্মৃতি সৌধের এই আয়োজনে তমলুকের রাজবাড়ী থেকে হাসপাতাল মোড় পর্যন্ত পদযাত্রা করেন মন্ত্রী ৷ এদিন উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি তাপস মাইতি ও সংঘের বিশিষ্ট সদস্যরা ।