ETV Bharat / state

Agitation on Road Accident: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশুর, পটাশপুরে তুলকালাম

পথ দুর্ঘটনায় মৃত্যু শিশুর (A Child Died in Road Accident) ৷ রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ গ্রামবাসীদের ৷ এমনকী ঘটনাস্থলে পুলিশ এলে, গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের (Agitation by Villagers on Road Accident) ৷

Agitation on Road Accident
লরির চাকায় পৃষ্ট হয়ে শিশু মৃত্যুকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
author img

By

Published : Oct 12, 2022, 9:31 AM IST

Updated : Oct 12, 2022, 10:00 AM IST

এগরা, 12 অক্টোবর: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশুর (A Child Died in Road Accident) । ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে চলে বিক্ষোভ (Agitation on Road Accident)। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি ৷ পুলিশকেও ঘেরাও করে চলে বিক্ষোভ। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়াই বাজারের মনসাতলার কাছে।

মঙ্গলবার রাতে রাজ্য সড়কের উপর লরির ধাক্কায় পিষ্ট হয়ে দু'বছরের শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বাইক আরোহী তাঁর স্ত্রী ও ছোট শিশুকে নিয়ে বেরিয়েছিলেন। তিনি যখন মনসাতলা রাস্তার কাছে পৌঁছয় তখন গাড্ডা থাকার কারণে মোটরসাইকেলটি উলটে যায় (Road Accident in Egra Purba Medinipur) । তাতেই ঘটে বিপত্তি ৷

বাইক থেকে ছিটকে যায় দুই বছরের শিশুটি। তখন পিছনদিক থেকে আসছিল একটি লরি ৷ লরির চাকায় পিষ্ট হয়ে যায় ওই দু'বছরের শিশুটি। ততক্ষণাৎ মৃত্যু হয় শিশুটির। স্থানীয়রা তড়িঘড়ি শিশুটির মা ও বাবাকে গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে ৷ ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।

আরও পড়ুন: পাণ্ডবেশ্বরে ভেঙে পড়ল কোল প্লান্টের লোহার কাঠামো, প্রাণে বাঁচলেন শতাধিক কর্মী

পুলিশ গাড়ি ঘেরাও করে পুলিশের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। প্রায় দু'ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ তাই আজকে রাস্তা বেহাল থাকার কারণে শিশুটির প্রাণ গেল। ঘাতক লরিটি পলাতক। ওইদিন রাতে শিশুর দেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ ৷

এগরা, 12 অক্টোবর: লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিশুর (A Child Died in Road Accident) । ঘটনাকে কেন্দ্র করে রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে চলে বিক্ষোভ (Agitation on Road Accident)। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি ৷ পুলিশকেও ঘেরাও করে চলে বিক্ষোভ। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খড়াই বাজারের মনসাতলার কাছে।

মঙ্গলবার রাতে রাজ্য সড়কের উপর লরির ধাক্কায় পিষ্ট হয়ে দু'বছরের শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বাইক আরোহী তাঁর স্ত্রী ও ছোট শিশুকে নিয়ে বেরিয়েছিলেন। তিনি যখন মনসাতলা রাস্তার কাছে পৌঁছয় তখন গাড্ডা থাকার কারণে মোটরসাইকেলটি উলটে যায় (Road Accident in Egra Purba Medinipur) । তাতেই ঘটে বিপত্তি ৷

বাইক থেকে ছিটকে যায় দুই বছরের শিশুটি। তখন পিছনদিক থেকে আসছিল একটি লরি ৷ লরির চাকায় পিষ্ট হয়ে যায় ওই দু'বছরের শিশুটি। ততক্ষণাৎ মৃত্যু হয় শিশুটির। স্থানীয়রা তড়িঘড়ি শিশুটির মা ও বাবাকে গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে ৷ ঘটনাস্থলে পটাশপুর থানার পুলিশ এলে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।

আরও পড়ুন: পাণ্ডবেশ্বরে ভেঙে পড়ল কোল প্লান্টের লোহার কাঠামো, প্রাণে বাঁচলেন শতাধিক কর্মী

পুলিশ গাড়ি ঘেরাও করে পুলিশের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। প্রায় দু'ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ তাই আজকে রাস্তা বেহাল থাকার কারণে শিশুটির প্রাণ গেল। ঘাতক লরিটি পলাতক। ওইদিন রাতে শিশুর দেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ ৷

Last Updated : Oct 12, 2022, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.