ETV Bharat / state

খড়গপুরে অবরোধকরীদের ওপর পুলিশের লাঠিচার্জ এর অভিযোগ - Kharagpur

বেআইনি দোকান বসাতে বেশ কিছু তৃণমূল নেতারাই মদত দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ।স্থানীয় বাসিন্দারা বলেন, " দীর্ঘদিন এখানে ফুটপাতে হকাররা দোকান বসিয়ে রাস্তা বন্ধ করেছিল ।

Kharagpur
Kharagpur
author img

By

Published : Oct 11, 2020, 7:49 PM IST

খড়গপুর 11 অক্টোবর : স্থানীয় বাসিন্দাদের অবরোধে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ । পূর্ব মেদিনীপুরের খড়গপুরের ঘটনা । ঘটনায় 7 জন অবরোধকারী আটক ।

খড়গপুর শহরের ইন্দা ওটি রোডে রাস্তা সম্প্রসারণের সময় একাধিক বেআইনি দোকানপাট উচ্ছেদ করে দিয়েছিল প্রশাসন । কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই ফাঁকা রাস্তাগুলির পাশে বেআইনি দোকানপাট বসাতে চায় দোকানিরা । এরপরেই স্থানীয়দের বাঁধার মুখে পড়েন তাঁরা । স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের বাড়ির সামনে বেআইনি ভাবে দোকান বসায় ব্যবসায়ীরা । এই অভিযোগে চরম বচসা হয় দু পক্ষের মধ্যে । পরে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপরেই বসে পড়ে । শুরু হয় পথ অবরোধ । পথ অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয় । খবর দেওয়া হয় পুলিশে । পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় অবরোধকারীদের । অভিযোগ, পুলিশ অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে । ঘটনায় সাত জন স্থানীয়কে আটক করেছে খড়গপুর টাউন থানার পুলিশ ।

অপরদিকে, বেআইনি দোকান বসাতে বেশ কিছু তৃণমূল নেতারাই মদত দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ।স্থানীয় বাসিন্দারা বলেন, " দীর্ঘদিন এখানে ফুটপাতে হকাররা দোকান বসিয়ে রাস্তা বন্ধ করেছিল । এই অবস্থায় রাস্তা সম্প্রসারণ এর জন্য তাঁদের সরিয়ে দেওয়া হয় । কাজ শেষ হলেই পুনরায় এই হকাররা আবার জায়গা ঘিরে বসতে শুরু করে । সম্প্রতি আমরা এই জবর দখলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম । কিন্তু মুখ্যমন্ত্রী আসার জন্য তাঁরা ব্যপারটাকে গুরুত্ব দেয় না । আজকে সকাল থেকে গোটা এলাকায় এই হকাররা দোকান বসায় । এরই প্রতিবাদ জানাতে গেলে পুলিশ আমাদের মারধর করে । "

খড়গপুর 11 অক্টোবর : স্থানীয় বাসিন্দাদের অবরোধে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ । পূর্ব মেদিনীপুরের খড়গপুরের ঘটনা । ঘটনায় 7 জন অবরোধকারী আটক ।

খড়গপুর শহরের ইন্দা ওটি রোডে রাস্তা সম্প্রসারণের সময় একাধিক বেআইনি দোকানপাট উচ্ছেদ করে দিয়েছিল প্রশাসন । কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই ফাঁকা রাস্তাগুলির পাশে বেআইনি দোকানপাট বসাতে চায় দোকানিরা । এরপরেই স্থানীয়দের বাঁধার মুখে পড়েন তাঁরা । স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের বাড়ির সামনে বেআইনি ভাবে দোকান বসায় ব্যবসায়ীরা । এই অভিযোগে চরম বচসা হয় দু পক্ষের মধ্যে । পরে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপরেই বসে পড়ে । শুরু হয় পথ অবরোধ । পথ অবরোধের জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয় । খবর দেওয়া হয় পুলিশে । পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় অবরোধকারীদের । অভিযোগ, পুলিশ অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে । ঘটনায় সাত জন স্থানীয়কে আটক করেছে খড়গপুর টাউন থানার পুলিশ ।

অপরদিকে, বেআইনি দোকান বসাতে বেশ কিছু তৃণমূল নেতারাই মদত দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা ।স্থানীয় বাসিন্দারা বলেন, " দীর্ঘদিন এখানে ফুটপাতে হকাররা দোকান বসিয়ে রাস্তা বন্ধ করেছিল । এই অবস্থায় রাস্তা সম্প্রসারণ এর জন্য তাঁদের সরিয়ে দেওয়া হয় । কাজ শেষ হলেই পুনরায় এই হকাররা আবার জায়গা ঘিরে বসতে শুরু করে । সম্প্রতি আমরা এই জবর দখলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলাম । কিন্তু মুখ্যমন্ত্রী আসার জন্য তাঁরা ব্যপারটাকে গুরুত্ব দেয় না । আজকে সকাল থেকে গোটা এলাকায় এই হকাররা দোকান বসায় । এরই প্রতিবাদ জানাতে গেলে পুলিশ আমাদের মারধর করে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.