ETV Bharat / state

জেতার ক্ষেত্রে 100 শতাংশ আশাবাদী, বললেন দিব্যেন্দু অধিকারী - dibendu

"ভোট অবাধ শান্তিপূর্ণভাবেই হচ্ছে ।" আজ কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে পরিবারের সঙ্গে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ।

দিব্যেন্দু অধিকারী
author img

By

Published : May 12, 2019, 2:30 PM IST

Updated : May 12, 2019, 2:48 PM IST

কাঁথি, 12 মে : ভোট দিলেন কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । আজ সকালে তিনি কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে পরিবারের সঙ্গে ভোট দিতে আসেন ।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু বলেন, "ভোট অবাধ শান্তিপূর্ণভাবেই হচ্ছে । কিছু কিছু জায়গায় EVM খারাপের খবর এসেছে । সেই সব EVM নির্বাচন আধিকারীকরা তৎপরতার সাথে সারিয়ে দিয়েছেন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন করলে দিব্যেন্দু বলেন, "কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত কোনো বাড়াবাড়ি করছে না ।" ফুলবাড়ি থেকে আজ যে দেহ পাওয়া গেছে তা নিয়ে তিনি মন্তব্য করতে চাননি ।

জেতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "জেতার ক্ষেত্রে আমি 100 শতাংশ আশাবাদী । ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আছি । তৃণমূল কখনই ছাপ্পা দেয় না ।"

কাঁথি, 12 মে : ভোট দিলেন কাঁথির তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী । আজ সকালে তিনি কাঁথির প্রভাত কুমার কলেজের বুথে পরিবারের সঙ্গে ভোট দিতে আসেন ।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু বলেন, "ভোট অবাধ শান্তিপূর্ণভাবেই হচ্ছে । কিছু কিছু জায়গায় EVM খারাপের খবর এসেছে । সেই সব EVM নির্বাচন আধিকারীকরা তৎপরতার সাথে সারিয়ে দিয়েছেন ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রশ্ন করলে দিব্যেন্দু বলেন, "কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত কোনো বাড়াবাড়ি করছে না ।" ফুলবাড়ি থেকে আজ যে দেহ পাওয়া গেছে তা নিয়ে তিনি মন্তব্য করতে চাননি ।

জেতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "জেতার ক্ষেত্রে আমি 100 শতাংশ আশাবাদী । ব্যবধান বাড়ানোর লক্ষ্যে আছি । তৃণমূল কখনই ছাপ্পা দেয় না ।"

sample description
Last Updated : May 12, 2019, 2:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.