ETV Bharat / state

যশের মোকাবিলায় পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তৎপরতা - বিপর্যয় মোকাবিলা

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকে মিটিং হলে একটি বৈঠক হয় । উপস্থিত ছিলেন সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রধান পুলিশ আধিকারিক সহ জনপ্রতিনিধি থেকে বিভিন্ন দফতরের আধিকারিকরা ।

যশের বিপর্যয় মোকাবিলায় জেলা জুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা
যশের বিপর্যয় মোকাবিলায় জেলা জুড়ে চলছে প্রশাসনিক তৎপরতা
author img

By

Published : May 21, 2021, 5:40 PM IST

মেদিনীপুর, 21মে : ঘূর্ণিঝড় আমফানের ধংসলীলার স্মৃতি এখনও মানুষের মনে তাজা ৷ আর এর এক বছর ঘুরতে না ঘুরতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ আমফানের ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা থেকেই যশের কারণে হওয়া সম্ভাব্য ক্ষতির বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেছে জেলাগুলি ৷ আজ পূর্ব মেদিনীপুরে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি যশের বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি বৈঠক করেন ৷

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকে মিটিং হলে একটি বৈঠক হয় । উপস্থিত ছিলেন সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রধান পুলিশ আধিকারিকসহ জনপ্রতিনিধি থেকে বিভিন্ন দফতরের আধিকারিকেরা । জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা কাঁথি 1 নম্বর ব্লক, কাঁথি 2 নম্বর ব্লক, খেজুরি 1 নম্বর ব্লক, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক সহ বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে কন্ট্রোলরুম খোলার ব্যবস্থা করা হয়েছে । তার পাশাপাশি হলদিয়া উপকূল রক্ষী বাহিনীর মূল কার্যালয় ও কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ সেখান থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে ওয়ারলেসের মাধ্যমে সতর্কবার্তা জানানো হয়েছে । তাঁরা যেন 22 তারিখের মধ্যে ফিরে আসেন তাও অনুরোধ করা হয়েছে ।

রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি যশের বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি বৈঠক করেন

এইদিন সকাল থেকে সমুদ্র সৈকত দীঘাসহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং । তাতে আগামী 22 তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে । এখন সমুদ্রে মাছ ধরা নিষেধ রয়েছে । তা সত্ত্বেও যাঁরা ছোট ছোট নৌকা ,ভুটভুটি নিয়ে মাছ ধরতে গিয়েছেন তাঁদের ফিরে আসতে বলা হয়েছে । সেই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যাঁদের কাঁচা বাড়ি আছে তাঁদের রেসকিউ সেন্টারে থাকার ব্যবস্থা করা হচ্ছে । এই মুহূর্তে সমুদ্র সৈকত দীঘা, মান্দারমনি, তাজপুর, চাঁদপুর, শংকরপুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র প্রায় শূন্য হলেও সমুদ্রের ধারে যাতে কেউ না যান তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হবে ।

আরও পড়ুন : পটাশপুরে পরপর তিনটি দোকানে চুরি

মেদিনীপুর, 21মে : ঘূর্ণিঝড় আমফানের ধংসলীলার স্মৃতি এখনও মানুষের মনে তাজা ৷ আর এর এক বছর ঘুরতে না ঘুরতেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ ৷ আমফানের ক্ষয়ক্ষতির অভিজ্ঞতা থেকেই যশের কারণে হওয়া সম্ভাব্য ক্ষতির বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেছে জেলাগুলি ৷ আজ পূর্ব মেদিনীপুরে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি যশের বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি বৈঠক করেন ৷

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকে মিটিং হলে একটি বৈঠক হয় । উপস্থিত ছিলেন সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রধান পুলিশ আধিকারিকসহ জনপ্রতিনিধি থেকে বিভিন্ন দফতরের আধিকারিকেরা । জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকা কাঁথি 1 নম্বর ব্লক, কাঁথি 2 নম্বর ব্লক, খেজুরি 1 নম্বর ব্লক, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক সহ বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে কন্ট্রোলরুম খোলার ব্যবস্থা করা হয়েছে । তার পাশাপাশি হলদিয়া উপকূল রক্ষী বাহিনীর মূল কার্যালয় ও কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ সেখান থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে ওয়ারলেসের মাধ্যমে সতর্কবার্তা জানানো হয়েছে । তাঁরা যেন 22 তারিখের মধ্যে ফিরে আসেন তাও অনুরোধ করা হয়েছে ।

রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি যশের বিপর্যয় মোকাবিলা নিয়ে একটি বৈঠক করেন

এইদিন সকাল থেকে সমুদ্র সৈকত দীঘাসহ সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং । তাতে আগামী 22 তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে । এখন সমুদ্রে মাছ ধরা নিষেধ রয়েছে । তা সত্ত্বেও যাঁরা ছোট ছোট নৌকা ,ভুটভুটি নিয়ে মাছ ধরতে গিয়েছেন তাঁদের ফিরে আসতে বলা হয়েছে । সেই সঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যাঁদের কাঁচা বাড়ি আছে তাঁদের রেসকিউ সেন্টারে থাকার ব্যবস্থা করা হচ্ছে । এই মুহূর্তে সমুদ্র সৈকত দীঘা, মান্দারমনি, তাজপুর, চাঁদপুর, শংকরপুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র প্রায় শূন্য হলেও সমুদ্রের ধারে যাতে কেউ না যান তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হবে ।

আরও পড়ুন : পটাশপুরে পরপর তিনটি দোকানে চুরি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.