ETV Bharat / state

পুলিশ ভ্যানে ধাক্কা পিকআপ ভ্যানের, আহত 3 পুলিশকর্মী - পুলিশের গাড়ি

টহলরত পুলিশের গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের । ঘটনায় আহত তিন পুলিশকর্মীসহ চার জন ৷

পুলিশের গাড়ি
author img

By

Published : Aug 12, 2019, 10:27 PM IST

Updated : Aug 12, 2019, 10:44 PM IST

কোলাঘাট , 12 অগাস্ট : পুলিশের গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের । আহত তিন পুলিশকর্মীসহ চার জন । ঘটনাটি কোলাঘাট থানার মেচেদার শান্তিপুরের । আটক করা হয়েছে পিকআপ ভ্যানের চালককে ।

আরও পড়ুন : উত্তরাখণ্ডে খাদে পড়ল স্কুলভ্যান, মৃত 9 পড়ুয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ দুপুর 1টা নাগাদ 41 নম্বর জাতীয় সড়কে টহল দিচ্ছিল কোলাঘাট থানার পুলিশের গাড়িটি ৷ সেই সময় হলদিয়ার দিক থেকে আসা পিকআপ ভ্যানটি ধাক্কা মারে পুলিশের গাড়িটিকে ৷ ঘটনায় আহত হন কোলাঘাট থানার ASI পীযূষ মাইতি, কনস্টেবল সুশান্ত মাইতি, NVF প্রসেনজিৎ প্রামাণিক ও গাড়িচালক ৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ প্রাথমিক চিকিৎসার পর গাড়ির চালক ও NVF প্রসেনজিৎ প্রামাণিককে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর জখম ASI পীযূষ মাইতি ও কনস্টেবল সুশান্ত মাইতিকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

দেখুন ভিডিয়ো

ASI পীযূষ মাইতি বলেন, "হলদিয়ার দিক থেকে আসা পিকআপ ভ্যানটি বেপরোয়া গতিতে আসছিল । আমাদের গাড়ি দেখে ব্রেক কষলেও বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আমাদের গাড়িতে ধাক্কা মারে ৷" অন্যদিকে পিকআপ ভ্যানসহ ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরি ।

কোলাঘাট , 12 অগাস্ট : পুলিশের গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের । আহত তিন পুলিশকর্মীসহ চার জন । ঘটনাটি কোলাঘাট থানার মেচেদার শান্তিপুরের । আটক করা হয়েছে পিকআপ ভ্যানের চালককে ।

আরও পড়ুন : উত্তরাখণ্ডে খাদে পড়ল স্কুলভ্যান, মৃত 9 পড়ুয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আজ দুপুর 1টা নাগাদ 41 নম্বর জাতীয় সড়কে টহল দিচ্ছিল কোলাঘাট থানার পুলিশের গাড়িটি ৷ সেই সময় হলদিয়ার দিক থেকে আসা পিকআপ ভ্যানটি ধাক্কা মারে পুলিশের গাড়িটিকে ৷ ঘটনায় আহত হন কোলাঘাট থানার ASI পীযূষ মাইতি, কনস্টেবল সুশান্ত মাইতি, NVF প্রসেনজিৎ প্রামাণিক ও গাড়িচালক ৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ প্রাথমিক চিকিৎসার পর গাড়ির চালক ও NVF প্রসেনজিৎ প্রামাণিককে ছেড়ে দেওয়া হলেও, গুরুতর জখম ASI পীযূষ মাইতি ও কনস্টেবল সুশান্ত মাইতিকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

দেখুন ভিডিয়ো

ASI পীযূষ মাইতি বলেন, "হলদিয়ার দিক থেকে আসা পিকআপ ভ্যানটি বেপরোয়া গতিতে আসছিল । আমাদের গাড়ি দেখে ব্রেক কষলেও বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আমাদের গাড়িতে ধাক্কা মারে ৷" অন্যদিকে পিকআপ ভ্যানসহ ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরি ।

Intro:কোলাঘাট, ১২ আগস্ট: পুলিশের মোবাইল ভ্যানের সঙ্গে পিকআপ-ভ্যানের ধাক্কায় জখম হলেন ৩ পুলিশকর্মী সহ ৪ জন।আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে।সোমবার দুপুর ১ টা নাগাদ ৪১ নম্বর জাতীয় সড়কে কোলাঘাট থানার মেচেদার শান্তিপুরের কাছে ঘটে দুর্ঘটনাটি।Body:পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ,জাতীয় সড়কে টহল দিচ্ছিল পুলিশের মোবাইল ভ্যানটি।সেই সময় জাতীয় সড়ক পার হতে গিয়ে হলদিয়ার দিক থেকে আসা পিকআপ-ভ্যানটি সজোরে ধাক্কা মারে পুলিশের মোবাইল ভ্যানে।দুর্ঘটনায় আহত হয়েছেন কোলাঘাট থানার এ এস আই পীযূষ মাইতি, কনস্টেবল সুশান্ত মাইতি, এনভিএফ প্রসেনজিৎ প্রামাণিক এবং মোবাইল ভ্যানের চালক।দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধার করে স্থানীয় নার্সিং হোমে ভর্তি করান আহত পুলিশকর্মীদের।সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর জখম হওয়া এএসআই পীযূষ মাইতি ও কনস্টেবল সুশান্ত মাইতিকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।Conclusion:কোলাঘাট থানার কর্তব্যরত এসআই পীযূষ মাইতি বলেন, হলদিয়ার দিক থেকে আসা পিকআপভ্যানটি বেপরোয়া গতিতে আসছিল।আমাদের গাড়ি দেখে ওই পিকআপ ভ্যানটি ব্রেক কষে। কিন্তু বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আমাদের গাড়িতে ধাক্কা মারে।" দুর্ঘটনাগ্রস্ত পিকআপ-ভ্যান ও তার চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোলাঘাট থানার ওসি কাশীনাথ চৌধুরী।
Last Updated : Aug 12, 2019, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.