ETV Bharat / state

Abhishek in Suvendu Den: শান্তিকুঞ্জের পাশেই অভিষেকের সভা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী - কাঁথিতে অভিষেকের সভা

কাঁথিতে (Abhishek in Suvendu Den) শনিবার অধিকারীদের শান্তিকুঞ্জের পাশেই সভা (Suvendu Adhikari House) হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)৷ সভা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ৷ থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ৷

abhishek-banerjee-to-hold-public-meeting-100-meters-away-from-suvendu-adhikari-house-at-contai
শান্তিকুঞ্জের পাশেই অভিষেকের সভা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী
author img

By

Published : Dec 2, 2022, 4:48 PM IST

Updated : Dec 2, 2022, 8:10 PM IST

কাঁথি, 2 ডিসেম্বর: অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জ (Suvendu Adhikari House)৷ তার থেকে 100 মিটার দূরে আগামিকাল, 3 ডিসেম্বর শনিবার সভা করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের আগে যুব নেতা-কর্মীদের উদ্দেশে ঠিক কী বার্তা দেন তিনি, সেই অপেক্ষায় প্রহর গুনছেন কর্মীরা (Abhishek in Suvendu Den)।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে কাঁথি 3 নম্বর ব্লকের দইসাই মাঠে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপর কাঁথি শহরে মিছিলও করেছিলেন তিনি । কিন্তু এই প্রথম বিরোধী দলনেতার বাড়ির প্রায় 100 মিটার দূরে দলীয় সভায় যোগ দিতে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড । রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির কাছেই অভিষেকের সভার আয়োজন হওয়ায় চাঙ্গা কর্মীরা ৷ তৈরি হয়েছে উন্মাদনা । এই মঞ্চ থেকে কর্মীদের প্রতি অভিষেকের বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন দলীয় নেতা-কর্মীরা ।

এ দিকে, মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে । প্রস্তুতি পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার কে অমরনাথ-সহ অন্যান্য আধিকারিকরা ৷ যান রাজ্যের মন্ত্রী অখিল গিরি-সহ অন্যান্য নেতারাও ।

আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ ! শনিতে একে-অপরের গড়ে অভিষেক-শুভেন্দু

ইতিমধ্যে অভিষেকের কাঁথির সভায় নিরপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা সভাস্থল পরিদর্শন করেছেন । সভাস্থলে অভিষেকের গাড়ি কোন পথে আসবে, কোন পথে সভামঞ্চের কাছে প্রবেশ করবে তা খতিয়ে দেখেন তাঁরা । শুধু তাই নয়, মঞ্চে কোন নেতৃত্ব থাকবেন, তার তালিকাও ইতিমধ্যে তৈরি করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা । এ ছাড়া পুলিশের পক্ষ থেকে প্রতি মুহূর্তে মাঠ পরিদর্শনের কাজ চলছে । সেই সঙ্গে কর্মীরা কোন পথ দিয়ে আসবেন সভাস্থলে বা কর্মীদের ছোট-বড় গাড়ি কোথায় পার্কিং হবে, ভিআইপিদের গাড়িই বা কোথায় পার্কিং করার ব্যবস্থা করা হবে তার খোঁজখবর নেন আধিকারিকরা ।

শান্তিকুঞ্জের পাশেই অভিষেকের সভা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সভামঞ্চে প্রবেশের ক্ষেত্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী থাকছে । প্রথম স্তরে থাকবে রাজ্য পুলিশ । তারপরেই থাকবে ডিআইবি । শেষে থাকছেন বিশেষ নিরাপত্তা রক্ষীরা । তাছাড়া সাদা পোশাকের পুলিশও থাকছে বলে জানা গিয়েছে । এ দিনের সভায় এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ।

কাঁথি, 2 ডিসেম্বর: অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জ (Suvendu Adhikari House)৷ তার থেকে 100 মিটার দূরে আগামিকাল, 3 ডিসেম্বর শনিবার সভা করতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের আগে যুব নেতা-কর্মীদের উদ্দেশে ঠিক কী বার্তা দেন তিনি, সেই অপেক্ষায় প্রহর গুনছেন কর্মীরা (Abhishek in Suvendu Den)।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে কাঁথি 3 নম্বর ব্লকের দইসাই মাঠে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপর কাঁথি শহরে মিছিলও করেছিলেন তিনি । কিন্তু এই প্রথম বিরোধী দলনেতার বাড়ির প্রায় 100 মিটার দূরে দলীয় সভায় যোগ দিতে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড । রাজ্যের বিরোধী দলনেতার বাড়ির কাছেই অভিষেকের সভার আয়োজন হওয়ায় চাঙ্গা কর্মীরা ৷ তৈরি হয়েছে উন্মাদনা । এই মঞ্চ থেকে কর্মীদের প্রতি অভিষেকের বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন দলীয় নেতা-কর্মীরা ।

এ দিকে, মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে । প্রস্তুতি পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার কে অমরনাথ-সহ অন্যান্য আধিকারিকরা ৷ যান রাজ্যের মন্ত্রী অখিল গিরি-সহ অন্যান্য নেতারাও ।

আরও পড়ুন: ডিসেম্বরের শুরুতেই ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ ! শনিতে একে-অপরের গড়ে অভিষেক-শুভেন্দু

ইতিমধ্যে অভিষেকের কাঁথির সভায় নিরপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা সভাস্থল পরিদর্শন করেছেন । সভাস্থলে অভিষেকের গাড়ি কোন পথে আসবে, কোন পথে সভামঞ্চের কাছে প্রবেশ করবে তা খতিয়ে দেখেন তাঁরা । শুধু তাই নয়, মঞ্চে কোন নেতৃত্ব থাকবেন, তার তালিকাও ইতিমধ্যে তৈরি করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকেরা । এ ছাড়া পুলিশের পক্ষ থেকে প্রতি মুহূর্তে মাঠ পরিদর্শনের কাজ চলছে । সেই সঙ্গে কর্মীরা কোন পথ দিয়ে আসবেন সভাস্থলে বা কর্মীদের ছোট-বড় গাড়ি কোথায় পার্কিং হবে, ভিআইপিদের গাড়িই বা কোথায় পার্কিং করার ব্যবস্থা করা হবে তার খোঁজখবর নেন আধিকারিকরা ।

শান্তিকুঞ্জের পাশেই অভিষেকের সভা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সভামঞ্চে প্রবেশের ক্ষেত্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী থাকছে । প্রথম স্তরে থাকবে রাজ্য পুলিশ । তারপরেই থাকবে ডিআইবি । শেষে থাকছেন বিশেষ নিরাপত্তা রক্ষীরা । তাছাড়া সাদা পোশাকের পুলিশও থাকছে বলে জানা গিয়েছে । এ দিনের সভায় এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ।

Last Updated : Dec 2, 2022, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.