ETV Bharat / state

Controversial Comment of Abhishek Banerjee : 'বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা যোগসাজশ করে তল্পিবাহক হিসেবে কাজ করছেন', বিস্ফোরক অভিষেক

বিচারব্যবস্থাকে আক্রমণের পাশাপাশি শনিবার হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের মঞ্চ থেকে শ্রমিক নেতাদেরও হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Haldia) ৷

Controversial Comment of Abhishek
বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 28, 2022, 10:29 PM IST

Updated : May 28, 2022, 10:38 PM IST

হলদিয়া, 28 মে : হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সমাবেশের মঞ্চ থেকে নজিরবিহীনভাবে বিচারব্যবস্থাকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises judiciary) ৷ শনিবার তিনি বলেন, "আমার বলতেও লজ্জা লাগে যে, বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা সম্পূর্ণ যোগসাজশ কাজ করছেন তল্পিবাহক হিসেবে ৷ কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে ৷ খুনের মামলায় তদন্ত বন্ধ করে দিচ্ছে ৷"

গত কয়েকমাসে রাজ্যের বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই তালিকায় যেমন ভোট পরবর্তী হিংসার ঘটনা রয়েছে, তেমনই রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, তপন কান্দু খুনের ঘটনার তদন্ত, হাঁসখালি ধর্ষণের ঘটনার তদন্ত, বগটুই কাণ্ডের তদন্ত ৷ নাম না করে এদিন অভিষেক এই মামলাগুলি নিয়ে হাইকোর্টের নির্দেশের সমালোচনা করলেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷

বিচারব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল ও পদলেহন, হলদিয়ায় শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

পাশাপাশি এদিন দলীয় মঞ্চ থেকে দলের শ্রমিক সংগঠনের নেতাদেরও সতর্ক করে দিয়েছেন অভিষেক ৷ তিনি বলেন, "ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে তৃণমূল চলবে না ৷ হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন ৷ আমরা যারা তৃণমূল করি তারা এই দাদা ওই দিদির অনুগামী নই ৷ আমাদের একটাই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শ্রমিক সংগঠনের নেতাদের বলব, তাঁদের একটাই পরিচয়, তাঁরা খেটে খাওয়া মানুষের প্রতিনিধি ৷ শ্রমিকদের দাবি নিয়ে রাস্তায় নামুন ৷ "

হলদিয়া, 28 মে : হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সমাবেশের মঞ্চ থেকে নজিরবিহীনভাবে বিচারব্যবস্থাকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee criticises judiciary) ৷ শনিবার তিনি বলেন, "আমার বলতেও লজ্জা লাগে যে, বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা সম্পূর্ণ যোগসাজশ কাজ করছেন তল্পিবাহক হিসেবে ৷ কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে ৷ খুনের মামলায় তদন্ত বন্ধ করে দিচ্ছে ৷"

গত কয়েকমাসে রাজ্যের বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই তালিকায় যেমন ভোট পরবর্তী হিংসার ঘটনা রয়েছে, তেমনই রয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, তপন কান্দু খুনের ঘটনার তদন্ত, হাঁসখালি ধর্ষণের ঘটনার তদন্ত, বগটুই কাণ্ডের তদন্ত ৷ নাম না করে এদিন অভিষেক এই মামলাগুলি নিয়ে হাইকোর্টের নির্দেশের সমালোচনা করলেন কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷

বিচারব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ইডি-সিবিআই থেকে বাঁচাতে দলবদল ও পদলেহন, হলদিয়ায় শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

পাশাপাশি এদিন দলীয় মঞ্চ থেকে দলের শ্রমিক সংগঠনের নেতাদেরও সতর্ক করে দিয়েছেন অভিষেক ৷ তিনি বলেন, "ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে তৃণমূল চলবে না ৷ হয় ঠিকাদারি করুন, নয় তৃণমূল করুন ৷ আমরা যারা তৃণমূল করি তারা এই দাদা ওই দিদির অনুগামী নই ৷ আমাদের একটাই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শ্রমিক সংগঠনের নেতাদের বলব, তাঁদের একটাই পরিচয়, তাঁরা খেটে খাওয়া মানুষের প্রতিনিধি ৷ শ্রমিকদের দাবি নিয়ে রাস্তায় নামুন ৷ "

Last Updated : May 28, 2022, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.