ETV Bharat / state

হলদিয়ায় উদ্ধার যুবকের ক্ষত-বিক্ষত বস্তাবন্দী মৃতদেহ - মৃতের নাম সুজয় সাঁতরা

পেশায় তেলেভাজার দোকানদার মনোজের সাথে সুজয়ের দীর্ঘদিন ধরে বন্ধুত্বের সম্পর্ক ৷ একইসাথে গভীর রাত পর্যন্ত মনোজের তালপুকুরের দোকানে আড্ডা দিত তাঁরা । গতকাল রাত 9টার পর থেকে সুজয়ের আর খোঁজ পাওয়া যায়নি । পুলিশ মনোজের দোকানের দুই কর্মচারীকে আটক করে । তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে কোদাল দিয়ে কুপিয়ে সুজয়কে খুন করেছে মনোজ । পরে রাত্রি সাড়ে আটটা নাগাদ মনোজের ভাড়া বাড়ি থেকে বস্তাবন্দি ক্ষত-বিক্ষত সুজযের মৃতদেহ উদ্ধার করে দুর্গাচক থানার পুলিশ ।

image
যুবকের ক্ষতবিক্ষত বস্তাবন্দী মৃতদেহ
author img

By

Published : Mar 15, 2020, 3:03 AM IST

হলদিয়া, 15 মার্চ : মা ও মেয়ের জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উদ্ধার বস্তাবন্দি যুবকের ক্ষত-বিক্ষত দেহ ৷ এবার ঘটনাস্থান হলদিয়া । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুজয় সাঁতরা (30) । বাড়ি দুর্গাচক থানার উত্তর পল্লি এলাকায় । পরিবারের অভিযোগ, সুজয়ের বন্ধু মনোজ দাস তাঁকে খুন করেছে । তবে কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাচক থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় তেলেভাজার দোকানদার মনোজের সাথে সুজয়ের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ৷ একইসাথে গভীর রাত পর্যন্ত মনোজের তালপুকুরের দোকানে আড্ডা দিত তারা । গতকাল রাত 9টার পর থেকে সুজয়ের আর খোঁজ পাওয়া যায়নি । রাতে সুজয় বাড়ি না ফেরায় তার মা বারবার ফোন করেন তাকে । রাত 12টা পর্যন্ত রিং হলেও তারপর ফোন বন্ধ হয়ে যায় ।

দিনের আলো ফুটতেই সুজয়ের পরিবারের লোক, আত্মীয় ও সমস্ত বন্ধু-বান্ধবদের বাড়িতে খোঁজখবর করা শুরু করে । বিকেল নাগাদ সুজয়ের খোঁজে মনোজের বাড়িতে যায় পরিবারের লোকজন । সে সময় সুজয়ের খোঁজ করলে অভিযুক্ত মনোজ জানিয়ে দেয় বন্ধু কোথায় সে জানে না । এর ঘন্টাখানেক পর এলাকা ছেড়ে চম্পট দেয় মনোজ ।

এদিকে ঘটনার পর মনোজের দোকান বন্ধ রয়েছে খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ভিড় জমাতে শুরু করে মনোজের তেলেভাজার দোকানের সামনে । পরে পুলিশে খবর দেওয়া হলে দুর্গাচক থানার পুলিশ মনোজের দোকানের দুই কর্মচারীকে আটক করে । তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে কোদাল দিয়ে কুপিয়ে সুজয়কে খুন করেছে মনোজ । পরে রাত্রি সাড়ে আটটা নাগাদ মনোজের ভাড়া বাড়ি থেকে বস্তাবন্দি ক্ষত-বিক্ষত সুজযের মৃতদেহ উদ্ধার করে দুর্গাচক থানার পুলিশ । পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগেই কোনও একটি বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা হয়েছিল । সেই কারণে এই খুন কিনা তা খতিয়ে দেখছে দুর্গাচক থানার পুলিশ ।

খুনের ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি দাবি করেন সুজয়ের পরিবার ৷ সুজয়ের মামা স্বপন আচার বলেন, "গতকাল ন'টার পর থেকে নিখোঁজ ছিল ভাগ্না । রাতে ফোনে রিং হলেও কেউ তা ধরেনি । রাত দু'টোর পর থেকে ফোন বন্ধ হয়ে যায় । সারাদিন খোঁজের পর সন্ধ্যে নাগাদ ওর বন্ধুর ভাড়া করা গুদাম ঘর থেকে ভাগ্নার মৃতদেহ উদ্ধার হয় । কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে । আমরা চাই, যারা এভাবে খুন করল তাদের যেন চরম শাস্তি হয় ।"

দুর্গাচক থানার OC বিপ্লব হালদার বলেন, "পরিবারের তরফে মনোজ ও বেশ কয়েকজনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত একটি কোদাল । মৃতদেহ ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।"

হলদিয়া, 15 মার্চ : মা ও মেয়ের জ্বলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উদ্ধার বস্তাবন্দি যুবকের ক্ষত-বিক্ষত দেহ ৷ এবার ঘটনাস্থান হলদিয়া । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুজয় সাঁতরা (30) । বাড়ি দুর্গাচক থানার উত্তর পল্লি এলাকায় । পরিবারের অভিযোগ, সুজয়ের বন্ধু মনোজ দাস তাঁকে খুন করেছে । তবে কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাচক থানার পুলিশ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় তেলেভাজার দোকানদার মনোজের সাথে সুজয়ের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ৷ একইসাথে গভীর রাত পর্যন্ত মনোজের তালপুকুরের দোকানে আড্ডা দিত তারা । গতকাল রাত 9টার পর থেকে সুজয়ের আর খোঁজ পাওয়া যায়নি । রাতে সুজয় বাড়ি না ফেরায় তার মা বারবার ফোন করেন তাকে । রাত 12টা পর্যন্ত রিং হলেও তারপর ফোন বন্ধ হয়ে যায় ।

দিনের আলো ফুটতেই সুজয়ের পরিবারের লোক, আত্মীয় ও সমস্ত বন্ধু-বান্ধবদের বাড়িতে খোঁজখবর করা শুরু করে । বিকেল নাগাদ সুজয়ের খোঁজে মনোজের বাড়িতে যায় পরিবারের লোকজন । সে সময় সুজয়ের খোঁজ করলে অভিযুক্ত মনোজ জানিয়ে দেয় বন্ধু কোথায় সে জানে না । এর ঘন্টাখানেক পর এলাকা ছেড়ে চম্পট দেয় মনোজ ।

এদিকে ঘটনার পর মনোজের দোকান বন্ধ রয়েছে খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ভিড় জমাতে শুরু করে মনোজের তেলেভাজার দোকানের সামনে । পরে পুলিশে খবর দেওয়া হলে দুর্গাচক থানার পুলিশ মনোজের দোকানের দুই কর্মচারীকে আটক করে । তাদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে কোদাল দিয়ে কুপিয়ে সুজয়কে খুন করেছে মনোজ । পরে রাত্রি সাড়ে আটটা নাগাদ মনোজের ভাড়া বাড়ি থেকে বস্তাবন্দি ক্ষত-বিক্ষত সুজযের মৃতদেহ উদ্ধার করে দুর্গাচক থানার পুলিশ । পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগেই কোনও একটি বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা হয়েছিল । সেই কারণে এই খুন কিনা তা খতিয়ে দেখছে দুর্গাচক থানার পুলিশ ।

খুনের ঘটনায় জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি দাবি করেন সুজয়ের পরিবার ৷ সুজয়ের মামা স্বপন আচার বলেন, "গতকাল ন'টার পর থেকে নিখোঁজ ছিল ভাগ্না । রাতে ফোনে রিং হলেও কেউ তা ধরেনি । রাত দু'টোর পর থেকে ফোন বন্ধ হয়ে যায় । সারাদিন খোঁজের পর সন্ধ্যে নাগাদ ওর বন্ধুর ভাড়া করা গুদাম ঘর থেকে ভাগ্নার মৃতদেহ উদ্ধার হয় । কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে । আমরা চাই, যারা এভাবে খুন করল তাদের যেন চরম শাস্তি হয় ।"

দুর্গাচক থানার OC বিপ্লব হালদার বলেন, "পরিবারের তরফে মনোজ ও বেশ কয়েকজনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । ঘটনাস্থান থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত একটি কোদাল । মৃতদেহ ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.