ETV Bharat / state

ভূপতিনগর যুবক খুনে গ্রেপ্তার প্রেমিকাসহ ৬ - ভূপতিনগর

ভূপতিনগরে যুবক খুনে গ্রেপ্তার হল প্রেমিকা সায়নী মণ্ডল, তার বাবা মদন মণ্ডল, মা পরি, ভাই সোমশংকর, রঞ্জিতের দুই বন্ধু সমীর সিং ও অসিত দাস।

ধৃত প্রেমিকা সায়নী মণ্ডল
author img

By

Published : Feb 25, 2019, 8:25 PM IST

ভূপতিনগর, ২৫ ফেব্রুয়ারি : ভূপতিনগরে যুবক খুনে গ্রেপ্তার হল প্রেমিকা সায়নী মণ্ডল। পাশাপাশি গ্রেপ্তার করা হয় সায়নীর বাবা মদন মণ্ডল, মা পরি, ভাই সোমশংকর, রঞ্জিতের দুই বন্ধু সমীর সিং ও অসিত দাসকে। আজ তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছিল। সায়নী মণ্ডল, তার বাবা, মা, ভাই-কে ৩০২, ২০১ ও ৩৪ নম্বর ধারায় সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি রঞ্জিতের দুই বন্ধুকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) প্রেমিকার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয় ভূপতিনগরের খানজাতপুরের বাসিন্দা রঞ্জিত মণ্ডলের (২১) অগ্নিদগ্ধ দেহ। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রেমিকা সায়নী মণ্ডল, তার বাবা, মা , ভাই, দিদিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ভূপতিনগর থানার পুলিশ। ঘটনার দিন রঞ্জিতের সঙ্গে তাঁর দুই বন্ধু সমীর ও অসিত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ। এমন কী, তাদের কাছেই হাজার টাকার বিনিময়ে নিজের মোবাইল বিক্রি করে ঘটনার দিন মদ খেয়েছিলেন রঞ্জিত। তাই রঞ্জিতের খুনের সঙ্গে তাঁর দুই বন্ধুর সংযোগ থাকতে পারে বলে মনে করে পুলিশ। ছেড়ে দেওয়া হয় সায়নীর দিদিকে।

undefined

গতকাল কাঁথি মহকুমা হাসপাতালে রঞ্জিতের দেহ ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় রঞ্জিতকে। তারপর দেহটিকে পুড়িয়ে দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ ফের সায়নীর দিদি ও জামাইবাবুকে আটক করে। তারপর মুখোমুখি বসিয়ে জেরা করা হয় আটক ৮ অভিযুক্তকে। মুখোমুখি জেরার পর ছেড়ে দেওয়ায় হয় সায়নীর দিদি ও জামাইবাবুকে। গ্রেপ্তার করা হয় সায়নী, তার বাবা, মা, ভাই ও রঞ্জিতের দুই বন্ধুকে।

কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখার্জি বলেন, "ছ'জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবককে শ্বাসরোধ করে খুনের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলাম।"

ভূপতিনগর, ২৫ ফেব্রুয়ারি : ভূপতিনগরে যুবক খুনে গ্রেপ্তার হল প্রেমিকা সায়নী মণ্ডল। পাশাপাশি গ্রেপ্তার করা হয় সায়নীর বাবা মদন মণ্ডল, মা পরি, ভাই সোমশংকর, রঞ্জিতের দুই বন্ধু সমীর সিং ও অসিত দাসকে। আজ তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছিল। সায়নী মণ্ডল, তার বাবা, মা, ভাই-কে ৩০২, ২০১ ও ৩৪ নম্বর ধারায় সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি রঞ্জিতের দুই বন্ধুকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) প্রেমিকার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয় ভূপতিনগরের খানজাতপুরের বাসিন্দা রঞ্জিত মণ্ডলের (২১) অগ্নিদগ্ধ দেহ। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে শনিবার (২৩ ফেব্রুয়ারি) প্রেমিকা সায়নী মণ্ডল, তার বাবা, মা , ভাই, দিদিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ভূপতিনগর থানার পুলিশ। ঘটনার দিন রঞ্জিতের সঙ্গে তাঁর দুই বন্ধু সমীর ও অসিত ছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে পুলিশ। এমন কী, তাদের কাছেই হাজার টাকার বিনিময়ে নিজের মোবাইল বিক্রি করে ঘটনার দিন মদ খেয়েছিলেন রঞ্জিত। তাই রঞ্জিতের খুনের সঙ্গে তাঁর দুই বন্ধুর সংযোগ থাকতে পারে বলে মনে করে পুলিশ। ছেড়ে দেওয়া হয় সায়নীর দিদিকে।

undefined

গতকাল কাঁথি মহকুমা হাসপাতালে রঞ্জিতের দেহ ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয় রঞ্জিতকে। তারপর দেহটিকে পুড়িয়ে দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ ফের সায়নীর দিদি ও জামাইবাবুকে আটক করে। তারপর মুখোমুখি বসিয়ে জেরা করা হয় আটক ৮ অভিযুক্তকে। মুখোমুখি জেরার পর ছেড়ে দেওয়ায় হয় সায়নীর দিদি ও জামাইবাবুকে। গ্রেপ্তার করা হয় সায়নী, তার বাবা, মা, ভাই ও রঞ্জিতের দুই বন্ধুকে।

কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখার্জি বলেন, "ছ'জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবককে শ্বাসরোধ করে খুনের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। ঘটনার তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলাম।"


Raipur (Chhattisgarh) Feb 25 (ANI): After Chhattisgarh Chief Minister Bhupesh Baghel said, "The State Government will investigate the former chief minister Raman Singh government's well-known Sky Scheme from CAG. Former chief minister Raman Singh said, "If Chhattisgarh Government wants they can check every schemes of our tenure. We have implemented Sanchar Kranti Yojana (SKY) through International bidding in a transparent way. Government might be unaware of two things that, through 'Bastar Net' project we provided them internet connectivity across the tribal region. And through 'Bharat Net Yojna' there is a process to connect every Panchayat through internet. By these two schemes, SKY yojna provides mobility.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.