ETV Bharat / state

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান 50 জন তৃণমূল কর্মীর - বিজেপিতে যোগদান 50 জন তৃণমূল কর্মীর

আজ বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ হাইস্কুল সভাকক্ষে বিজেপির কার্যকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় । সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসকদল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান প্রায় 50 জন তৃণমূল নেতা-কর্মী ।

emid
emid
author img

By

Published : Jul 18, 2021, 8:09 PM IST

নন্দীগ্রাম, 18 জুলাই : শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন একঝাঁক তৃণমূল কংগ্রেস কর্মী ৷ নন্দীগ্রামের একটি সভায় আজ জনা পঞ্চাশ তৃণমূল কর্মী পদ্ম শিবিরে নাম লেখান ৷ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সভায় বক্তৃতা দিতে গিয়ে শাসকদলকে একহাত নেন তিনি ৷

আজ বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ হাইস্কুল সভাকক্ষে বিজেপির কার্যকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় । সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসকদল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান প্রায় 50 জন তৃণমূল নেতা কর্মী । নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ 1 পঞ্চায়েতের উপপ্রধান অনিমা ভুঁইয়া ও তাঁর সহযোগীরা শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক, নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল সহ একাধিক নেতা ।

আরও পড়ুন : মোদির হোম গ্রাউন্ডে খেলবেন মমতা, একুশের ভার্চুয়াল গুজরাতের 32 জেলায়

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "এ রাজ্যে আইনের শাসন নেই । আর মহামান্য আদালতই একথা বলেছেন । ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের কেন্দেমারীতে 65টি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে । বেছে বেছে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে । সারা রাজ্যে এক লাখ মানুষ ঘরছাড়া, 47 জন খুন হয়েছে । রাজ্যের চারিদিকে অবাধে লুঠ হয়েছে । মহিলাদের উপর অত্যাচার হচ্ছে ।" তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেস ভেবেছিল পার পেয়ে যাবে । জাতীয় মানবধিকার কমিশনের রিপোর্টে সব পরিষ্কার হয়ে গিয়েছে ।’’ তবে এই বিষয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

নন্দীগ্রাম, 18 জুলাই : শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন একঝাঁক তৃণমূল কংগ্রেস কর্মী ৷ নন্দীগ্রামের একটি সভায় আজ জনা পঞ্চাশ তৃণমূল কর্মী পদ্ম শিবিরে নাম লেখান ৷ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ সভায় বক্তৃতা দিতে গিয়ে শাসকদলকে একহাত নেন তিনি ৷

আজ বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ হাইস্কুল সভাকক্ষে বিজেপির কার্যকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় । সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসকদল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান প্রায় 50 জন তৃণমূল নেতা কর্মী । নন্দীগ্রাম 2 ব্লকের আমদাবাদ 1 পঞ্চায়েতের উপপ্রধান অনিমা ভুঁইয়া ও তাঁর সহযোগীরা শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করেন । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক, নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল সহ একাধিক নেতা ।

আরও পড়ুন : মোদির হোম গ্রাউন্ডে খেলবেন মমতা, একুশের ভার্চুয়াল গুজরাতের 32 জেলায়

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "এ রাজ্যে আইনের শাসন নেই । আর মহামান্য আদালতই একথা বলেছেন । ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামের কেন্দেমারীতে 65টি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে । বেছে বেছে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে । সারা রাজ্যে এক লাখ মানুষ ঘরছাড়া, 47 জন খুন হয়েছে । রাজ্যের চারিদিকে অবাধে লুঠ হয়েছে । মহিলাদের উপর অত্যাচার হচ্ছে ।" তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেস ভেবেছিল পার পেয়ে যাবে । জাতীয় মানবধিকার কমিশনের রিপোর্টে সব পরিষ্কার হয়ে গিয়েছে ।’’ তবে এই বিষয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.