তমলুক, 5 জুন: পূর্ব মেদিনীপুর জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 5 জন। আক্রান্তেরা সকলেই সম্প্রতি ভিনরাজ্য থেকে ফিরেছেন। নতুন আক্রান্তদের নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল 131। এদিকে 5 জন আক্রান্তকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয়েছে। অন্যদিকে, সুস্থ হয়ে ওঠায় শুক্রবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে 9 জনকে।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন এগরা ব্লকের 2 বাসিন্দা। বরিদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 23 বছরের এক যুবক৷ ছত্রী গ্রাম পঞ্চায়েত এলাকার 24 বছরের যুবক৷ এঁরা মে মাসের 25 তারিখে দিল্লি ও মহারাষ্ট্র থেকে জেলায় ফেরেন। এছাড়া মহিষাদল ব্লকের রমণীমোহন গ্রাম পঞ্চায়েত এলাকার 23 বছরের যুবক ও লক্ষ্য গ্রাম পঞ্চায়েত এলাকার 25 বছরের এক যুবক আক্রান্ত হয়েছেন৷ দু'জনেই সম্প্রতি মহারাষ্ট্র ফিরেছেন। এছাড়াও নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন ময়না ব্লকের গোকুন্নগর গ্রাম পঞ্চায়েতের মহারাষ্ট্র ফেরত বছর 26-এর যুবক। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা বাড়ি ফেরার পরেই গত 28 তারিখে তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ট গতকাল রাতে পায় জেলা স্বাস্থ্য দপ্তর৷ এরপর শুক্রবার চিকিৎসার জন্য তাঁদের পাঁশকুড়ার কোরোনা চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয়েছে।
এদিকে, জেলায় আক্রান্তের সংখ্যা যেমন লাফিয়ে বাড়ছে, তেমনই হাসপাতাল থেকে আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 9 জন। এক মহিলাসহ 8 জনকে পাঁশকুড়ার কোরোনা চিকিৎসাকেন্দ্র থেকে থেকে ছুটি দেওয়া হয় আজ। এঁদের মধ্যে রয়েছেন তমলুকের 1 মহিলা, কোলাঘাট ব্লকের 4 জন, এগরা ব্লকের 3 জন ও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের 1 জন বাসিন্দা।
শুক্রবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানান, নতুন আক্রান্ত 5 ব্যক্তিই ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছেন। তাঁদের পাঁশকুড়া কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজ চলছে। এছাড়াও চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় আজ হাসপাতাল থেকে 9 জনকে ছুটি দেওয়া হয়েছে। এঁদের প্রত্যেককে আগামী 14 দিন হোম কোয়ারানটিনের নির্দেশ দেওয়া হয়েছে।