পূর্ব মেদিনীপুর, 14 সেপ্টেম্বর : চার মহিলাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত ভসলা গেড়িয়ার ৷ মারধরের জেরে মহিলারা জখম হয়েছেন ৷ তাঁদের ভূপতিনগর মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ।
অভিযোগ, ওই মহিলাদের বাড়ির লোকজন BJP করে, এই দাবি করে তৃণমূলকর্মীরা তাঁদের মারধর করে । ওই মহিলারা যখন মাঠে চাষের কাজ করছিলেন, তখন সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের । তারপর একটি মন্দিরের সামনে লাঠি দিয়ে বেধড়ক মারা হয় ৷
তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে । দলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন , "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে । "
BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন , "পশ্চিমবঙ্গে দিদির পুলিশ নিয়ে তৃণমূলের হার্মাদরা আমাদের কর্মীদের উপর হামলা করেছে । পুলিশকে বার বার জানানো সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি । আমরা জোরদার আন্দোলনে নামব । "