ETV Bharat / state

মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে চার মহিলাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

পূর্ব মেদিনীপুর জেলার ভসলা গেড়িয়া গ্রামে চার মহিলাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷

হাসপাতালের ছবি
author img

By

Published : Sep 14, 2019, 1:28 PM IST

Updated : Sep 14, 2019, 2:25 PM IST

পূর্ব মেদিনীপুর, 14 সেপ্টেম্বর : চার মহিলাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত ভসলা গেড়িয়ার ৷ মারধরের জেরে মহিলারা জখম হয়েছেন ৷ তাঁদের ভূপতিনগর মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

অভিযোগ, ওই মহিলাদের বাড়ির লোকজন BJP করে, এই দাবি করে তৃণমূলকর্মীরা তাঁদের মারধর করে । ওই মহিলারা যখন মাঠে চাষের কাজ করছিলেন, তখন সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের । তারপর একটি মন্দিরের সামনে লাঠি দিয়ে বেধড়ক মারা হয় ৷

তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে । দলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন , "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে । "

দেখুন ভিডিয়ো

BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন , "পশ্চিমবঙ্গে দিদির পুলিশ নিয়ে তৃণমূলের হার্মাদরা আমাদের কর্মীদের উপর হামলা করেছে । পুলিশকে বার বার জানানো সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি । আমরা জোরদার আন্দোলনে নামব । "

পূর্ব মেদিনীপুর, 14 সেপ্টেম্বর : চার মহিলাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত ভসলা গেড়িয়ার ৷ মারধরের জেরে মহিলারা জখম হয়েছেন ৷ তাঁদের ভূপতিনগর মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

অভিযোগ, ওই মহিলাদের বাড়ির লোকজন BJP করে, এই দাবি করে তৃণমূলকর্মীরা তাঁদের মারধর করে । ওই মহিলারা যখন মাঠে চাষের কাজ করছিলেন, তখন সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের । তারপর একটি মন্দিরের সামনে লাঠি দিয়ে বেধড়ক মারা হয় ৷

তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে । দলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন , "সম্পূর্ণ মিথ্যা অভিযোগ । পারিবারিক বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে । "

দেখুন ভিডিয়ো

BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন , "পশ্চিমবঙ্গে দিদির পুলিশ নিয়ে তৃণমূলের হার্মাদরা আমাদের কর্মীদের উপর হামলা করেছে । পুলিশকে বার বার জানানো সত্ত্বেও তারা ব্যবস্থা নেয়নি । আমরা জোরদার আন্দোলনে নামব । "

Intro:বিজেপি করার সন্দহে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।



ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের অর্জুন নগর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত ভসলা গেড়িয়া গ্রামে।
বিজেপি করে এমন সন্দেহে চার মহিলাকে চাষের মাঠ থেকে তুলে এনে বেধড়ক মার।মারের চোটে গুরুতর আহত চার মহিলাকে ভূপতিনগর মুগবেড়িয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে বাড়ীর পুরুষদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তৃণমূলিরা ।এমন অভিযোগের ভিত্তিতে বাড়ীর পুরুষরা বেশ কিছু দিনধরে ঘরছাড়া ।বাড়ীতে তাদের না পেয়ে মহিলাদের বলেন তৃণমূল নেতারা । তারা ফিরে এলে দেখা করতে । তার পরেও বাড়ী না ফিরলে আজ মহিলাদের ওপর চড়াও হয় মহিলা দের ওপর ।লাঠিশোঠা নিয়ে একটি মন্দিরের সামনে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।যদিও এই অভিযোগ সম্পূর্ণ ব্যাক্তিগত ও পারিবারিক বলে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষে । তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, আসলে এটা পারিবারিক ঘটনা ।

মাধব চন্দ্র বর বলেন আমার পরিবারের তিনজন হালে বিজেপি করি বলে এলাকার তৃণমূলের জানতে পারে । তারপর চলে হুমকি ।তারপর থেকে ঘরছাড়া হয়েছে । আজ বাড়ির মহিলাদের ওপর মারধর করে । বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন পশ্চিমবঙ্গে দিদির পুলিশ বাহিনী কে নিয়ে তৃণমূলের হার্মাদরা আমাদের কর্মীর উপর হামলা করেছে । পুলিশ কে বারে বারে জানানো সত্যেও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি । পুলিশ যদি এইরকম নিষ্ক্রিয়তা দেখাতে থাকে, তাহলে আমরা বৃহত্তর আন্দলোনে নামবো ।Body:বিজেপি করার সন্দহে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।



ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের অর্জুন নগর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত ভসলা গেড়িয়া গ্রামে।
বিজেপি করে এমন সন্দেহে চার মহিলাকে চাষের মাঠ থেকে তুলে এনে বেধড়ক মার।মারের চোটে গুরুতর আহত চার মহিলাকে ভূপতিনগর মুগবেড়িয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে বাড়ীর পুরুষদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তৃণমূলিরা ।এমন অভিযোগের ভিত্তিতে বাড়ীর পুরুষরা বেশ কিছু দিনধরে ঘরছাড়া ।বাড়ীতে তাদের না পেয়ে মহিলাদের বলেন তৃণমূল নেতারা । তারা ফিরে এলে দেখা করতে । তার পরেও বাড়ী না ফিরলে আজ মহিলাদের ওপর চড়াও হয় মহিলা দের ওপর ।লাঠিশোঠা নিয়ে একটি মন্দিরের সামনে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।যদিও এই অভিযোগ সম্পূর্ণ ব্যাক্তিগত ও পারিবারিক বলে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষে । তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, আসলে এটা পারিবারিক ঘটনা ।

মাধব চন্দ্র বর বলেন আমার পরিবারের তিনজন হালে বিজেপি করি বলে এলাকার তৃণমূলের জানতে পারে । তারপর চলে হুমকি ।তারপর থেকে ঘরছাড়া হয়েছে । আজ বাড়ির মহিলাদের ওপর মারধর করে । বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন পশ্চিমবঙ্গে দিদির পুলিশ বাহিনী কে নিয়ে তৃণমূলের হার্মাদরা আমাদের কর্মীর উপর হামলা করেছে । পুলিশ কে বারে বারে জানানো সত্যেও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি । পুলিশ যদি এইরকম নিষ্ক্রিয়তা দেখাতে থাকে, তাহলে আমরা বৃহত্তর আন্দলোনে নামবো ।Conclusion:বিজেপি করার সন্দহে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।



ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের অর্জুন নগর পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত ভসলা গেড়িয়া গ্রামে।
বিজেপি করে এমন সন্দেহে চার মহিলাকে চাষের মাঠ থেকে তুলে এনে বেধড়ক মার।মারের চোটে গুরুতর আহত চার মহিলাকে ভূপতিনগর মুগবেড়িয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর আগে বাড়ীর পুরুষদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তৃণমূলিরা ।এমন অভিযোগের ভিত্তিতে বাড়ীর পুরুষরা বেশ কিছু দিনধরে ঘরছাড়া ।বাড়ীতে তাদের না পেয়ে মহিলাদের বলেন তৃণমূল নেতারা । তারা ফিরে এলে দেখা করতে । তার পরেও বাড়ী না ফিরলে আজ মহিলাদের ওপর চড়াও হয় মহিলা দের ওপর ।লাঠিশোঠা নিয়ে একটি মন্দিরের সামনে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।যদিও এই অভিযোগ সম্পূর্ণ ব্যাক্তিগত ও পারিবারিক বলে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষে । তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, আসলে এটা পারিবারিক ঘটনা ।

মাধব চন্দ্র বর বলেন আমার পরিবারের তিনজন হালে বিজেপি করি বলে এলাকার তৃণমূলের জানতে পারে । তারপর চলে হুমকি ।তারপর থেকে ঘরছাড়া হয়েছে । আজ বাড়ির মহিলাদের ওপর মারধর করে । বিজেপির কাঁথির সাংগঠনিক জেলা সম্পাদক নবীন প্রধান বলেন পশ্চিমবঙ্গে দিদির পুলিশ বাহিনী কে নিয়ে তৃণমূলের হার্মাদরা আমাদের কর্মীর উপর হামলা করেছে । পুলিশ কে বারে বারে জানানো সত্যেও পুলিশ কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি । পুলিশ যদি এইরকম নিষ্ক্রিয়তা দেখাতে থাকে, তাহলে আমরা বৃহত্তর আন্দলোনে নামবো ।
Last Updated : Sep 14, 2019, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.