ETV Bharat / state

খেজুরিতে তৃণমূল - BJP সংঘর্ষে গ্রেপ্তার 4

খেজুরিতে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 4 জন। ধৃতদের 5 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

4 persons are arrested for khejuri clash
4 persons are arrested for khejuri clash
author img

By

Published : Jun 30, 2020, 9:29 PM IST

খেজুরি, 30 জুন : খেজুরিতে তৃণমূল - BJP সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 4। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

গত রবিবার, তৃণমূল- BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি 2 ব্লকের গোড়াহাট গোঁসাইচক গ্রাম। বোমা-বন্দুক নিয়ে হামলারও অভিযোগ ওঠে। ঘটনায় কাঁথির BJP নেতা পবিত্রদাস গুলিবিদ্ধ হন। এখনও তিনি তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই জানা গিয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ, দুই BJP কর্মী ও দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে। ধৃত দুই তৃণমূল কর্মীর নাম রাজকুমার দাস ও মিহির দাস। অপরদিকে BJP -এর কিশলয় বর ও শ্রীকান্ত মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এলাকায় গণ্ডোগোল করা, বোমাবাজি করা সহ একাধিক বিষয়ে মামলা রুজু করা হয়েছে। খেজুরি থানার OC সত্যজিত চাণক্য এবিষয়ে বলেন, "সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের দুই জন ও BJP-এর দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে মহকুমা আদালত।"

অপরদিকে, সংঘর্ষের ঘটনার পর এখনও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাফ ও সিভিক পুলিশ। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

খেজুরি, 30 জুন : খেজুরিতে তৃণমূল - BJP সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 4। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

গত রবিবার, তৃণমূল- BJP সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে খেজুরি 2 ব্লকের গোড়াহাট গোঁসাইচক গ্রাম। বোমা-বন্দুক নিয়ে হামলারও অভিযোগ ওঠে। ঘটনায় কাঁথির BJP নেতা পবিত্রদাস গুলিবিদ্ধ হন। এখনও তিনি তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই জানা গিয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ, দুই BJP কর্মী ও দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে। ধৃত দুই তৃণমূল কর্মীর নাম রাজকুমার দাস ও মিহির দাস। অপরদিকে BJP -এর কিশলয় বর ও শ্রীকান্ত মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এলাকায় গণ্ডোগোল করা, বোমাবাজি করা সহ একাধিক বিষয়ে মামলা রুজু করা হয়েছে। খেজুরি থানার OC সত্যজিত চাণক্য এবিষয়ে বলেন, "সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের দুই জন ও BJP-এর দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে মহকুমা আদালত।"

অপরদিকে, সংঘর্ষের ঘটনার পর এখনও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাফ ও সিভিক পুলিশ। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.