ETV Bharat / state

ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার 4 - 4 arrested for attempting robbery in East Midnapore

পুলিশ সুত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি ও এগরা থানার পুলিশ সেখানে হানা দেয় । সেখান থেকেই গ্রেপ্তার করা হয় 4 জনকে ৷

4 arrested for attempting robbery in East Midnapore
পূর্ব মেদিনীপুরে ডাকাতির চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার 4
author img

By

Published : Sep 11, 2020, 8:10 PM IST

কাঁথি , 11 সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুরে ডাকাতির চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার 4 ৷ কাঁথি ও এগরা থানার যৌথ উদ্যোগে 4 ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ । কোরোনা আবহের মধ্যেই তারা ডাকাতির ছক কষেছিল । ব্যাঙ্ক, পেট্রোল পাম্প, সোনা দোকান-সহ বিভিন্ন বিত্তশালীদের বাড়িতে ডাকাতি করার ছক করে চুরি ছিনতাই করার চেষ্টায় ছিল তারা ৷ এর আগে ছোটখাটো দোকান চুরি করত তারা ৷

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের 5 তারিখ কাঁথি থানার পিছাবনির এক স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় তাকে ছিনতাই করে চম্পট দেয় ওই ডাকাতদল । এরপরই পুলিশ তদন্তে নামে । বৃহস্পতিবার একটি বাজারে গভীর রাতে কয়েকজন ডাকাতের দল ডাকাতি কারার উদ্দেশ্যে জড় হয় । গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি ও এগরা থানার পুলিশ সেখানে হানা দেয় । ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয় 4 জনকে ৷ তবে, হানা দেওয়ার সময় আরও কয়েকজন ডাকাত চম্পট দেয় এলাকা থেকে । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

পূর্ব মেদিনীপুরে ডাকাতির চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার 4

ধৃতদের কাছ থেকে পূর্বের ডাকাতির কয়েক লাখ নগদ টাকা, মোটরবাইক ও কিছু সোনার গয়নাসহ ধারালো অস্ত্র ও ডাকাতির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ । আজ তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে । পুলিশের তরফ থেকে তাদের 7 দিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে । অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক (গ্রামীণ) ভিদিত রাজ ভুন্দেশ বলেন, " এখনও পর্যন্ত আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি । তাদের আদালতে তোলা হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । "

কাঁথি , 11 সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুরে ডাকাতির চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার 4 ৷ কাঁথি ও এগরা থানার যৌথ উদ্যোগে 4 ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ । কোরোনা আবহের মধ্যেই তারা ডাকাতির ছক কষেছিল । ব্যাঙ্ক, পেট্রোল পাম্প, সোনা দোকান-সহ বিভিন্ন বিত্তশালীদের বাড়িতে ডাকাতি করার ছক করে চুরি ছিনতাই করার চেষ্টায় ছিল তারা ৷ এর আগে ছোটখাটো দোকান চুরি করত তারা ৷

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের 5 তারিখ কাঁথি থানার পিছাবনির এক স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় তাকে ছিনতাই করে চম্পট দেয় ওই ডাকাতদল । এরপরই পুলিশ তদন্তে নামে । বৃহস্পতিবার একটি বাজারে গভীর রাতে কয়েকজন ডাকাতের দল ডাকাতি কারার উদ্দেশ্যে জড় হয় । গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি ও এগরা থানার পুলিশ সেখানে হানা দেয় । ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয় 4 জনকে ৷ তবে, হানা দেওয়ার সময় আরও কয়েকজন ডাকাত চম্পট দেয় এলাকা থেকে । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

পূর্ব মেদিনীপুরে ডাকাতির চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার 4

ধৃতদের কাছ থেকে পূর্বের ডাকাতির কয়েক লাখ নগদ টাকা, মোটরবাইক ও কিছু সোনার গয়নাসহ ধারালো অস্ত্র ও ডাকাতির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ । আজ তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে । পুলিশের তরফ থেকে তাদের 7 দিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে । অতিরিক্ত জেলা পুলিশ আধিকারিক (গ্রামীণ) ভিদিত রাজ ভুন্দেশ বলেন, " এখনও পর্যন্ত আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি । তাদের আদালতে তোলা হয়েছে । বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.