পাঁশকুড়া, 7 জুলাই : সুস্থ হয়ে বাড়ি ফিরল পূর্ব মেদিনীপুর জেলার ৩০ জন কোরোনা আক্রান্ত । আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে ওঠায় মঙ্গলবার দুপুর নাগাদ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয় । সকলকেই আগামী 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হলদিয়ার সুতাহাটা ব্লকের 8 জন । দুর্গাচক এলাকার 5 জন । পটাশপুর ব্লকের 3 জন । পাঁশকুড়া ব্লকের 3 জন । এগরা ব্লকের 4 জন । এছাড়া শহিদ মাতঙ্গিনী, মহিষাদল, ভগবানপুর, ময়না, নন্দীগ্রাম, নন্দকুমার ও ভূপতিনগর ব্লকের একজন করে মোট 7 জন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
সুস্থ হয়ে ওঠা সংক্রমিত রোগীদের অধিকাংশই সম্প্রতি ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । পরে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে সোয়াব টেস্ট করা হয়েছিল । সেই সোয়াব টেস্টের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগে এসে পৌঁছলে জানা যায় তারা সকলেই কোরোনায় আক্রান্ত । পরে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে তাদের পাঁশকুড়ার কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয় । চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় ফের তাদের পরপর দুবার সোয়াব টেস্ট করা হয় । সেই টেস্টের রিপোর্ট আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রিপোর্ট নেগেটিভ আসে । যা থেকে চিকিৎসকরা নিশ্চিত হন তারা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন । এরপর আজ দুপুর নাগাদ তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।
গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 19 জন । এখনও পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 412 জন । কোরোনায় সক্রিয় 110 জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট 323 জন । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে 5 জন ।