ETV Bharat / state

সুস্থ হয়ে ফিরলেন কোরোনা আক্রান্ত 3

author img

By

Published : May 14, 2020, 10:48 PM IST

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হলদিয়ার আক্রান্ত দুই ব্যক্তি ভবানীপুর থানা এলাকার বাসিন্দা । গত 4 মে হলদিয়া ব্রজলালচকের এক ভুসিমাল সামগ্রী ব্যবসায়ী বছর 75 -এর বৃদ্ধ আক্রান্ত হন কোরোনায় ।

3 recovered from corona in east medinipur
সুস্থ হয়ে ফিরলেন কোরোনা আক্রান্ত 3

পাঁশকুড়া, 14 মে : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হলদিয়ার কোরোনা আক্রান্ত 2 ব্যক্তিসহ হাওড়ার 1 বাসিন্দা । গত 7 মে কোরোনায় আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য তাদের পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছিল । গত বুধবার বিকেল নাগাদ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় প্রত্যেককেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হলদিয়ার আক্রান্ত দুই ব্যক্তি ভবানীপুর থানা এলাকার বাসিন্দা । গত 4 মে হলদিয়া ব্রজলালচকের এক ভুসিমাল সামগ্রী ব্যবসায়ী বছর 75 -এর বৃদ্ধ আক্রান্ত হন কোরোনায় । পরে তার পরিবারের 5 সদস্য নতুন করে আক্রান্ত হন । ইতিপূর্বেই ওই বৃদ্ধ ব্যবসায়ী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আজ তাদের পরিবারের 2 জন চিকিৎসায় ফের সুস্থ হয়ে ওঠায় তাদের ছুটি দেওয়া হয় । ওই পরিবারের বাকি 3 সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন । অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের 7 তারিখেই ভরতি হন 65 বছরের আরও এক প্রৌঢ় । তিনি হাওড়ার সালকিয়া এলাকার বাসিন্দা । মেদিনীপুরে মেয়ের সাথে দেখা করতে এসে আক্রান্ত হয়েছিলেন তিনি ।

পরে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে । তিনি চিকিৎসায় সুস্থ হওয়ায় আজ হাসপাতাল থেকে ছাড়া পান । আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত সোমবার তাদের সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছিল কলকাতার R G কর মেডিকেল কলেজে । মঙ্গলবার সকাল নাগাদ সেই রিপোর্ট নেগেটিভ এসে পৌঁছায় ৷ ওইদিনই ফের তাদের সোয়াব সংগ্রহ করে পাঠানো হয় টেস্টের জন্য ।

আজ সেই রিপোর্ট দুপুর নাগাদ জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছলে স্বাস্থ্য দপ্তর তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন । এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে হলদিয়ার দুই বাসিন্দা ও হাওড়ার 1 আক্রান্তকে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় ছুটি দেওয়া হয়েছে । তাদের প্রত্যেককেই 14 দিন হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

পাঁশকুড়া, 14 মে : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন হলদিয়ার কোরোনা আক্রান্ত 2 ব্যক্তিসহ হাওড়ার 1 বাসিন্দা । গত 7 মে কোরোনায় আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য তাদের পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছিল । গত বুধবার বিকেল নাগাদ চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় প্রত্যেককেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হলদিয়ার আক্রান্ত দুই ব্যক্তি ভবানীপুর থানা এলাকার বাসিন্দা । গত 4 মে হলদিয়া ব্রজলালচকের এক ভুসিমাল সামগ্রী ব্যবসায়ী বছর 75 -এর বৃদ্ধ আক্রান্ত হন কোরোনায় । পরে তার পরিবারের 5 সদস্য নতুন করে আক্রান্ত হন । ইতিপূর্বেই ওই বৃদ্ধ ব্যবসায়ী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । আজ তাদের পরিবারের 2 জন চিকিৎসায় ফের সুস্থ হয়ে ওঠায় তাদের ছুটি দেওয়া হয় । ওই পরিবারের বাকি 3 সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন । অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে কোরোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের 7 তারিখেই ভরতি হন 65 বছরের আরও এক প্রৌঢ় । তিনি হাওড়ার সালকিয়া এলাকার বাসিন্দা । মেদিনীপুরে মেয়ের সাথে দেখা করতে এসে আক্রান্ত হয়েছিলেন তিনি ।

পরে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে । তিনি চিকিৎসায় সুস্থ হওয়ায় আজ হাসপাতাল থেকে ছাড়া পান । আক্রান্তদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত সোমবার তাদের সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হয়েছিল কলকাতার R G কর মেডিকেল কলেজে । মঙ্গলবার সকাল নাগাদ সেই রিপোর্ট নেগেটিভ এসে পৌঁছায় ৷ ওইদিনই ফের তাদের সোয়াব সংগ্রহ করে পাঠানো হয় টেস্টের জন্য ।

আজ সেই রিপোর্ট দুপুর নাগাদ জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছলে স্বাস্থ্য দপ্তর তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন । এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে হলদিয়ার দুই বাসিন্দা ও হাওড়ার 1 আক্রান্তকে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় ছুটি দেওয়া হয়েছে । তাদের প্রত্যেককেই 14 দিন হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.