নন্দকুমার, 2 অগস্ট : পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কাটাখালি এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল 3 বন্ধুর ৷ এর সঙ্গে আরও 1 বন্ধু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ।
নন্দকুমার থানার ওসি (OC) মনোজ কুমার ঝাঁ বলেন, গতকাল গভীর রাতে একটি বাইকে করে চার বন্ধু মিলে বন্ধুর মায়ের শেষকৃত্য সম্পন্ন করে শ্মশান থেকে বাড়ি ফিরছিল। নন্দকুমারের কাছে কার্তিক খালি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে। তাদের নাম রঞ্জিত ঘোড়া (24), সৌমেন ঘোড়া (22), প্রভাস মাইতি (26) ৷
বাকি আরেকজন 22 বছরের আদিত্য ঘোড়াকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, সৌমেন ঘোড়া মোটর বাইক চালাচ্ছিল। এই চারজনের মাথায় হেলমেট ছিল না। নন্দকুমার থানার পুলিশ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷