ETV Bharat / state

Contai Road accident : নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে দিঘাগামী বাস, মৃত 3 - 3 died in a road accident after bus overturned at contai

বাস উল্টে কাঁথিতে মৃত্যু হল তিনজনের ৷ দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস ৷ ঘটনায় আহত হয়েছেন 13 জন (Contai Road accident ) ৷

Contai Road accident
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল দিঘাগামী বাস, মৃত 3
author img

By

Published : Dec 13, 2021, 11:01 PM IST

কাঁথি, 13 ডিসেম্বর : দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বাস ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের (Contai Road accident ) ৷ কাঁথির পিছাবনী বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি । ঘটনায় আহত হয়েছেন 16 জন ৷ তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা 5 জন যাত্রীর ৷ সকলকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । মৃতেরা হলেন তপন কর, ইন্দ্রজিৎ পট্টনায়ক ও দীপঙ্কর মান্না ।

সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক কাঁথি থানার পিছাবনী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে । কুকড়াহাটি থেকে দিঘাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় । দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয় । দ্রুত ঘটনাস্থলে হাজির হন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস ৷ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ । আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : Road Accident in Canning : বাইকে গাড়ির ধাক্কা, মৃত মাছ ব্যবসায়ী

ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ । স্টিয়ারিং লক হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

কাঁথি, 13 ডিসেম্বর : দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বাস ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের (Contai Road accident ) ৷ কাঁথির পিছাবনী বাসস্ট্যান্ড সংলগ্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি । ঘটনায় আহত হয়েছেন 16 জন ৷ তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা 5 জন যাত্রীর ৷ সকলকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । মৃতেরা হলেন তপন কর, ইন্দ্রজিৎ পট্টনায়ক ও দীপঙ্কর মান্না ।

সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক কাঁথি থানার পিছাবনী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে । কুকড়াহাটি থেকে দিঘাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় । দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয় । দ্রুত ঘটনাস্থলে হাজির হন কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা ও কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস ৷ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ । আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন : Road Accident in Canning : বাইকে গাড়ির ধাক্কা, মৃত মাছ ব্যবসায়ী

ঠিক কী কারণে এমন দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ । স্টিয়ারিং লক হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.