ETV Bharat / state

পটাশপুরে খুনের অভিযোগে গ্রেপ্তার 3, পলাতক 1 - পূর্ব মেদিনীপুরের পটাশপুর

শুক্রবার ভোর পাঁচটা নাগাদ পুলিশ টহল দেওয়ার সময় এগরা বাজকুল রাজ্য সড়কের নৈপুর এলাকার পূর্ত দপ্তর অফিসের সামনে মির আমিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ।

পটাশপুরে খুনের অভিযোগে গ্রেপ্তার 3, পলাতক 1
পটাশপুরে খুনের অভিযোগে গ্রেপ্তার 3, পলাতক 1
author img

By

Published : May 9, 2020, 11:26 PM IST

পটাশপুর, 9 মে: দিন দুয়েক আগে এগরা বাজকুল রাজ্য সড়কের নৈপুর এলাকার পূর্ত দপ্তরের অফিসের সামনে মির আমির নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পটাশপুর থানায় মৃতের পরিবারের তরফে চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পটাশপুর থানার পুলিশ । একজন পলাতক । আজ তিনজনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার তুপসিবাড় গ্রামের বাসিন্দা মির আমির (44) । বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল আমির । তারপর আর রাতে বাড়ি ফেরেননি তিনি । পরদিন ভোর পাঁচটা নাগাদ পুলিশ টহল দেওয়ার সময় এগরা বাজকুল রাজ্য সড়কের নৈপুর এলাকার পূর্ত দপ্তর অফিসের সামনে মির আমিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পটাশপুর থানার পুলিশ । সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃতদেহ চিহ্নিত করেন ।

শুক্রবার মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । পরিবারের তরফ থেকে পটাশপুর থানায় চারজনের নাম দিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পাওয়ার পর পটাশপুর থানার পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে । তাঁদের আজ কাঁথি মহকুমা আদালতে 7 দিনের পুলিশি হেপাজত চেয়ে তোলা হয়েছিল । কিন্তু মহকুমা আদালত 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

পটাশপুর থানার oc চন্দ্রকান্ত শাসমল বলেন, "গত বৃহস্পতিবার ভোরে রাস্তায় টহল দেওয়ার সময় পুলিশ এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপর মৃত আমিরের পরিবার থেকে 4 জনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয় । পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত প্রকৃত মৃত্যুর কারণ বোঝা যাবে না ।"

পটাশপুর, 9 মে: দিন দুয়েক আগে এগরা বাজকুল রাজ্য সড়কের নৈপুর এলাকার পূর্ত দপ্তরের অফিসের সামনে মির আমির নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পটাশপুর থানায় মৃতের পরিবারের তরফে চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পটাশপুর থানার পুলিশ । একজন পলাতক । আজ তিনজনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

জানা গেছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার তুপসিবাড় গ্রামের বাসিন্দা মির আমির (44) । বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল আমির । তারপর আর রাতে বাড়ি ফেরেননি তিনি । পরদিন ভোর পাঁচটা নাগাদ পুলিশ টহল দেওয়ার সময় এগরা বাজকুল রাজ্য সড়কের নৈপুর এলাকার পূর্ত দপ্তর অফিসের সামনে মির আমিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পটাশপুর থানার পুলিশ । সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে মৃতদেহ চিহ্নিত করেন ।

শুক্রবার মৃতদেহটি কাঁথি মহকুমা হাসপাতালের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । পরিবারের তরফ থেকে পটাশপুর থানায় চারজনের নাম দিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পাওয়ার পর পটাশপুর থানার পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে । তাঁদের আজ কাঁথি মহকুমা আদালতে 7 দিনের পুলিশি হেপাজত চেয়ে তোলা হয়েছিল । কিন্তু মহকুমা আদালত 5 দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

পটাশপুর থানার oc চন্দ্রকান্ত শাসমল বলেন, "গত বৃহস্পতিবার ভোরে রাস্তায় টহল দেওয়ার সময় পুলিশ এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপর মৃত আমিরের পরিবার থেকে 4 জনের নামে খুনের অভিযোগ দায়ের করা হয় । পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে । তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত প্রকৃত মৃত্যুর কারণ বোঝা যাবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.