হলদিয়া, 21 অগস্ট: হলদিয়ার কাছাকাছি বঙ্গোপসাগরে বাংলাদেশের তিনটি ইঞ্জিন চালিত ট্রলারের 27জন ডুবন্ত মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ দুর্ঘটনার মুহূর্তে শনিবার আকাশপথে নজরদারি চালাচ্ছিল তারা ৷ ডুবতে থাকা মৎস্যজীবীদের দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারের কাজে হাত লাগায়। আর তাতেই মেলে সাফল্য ৷
জানা গিয়েছে, বাংলাদেশের তিনটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে মৎস্যজীবী-সহ ইঞ্জিনগুলি ভারতীয় সীমারেখার মধ্যে প্রবেশ করে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে পড়া একটি মাছধরা ট্রলার-সহ 27 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে। বাকি দু'টি ট্রলার গভীর সমুদ্রে ঝড়ের কারণে ডুবে গিয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ডুবল বাংলাদেশের ট্রলার, উদ্ধার 11 জন মৎস্যজীবী
উপকূলরক্ষী বাহিনীর ডর্নিয়ার এয়ারক্রাফটের যে দুটি জাহাজ এখনও অনুসন্ধানের কাজে যুক্ত রয়েছে তা হল আইসিজিএস আনমোল (ICGS ANMOL) এবং আইসিজিএস ভরদ (ICGS VARAD), এমনটাই সূত্রে খবর ৷ সূত্র মারফত আরও খবর, উদ্ধার করা মৎস্যজীবীরা উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী জাহাজে আছে। তাঁদেরকে রাজ্যের পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এবং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।