ETV Bharat / state

পাঁশকুড়ার কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেল 21 জন - Cure from corona

আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 21 জন কোরোনা আক্রান্ত রোগী ৷ তাঁদের প্রত্যেককে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 21, 2020, 11:05 PM IST

পাঁশকুড়া, 21 জুন : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার 21 জন কোরোনা আক্রান্ত রোগী ৷ তাঁদের মধ্যে 19 জন পূর্ব মেদিনীপুরের ও দু'জন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷ আক্রান্তরা সুস্থ হয়ে ওঠার পরই আজ বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় ৷ তারপর স্বাস্থ্যবিভাগের তরফে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়িও পৌঁছে দেওয়া হয় ৷ সকলকেই আগামী 14দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল ৷

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের দু'জন ৷ ভগবানপুর ব্লকের একজন ৷ পটাশপুর ব্লকের একজন ৷ এগরা ব্লকের ছ'জন ৷ কাঁথি ব্লকের দু'জন ৷ পাঁশকুড়া ও রামনগর ব্লকের একজন করে মোট দু'জন ৷ এছাড়া রয়েছেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের দু'জন ৷ বেড খালি থাকায় তাঁরা পূর্ব মেদিনীপুরের এই হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ এই 21জনের মধ্যে অধিকাংশই সম্প্রতি ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন ৷ পরে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তার রিপোর্টেই জানা গিয়েছিল, তাঁরা সকলে কোরোনা আক্রান্ত ৷

সুস্থ হওয়ার পরও দু'বার করে কোরোনা পরীক্ষা করা হয়েছিল ৷ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ দু'বারই রিপোর্ট নেগেটিভ আসে ৷ সেই ভিত্তিতেই গতকাল স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয় এই 21জন কোরোনামুক্ত ৷ আজ বিকেলে তাঁদের ছুটি দেওয়া হয় ৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, "আজ 21জনকে পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৷ আক্রান্তদের মধ্যে অধিকাংশই ভিনরাজ্য থেকে ফিরেছিলেন ৷ আগামী 14দিন সকলকেই হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

পাঁশকুড়া, 21 জুন : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার 21 জন কোরোনা আক্রান্ত রোগী ৷ তাঁদের মধ্যে 19 জন পূর্ব মেদিনীপুরের ও দু'জন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷ আক্রান্তরা সুস্থ হয়ে ওঠার পরই আজ বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় ৷ তারপর স্বাস্থ্যবিভাগের তরফে অ্যাম্বুলেন্সে করে তাঁদের বাড়িও পৌঁছে দেওয়া হয় ৷ সকলকেই আগামী 14দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল ৷

স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, সুস্থ হয়ে ওঠা রোগীদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী ব্লকের দু'জন ৷ ভগবানপুর ব্লকের একজন ৷ পটাশপুর ব্লকের একজন ৷ এগরা ব্লকের ছ'জন ৷ কাঁথি ব্লকের দু'জন ৷ পাঁশকুড়া ও রামনগর ব্লকের একজন করে মোট দু'জন ৷ এছাড়া রয়েছেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের দু'জন ৷ বেড খালি থাকায় তাঁরা পূর্ব মেদিনীপুরের এই হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ এই 21জনের মধ্যে অধিকাংশই সম্প্রতি ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন ৷ পরে তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তার রিপোর্টেই জানা গিয়েছিল, তাঁরা সকলে কোরোনা আক্রান্ত ৷

সুস্থ হওয়ার পরও দু'বার করে কোরোনা পরীক্ষা করা হয়েছিল ৷ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ দু'বারই রিপোর্ট নেগেটিভ আসে ৷ সেই ভিত্তিতেই গতকাল স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয় এই 21জন কোরোনামুক্ত ৷ আজ বিকেলে তাঁদের ছুটি দেওয়া হয় ৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, "আজ 21জনকে পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৷ আক্রান্তদের মধ্যে অধিকাংশই ভিনরাজ্য থেকে ফিরেছিলেন ৷ আগামী 14দিন সকলকেই হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.