এগরা , 1 সেপ্টেম্বর : মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত 2 ৷ পূর্ব মেদিনীপুরের এগরা থানার দুবদা গ্রাম ও পটাশপুর থানার কানপুর গ্রামের ঘটনা ৷ মৃত দুই ব্যক্তির নাম অরবিন্দ বেরা (41) ও রামকৃষ্ণ পাইখারা (37) ৷ অরবিন্দ বেরা দুবদা গ্রামের বাসিন্দা ৷ রামকৃষ্ণ পাইখারা কামপুর গ্রামের বাসিন্দা ৷
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে অরবিন্দ বেরা ও তাঁর স্ত্রী মীরা বেরা একসাথে মাঠে চাষের কাজ করছিলেন । সকাল থেকেই মেঘলা আকাশ ছিল ৷ বেলার দিকে তুমুল বৃষ্টি শুরু হয় । বজ্রপাত শুরু হতেই মীরা বাড়ি চলে আসেন । এরপর অরবিন্দও বাড়ির পথে আসতে থাকে ৷ সেই সময় বাজ পড়ে ৷ তিনি ঘটনাস্থানেই মারা যান । বজ্রপাতের আওয়াজ শুনে কিছুক্ষণ পর স্থানীয়রা ছুটে এসে অরবিন্দর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে । এরপর তড়িঘড়ি তাঁকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
2 জনের দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷