ETV Bharat / state

কোরোনায় দুই সরকারি কর্মীর মৃত্যু পূর্ব মেদিনীপুরে

author img

By

Published : Sep 26, 2020, 8:39 AM IST

কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু দুই সরকারি কর্মীর । এঁদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল এবং অপরজন জেলা হস্তশিল্প দপ্তরের আধিকারিক ।

corona death
corona death

তমলুক, 26 সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু । এঁদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল এবং অপরজন জেলা হস্তশিল্প দপ্তরের আধিকারিক ছিলেন । মৃত কনস্টেবলের নাম প্রশান্ত হাজরা (52) ও মৃত হস্তশিল্প আধিকারিকের নাম শুভ্রকান্তি পাল (54) ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, প্রশান্ত হাজরা চণ্ডীপুর থানায় কর্মরত ছিলেন । কর্মসূত্রে চণ্ডীপুরে থাকলেও তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড়ে । বৃহস্পতিবার সন্ধেয় চণ্ডীপুর কোরোনা হাসপাতালে ওই কনস্টেবলের মৃত্যু হয় । চলতি মাসের 2 তারিখে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । চিকিৎসার জন্য চণ্ডীপুর কোরোনা হাসপাতালে ভরতি ছিলেন । কিন্তু শেষরক্ষা হয়নি । জেলায় প্রথম সারির একজন কোরোনা যোদ্ধার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পুলিশ সুপার সুনীলকুমার যাদব ।

অন্যদিকে, কোরোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকাল 11টা নাগাদ মৃত্যু হয়েছে জেলা হস্তশিল্প দপ্তরের এক আধিকারিকের । তিনি কলকাতার বাসিন্দা হলেও কাঁথিতে একটি ভাড়াবাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন । দু'দিন আগেই কোরোনায় আক্রান্ত হন তিনি । এরপর তাঁকে পাঁশকুড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছিল । অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । কিন্তু বাঁচানো সম্ভব হয়নি । গতকাল সকাল এগারোটা নাগাদ মৃত্যু হয় শুভ্রকান্তিবাবুর ।

পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, "দুজনেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমরা তাঁদের ভেন্টিলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম । চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি । কিন্তু শেষরক্ষা হল না ।"

তমলুক, 26 সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু । এঁদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল এবং অপরজন জেলা হস্তশিল্প দপ্তরের আধিকারিক ছিলেন । মৃত কনস্টেবলের নাম প্রশান্ত হাজরা (52) ও মৃত হস্তশিল্প আধিকারিকের নাম শুভ্রকান্তি পাল (54) ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, প্রশান্ত হাজরা চণ্ডীপুর থানায় কর্মরত ছিলেন । কর্মসূত্রে চণ্ডীপুরে থাকলেও তাঁর বাড়ি হাওড়ার ডোমজুড়ে । বৃহস্পতিবার সন্ধেয় চণ্ডীপুর কোরোনা হাসপাতালে ওই কনস্টেবলের মৃত্যু হয় । চলতি মাসের 2 তারিখে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । চিকিৎসার জন্য চণ্ডীপুর কোরোনা হাসপাতালে ভরতি ছিলেন । কিন্তু শেষরক্ষা হয়নি । জেলায় প্রথম সারির একজন কোরোনা যোদ্ধার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পুলিশ সুপার সুনীলকুমার যাদব ।

অন্যদিকে, কোরোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকাল 11টা নাগাদ মৃত্যু হয়েছে জেলা হস্তশিল্প দপ্তরের এক আধিকারিকের । তিনি কলকাতার বাসিন্দা হলেও কাঁথিতে একটি ভাড়াবাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন । দু'দিন আগেই কোরোনায় আক্রান্ত হন তিনি । এরপর তাঁকে পাঁশকুড়া কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছিল । অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । কিন্তু বাঁচানো সম্ভব হয়নি । গতকাল সকাল এগারোটা নাগাদ মৃত্যু হয় শুভ্রকান্তিবাবুর ।

পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, "দুজনেরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমরা তাঁদের ভেন্টিলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম । চেষ্টার কোনও ত্রুটি রাখা হয়নি । কিন্তু শেষরক্ষা হল না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.