ETV Bharat / state

কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত 2 - 2 died in road accident

কোলাঘাটে বড়দাবাড়ে পথ দুর্ঘটনায় মৃত 2 ৷ পরিচয় পাওয়া যায়নি এখনও ৷ মৃতদের ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত দুই
কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত দুই
author img

By

Published : Nov 3, 2020, 3:47 PM IST

কোলাঘাট, 3 নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলাসহ দুইজনের । আজ সকালে 16 নম্বর জাতীয় সড়কের বড়দাবাড় বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ যদিও মৃতদের এখনও কোনও পরিচয় জানা যায়নি ৷ কোলাঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ৷ সেই সঙ্গে মৃতদের পরিচয় জানার কাজ চালাচ্ছে পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দ্রুত গতিতে খড়গপুর থেকে কলকাতাগামী একটি ছোটো চার চাকার গাড়ি বড়দাবাড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে ৷ পরে গাড়িটি কয়েকবার পাল্টি খেয়ে পার্শ্ববর্তী রাস্তায় আছড়ে পড়ে ৷ সেই সময় গাড়ির মধ্যে যাঁরা ছিলেন তাঁরা ছিটকে রাস্তায় পড়েন ৷

স্থানীয় বাসিন্দা ও রাস্তায় টহলদারি পুলিশের সহযোগিতায় দু'জনকে উদ্ধার করা হয় ৷ চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ দুর্ঘটনার জেরে বেশ স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ৷ পরে কোলাঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার সময় একাধিকবার পুলিশকে ফোন করা হলেও তারা দ্রুত ঘটনাস্থানে এসে পৌঁছায়নি ৷ প্রায় ঘণ্টাখানেক পরে এসে পৌঁছায় ৷ এবিষয়ে কোলাঘাট থানার OC রাজকুমার দেবনাথ বলেন, "মৃত দুইজনের পরিচয় এখনও জানা যায়নি ৷ তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

কোলাঘাট, 3 নভেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলাসহ দুইজনের । আজ সকালে 16 নম্বর জাতীয় সড়কের বড়দাবাড় বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ যদিও মৃতদের এখনও কোনও পরিচয় জানা যায়নি ৷ কোলাঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ৷ সেই সঙ্গে মৃতদের পরিচয় জানার কাজ চালাচ্ছে পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে দ্রুত গতিতে খড়গপুর থেকে কলকাতাগামী একটি ছোটো চার চাকার গাড়ি বড়দাবাড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে ৷ পরে গাড়িটি কয়েকবার পাল্টি খেয়ে পার্শ্ববর্তী রাস্তায় আছড়ে পড়ে ৷ সেই সময় গাড়ির মধ্যে যাঁরা ছিলেন তাঁরা ছিটকে রাস্তায় পড়েন ৷

স্থানীয় বাসিন্দা ও রাস্তায় টহলদারি পুলিশের সহযোগিতায় দু'জনকে উদ্ধার করা হয় ৷ চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷ দুর্ঘটনার জেরে বেশ স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন ৷ পরে কোলাঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার সময় একাধিকবার পুলিশকে ফোন করা হলেও তারা দ্রুত ঘটনাস্থানে এসে পৌঁছায়নি ৷ প্রায় ঘণ্টাখানেক পরে এসে পৌঁছায় ৷ এবিষয়ে কোলাঘাট থানার OC রাজকুমার দেবনাথ বলেন, "মৃত দুইজনের পরিচয় এখনও জানা যায়নি ৷ তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.