ETV Bharat / state

নন্দীগ্রামে বিজেপি কর্মীর ব্যাগে বোমা-ছুরি ! তদন্তে পুলিশ - বিজেপি কর্মীর ব্যাগ থেকে বোমা-ছুরি উদ্ধার

2টি তাজা বোমা ও ছুরি উদ্ধার হল বিজেপি কর্মীর ব্যাগ থেকে । এমনই অভিযোগ উঠল নন্দীগ্রামের হোসেনপুর থেকে । পুলিশি তদন্ত শুরু হয়েছে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ।

2-bomb-and-knife-recovered-in-nandigram
2-bomb-and-knife-recovered-in-nandigram
author img

By

Published : Jan 10, 2021, 5:22 PM IST

নন্দীগ্রাম, 10 জানুয়ারি : নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের হোসেনপুরে উদ্ধার হল তাজা বোমা এবং ছুরি । আজকের এই ঘটনায় আটক এক যুবক । তৃণমূলের অভিযোগ, ওই যুবক বিজেপির কর্মী । হামলার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব । তদন্তে নেমেছে পুলিশ । অভিযুক্তের নাম সমীরণ গিরি । বাড়ি কালীচরণপুরে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হোসেনপুর এলাকায় অভিযুক্ত যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল । স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথা বলতে শুরু করে । বুকে বিজেপির ব্যাজ থাকায় বিজেপি কর্মী বলে ধরে নেয় । তারপর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 2 টি বোমা ও একটি ছুরি ।

আরও পড়ুন : বড়ঞায় উদ্ধার ৩০টি তাজা বোমা

স্থানীয়রা নন্দীগ্রাম থানায় খবর দেয় । পুলিশ ঘটনাস্থানে এসে বোমা দুটিকে নিষ্ক্রিয় করে ও যুবককে আটক করে নিয়ে যায় । এবিষয়ে তৃণমূল নেতা শেখ শাহাউদ্দিন অভিযোগ করেন, "বিজেপি আমাদের দলীয় কর্মীদের ধমকানি চমকানি দিয়ে দলে টানার চেষ্টা করছে । পুলিশকে ঘটনাটি জানাতেই, যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।"

অন্যদিকে বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, "গোটা ঘটনার পেছনে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন । তৃণমূল নন্দীগ্রামে নোংরা রাজনীতি শুরু হয়েছে । কেউ যদি কাউকে মারার জন্য গিয়ে থাকে সে কখনও বুকে দলের ব্যাজ লাগিয়ে যেতে পারে বলে ভূভারতে কেউ বিশ্বাস করবে না । আমরা এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।"

নন্দীগ্রাম, 10 জানুয়ারি : নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের হোসেনপুরে উদ্ধার হল তাজা বোমা এবং ছুরি । আজকের এই ঘটনায় আটক এক যুবক । তৃণমূলের অভিযোগ, ওই যুবক বিজেপির কর্মী । হামলার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব । তদন্তে নেমেছে পুলিশ । অভিযুক্তের নাম সমীরণ গিরি । বাড়ি কালীচরণপুরে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হোসেনপুর এলাকায় অভিযুক্ত যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল । স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্ন কথা বলতে শুরু করে । বুকে বিজেপির ব্যাজ থাকায় বিজেপি কর্মী বলে ধরে নেয় । তারপর ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 2 টি বোমা ও একটি ছুরি ।

আরও পড়ুন : বড়ঞায় উদ্ধার ৩০টি তাজা বোমা

স্থানীয়রা নন্দীগ্রাম থানায় খবর দেয় । পুলিশ ঘটনাস্থানে এসে বোমা দুটিকে নিষ্ক্রিয় করে ও যুবককে আটক করে নিয়ে যায় । এবিষয়ে তৃণমূল নেতা শেখ শাহাউদ্দিন অভিযোগ করেন, "বিজেপি আমাদের দলীয় কর্মীদের ধমকানি চমকানি দিয়ে দলে টানার চেষ্টা করছে । পুলিশকে ঘটনাটি জানাতেই, যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।"

অন্যদিকে বিজেপির সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল বলেন, "গোটা ঘটনার পেছনে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন । তৃণমূল নন্দীগ্রামে নোংরা রাজনীতি শুরু হয়েছে । কেউ যদি কাউকে মারার জন্য গিয়ে থাকে সে কখনও বুকে দলের ব্যাজ লাগিয়ে যেতে পারে বলে ভূভারতে কেউ বিশ্বাস করবে না । আমরা এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.