ETV Bharat / state

হলদিয়ায় জোড়া খুনে ধৃত 2 - arrested 2 in east medinipur

জোড়া খুনের হদিশ দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । গ্রেপ্তার হয়েছে 2 জন । তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

holdia arrest
হলদিয়ায় জোড়া খুনের রহস্য উদ্ঘাটন
author img

By

Published : Feb 24, 2020, 12:02 AM IST

হলদিয়া, 23 ফেব্রুয়ারি : হলদিয়ায় জোড়া খুনে 2 জনকে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । 18 ফেব্রুয়ারি হলদিয়ার দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালিতে হুগলি নদীর পাড়ে অর্ধদগ্ধ জোড়া দেহ উদ্ধার হয়েছিল । ঘটনায় গ্রেপ্তার হয়েছে বছর 25-র মনজুর আলম নামে হলদিয়ার এক কারখানার কর্মী ৷ এবং শেখ সাদ্দাম হোসেন নামে এক ঠিকাদার ।

আজ সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি । ফেসবুকের মাধ্যমে জানা গেছে তারা মা ও মেয়ে । নিউ ব্যারাকপুরের বাসিন্দা । মা রমা দে(40) এবং মেয়ে রিয়া দে(20) ।" তিনি আরও জানান, হলদিয়ার বাসিন্দা শেখ সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল যুবতির । শেখ সাদ্দাম পেশায় ঠিকাদার ।

পুলিশি বক্তব্যে সামনে আসে, সাদ্দাম হলদিয়াতে যুবতি ও তাঁর মাকে ডেকে আনে । তারপর মা ও মেয়েকে বন্ধুদের সহযোগিতায় পুড়িয়ে মারে । গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে । আজ তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় । বিচারক 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

হলদিয়া, 23 ফেব্রুয়ারি : হলদিয়ায় জোড়া খুনে 2 জনকে গ্রেপ্তার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । 18 ফেব্রুয়ারি হলদিয়ার দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালিতে হুগলি নদীর পাড়ে অর্ধদগ্ধ জোড়া দেহ উদ্ধার হয়েছিল । ঘটনায় গ্রেপ্তার হয়েছে বছর 25-র মনজুর আলম নামে হলদিয়ার এক কারখানার কর্মী ৷ এবং শেখ সাদ্দাম হোসেন নামে এক ঠিকাদার ।

আজ সন্ধ্যায় জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি বলেন, "ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি । ফেসবুকের মাধ্যমে জানা গেছে তারা মা ও মেয়ে । নিউ ব্যারাকপুরের বাসিন্দা । মা রমা দে(40) এবং মেয়ে রিয়া দে(20) ।" তিনি আরও জানান, হলদিয়ার বাসিন্দা শেখ সাদ্দাম হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল যুবতির । শেখ সাদ্দাম পেশায় ঠিকাদার ।

পুলিশি বক্তব্যে সামনে আসে, সাদ্দাম হলদিয়াতে যুবতি ও তাঁর মাকে ডেকে আনে । তারপর মা ও মেয়েকে বন্ধুদের সহযোগিতায় পুড়িয়ে মারে । গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে । আজ তাদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় । বিচারক 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.